মেদিনীপুরী বাংলা উপভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেদিনীপুরী বাংলা
দেশোদ্ভবভারত
অঞ্চল
মাতৃভাষী

বাংলা লিপি
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩
গ্লোটোলগcent1983  (Central Bengali)[১]

মেদিনীপুরী বাংলা বাংলা ভাষার একটি উপভাষা এবং কথ্যরূপ। পশ্চিমবঙ্গের অবিভক্ত মেদিনীপুর জেলা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের অন্তর্গত অধিকাংশ অঞ্চল প্রধান কাকদ্বীপ মহকুমা (সাগরদ্বীপ, নামখানা, কাকদ্বীপ ও পাথরপ্রতিমা), ওড়িশার ময়ূরভঞ্জ জেলা এবং ঝাড়খণ্ডের সিংভূম জেলার বাংলাভাষী মানুষদের কথাবলার মধ্যে এই উপভাষার প্রভাব লক্ষ্য করা যায়।[২]

আঞ্চলিক সীমানা[সম্পাদনা]

মেদিনীপুরের কথ্য ভাষা বাংলা ভাষার অন্যতম পুরোনো রূপ৷ বাংলার সাংস্কৃতিক জীবনে মেদিনীপুরের স্থান খুব উঁচুতে। মেদিনীপুরের পশ্চিম দিকটা অর্থাৎ ঝাড়গ্রাম মহকুমার কথ্য ভাষা মধ্য রাঢ়ীয় উপভাষা৷ মেদিনীপুর লাগোয়া ময়ূরভঞ্জ ও সিংভূমেও ওই একই উপভাষার প্রচলন রয়েছে মেদিনীপুরেরই দক্ষিণাংশে রসুলপুর নদীর মোহনা থেকে সুবর্ণরেখা নদীর মোহনা পর্যন্ত যে তীরভূমি সেই অংশের কথ্য ভাষার নাম কাঁথি বাংলা৷ কাঁথি বাংলা সুন্দরবনের মোহনা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার চারটি ব্লকে (নামখানা, সাগরদ্বীপ, পাথর প্রতিমা ও কাকদ্বীপ) প্রচলিত। এই মেদিনীপুরী বাংলা ভাষায় ব্যঞ্জনের পূর্ণ উচ্চারণ খুব বেশি মাত্রায় রয়েছে৷ তথ্য প্রমাণে এই ধরনের সিদ্ধান্তে পৌঁছানো খুবই স্বাভাবিক যে কবি কালিদাস এই অঞ্চলেরই মানুষ ছিলেন৷[৩]

জনগোষ্ঠী অনুযায়ী ভাষাগোষ্ঠী বিভাজন[সম্পাদনা]

মেদিনীপুরী বাংলা ভাষাগোষ্ঠীকে সংস্কৃতি ও জনগোষ্ঠী অনুযায়ী মোটামুটি কয়েকটি উপবিভাগে ভাগ করা হয়েছে।

  • উৎকল জাত জনগোষ্ঠী: এরা মেদিনীপুরের দক্ষিণ অংশে ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমাতে বসবাস করেন।
  • রাঢ় নিকটবর্তী: মেদিনীপুরের উত্তরাংশের অধিকাংশ জনগোষ্ঠী হাওড়া, হুগলিবাঁকুড়া জেলার সাথে সম্পর্কিত।
  • কুর্মি মাহাত/মাহাতো সম্প্রদায়: ঝাড়গ্রাম জেলা এবং পশ্চিম মেদিনীপুরে OBC কুর্মি মাহাত/মাহাতো সম্প্রদায়ের বসবাস।
  • মাহিস্য সম্প্রদায়: অধিকাংশ মাহিস্য সম্প্রদায় পূর্ব মেদিনীপুরের বসবাস করেন।
  • সদগোপ সম্প্রদায়: উত্তর ও মধ্য মেদিনীপুরে সদগোপ সম্প্রদায়ের বসবাস। সদগোপ কথার অর্থ ভালো গোয়ালা।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Central Bengali"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট। 
  2. "Midnapore.in - Legacy of Midnapore .:: Bengali Language in Medinipur Distric ::."www.midnapore.in। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১৮ 
  3. "প্রসঙ্গ মেদিনীপুর | নোতুন পৃথিবী"notunprithivi.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. http://www.midnapore.in/irrigation.html