দিঘাপতিয়া এম. কে. কলেজ
এম কে কলেজ | |
ধরন | জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত |
---|---|
স্থাপিত | ১৯৭০ |
চেয়ারম্যান | মোঃ শফিকুল ইসলাম শিমুল |
অধ্যক্ষ | মোঃ আব্দুর রাজ্জাক |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১০০ |
শিক্ষার্থী | ১৩০০ জন |
অবস্থান | দীঘাপাতিয়া, নাটোর , |
শিক্ষাঙ্গন | শহুরে |
পোশাকের রঙ | নীল |
সংক্ষিপ্ত নাম | এম.কে.কলেজ |
দিঘাপতিয়া এম. কে. কলেজ বাংলাদেশের নাটোর জেলায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান যা ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়েছে।[১] এটি উত্তরা গণভবন এর সন্নিকটে অবস্থিত। মহাব্বত আলী সরদার এবং কুরবান আলী সরদারের নামানুসারে এই কলেজের নামকরণ করা হয়েছে এম কে। এই দুই ভাই কলেজটি প্রতিষ্ঠার জন্যে ৫.৫৫ একর জমি দান করেন।[১]
শিক্ষা
[সম্পাদনা]২০১৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাটোর সদরের দিঘাপতিয়া এম কে কলেজকে অনার্স কোর্সে শিক্ষার্থী ভর্তির অনুমতি দেয়।[২] দিঘাপতিয়া এম.কে কলেজে বাংলা, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স, ডিগ্রী (পাস) কোর্স, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এইচ.এস.সি, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচ.এস.সি (বি.এম) শিক্ষাক্রম ও বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচ.এস.সি (বাউবি) শিক্ষাক্রমে প্রায় তিন সহস্রাধিক ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে।
ক্যাম্পাস
[সম্পাদনা]সবুজ গাছপালায় বেষ্টিত কলেজটি অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও দক্ষ পরিচালনা পর্ষদ দ্বারা ধূমপান ও রাজনৈতিক অস্থিরতা মুক্ত পরিবেশে সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। একটি খেলার মাঠ আছে যেখানে কলেজের বিভিন্ন অনুষ্ঠান সহ ছাত্ররা তাদের নিয়মিত খেলার প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করে থাকে। মূল ফটকের ডানে একটি কলেজ মসজিদ আছে যেখানে ছাত্র-শিক্ষক সহ স্থানীয় লোকজন ৫ ওয়াক্ত নামাজ আদায় করে এছাড়াও শুক্রবারে জুম্মার নামাজ ও হয়ে থাকে।
বিস্তারিত
[সম্পাদনা]হিসাব-নিকাশে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততার সাথে অটোমেশন সফটওয়্যার এর মাধ্যমে হিসাব পরিচালনা করা হয়। এছাড়া শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্রের কলেজ কার্যক্রম অত্র কলেজে পরিচালিত হয়ে আসছে। রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এর মাধ্যমে চলমান রক্তদান কর্মসূচীসহ অন্যান্য সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। দৈনিক কালের কন্ঠের শুভসংঘ ও দৈনিক প্রথম আলো বন্ধুসভায় অনেক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে আসছে।[৩]
গভর্নিংবডি
[সম্পাদনা]কলেজ পরিচালনার জন্যে একটি পরিচালনা পর্ষদ আছে। বর্তমান গর্ভনিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। [৩]
আরো দেখুন
[সম্পাদনা]- নাটোর জেলা
- নাটোর রাজবাড়ী
- নাটোর সদর উপজেলা
- নাটোর-১
- নাটোর-২
- নাটোর-৩
- নাটোর-৪
- সিংড়া নাটোর পরিবার
- দিঘাপতিয়া রাজ পরিবার
- নাটোরের কাঁচাগোল্লা
- চলন বিল
- নাটোর চিনি কল লিমিটেড
- শহীদ সাগর
- নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়
- নাটোর মহিলা কলেজ
- মাদার গান
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ http://www.natore.gov.bd/site/education_institute/32388d7b-1aba-11e7-8120-286ed488c766/দিঘাপতিয়া-এম-কে--(অনার্স)-কলেজ,-[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Ittefaq, The Daily। "নাটোরে ৪টি বেসরকারি কলেজেঅনার্স চালু, শিক্ষার্থী মিলছে না :: দৈনিক ইত্তেফাক"। archive.ittefaq.com.bd।
- ↑ ক খ "দিঘাপতিয়া এম. কে. কলেজ – দিঘাপতিয়া এম. কে. কলেজ"। mkcnatore.edu.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৮-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১৫।