উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/আফতাবুজ্জামান
- নিচের আলোচনাটি প্রশাসকত্বের একটি সফল আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
- সমর্থন — ১০; বিরোধিতা — ০; নিরপেক্ষ — ০। প্রশাসকত্বের আবেদন সফল হিসেবে সমাপ্ত।
- (অ-ব্যুরোক্র্যাট) দ্বারা বন্ধ) এটা সফল হিসেবে গৃহীত হয়েছে User:Wikitanvir এর দ্বারা।--প্রত্যয় (স্বাগতম) ১৩:০০, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
প্রশাসকত্বের আবেদনের সরঞ্জাম | |
---|---|
সম্পাদনা সংখ্যা | |
নিবন্ধ তৈরি করেছেন | |
সম্পাদনা সারাংশ ব্যবহার | |
মাস অনুসারে | |
বৈশ্বিক অবদান | |
বৈশ্বিক তথ্য |
এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (১০/০/০); শেষ হবে: ১৬/১০/২০১৩
মনোনয়ন
আমি বাংলা উইকিপিডিয়ায় একজন নিয়মিত ব্যবহারকারী। নিজেকে প্রশাসন সংক্রান্ত কাজে যুক্ত করার জন্যই এই প্রস্তাব রাখছি।
আমি প্রায় ১ বছরের কিছু বেশি সময় ধরে বাংলা উইকিপিডিয়ায় আছি। শুরুতে আমি Leemon2010 সম্পাদনা করতাম। যেটির অবদান ৩ হাজারের কিছু বেশি। পরবর্তীতে অ্যাকাউন্টে সমস্যার কারণে এই অ্যাকাউন্ট দিয়ে সম্পাদনা করা শুরু করি। উইকিপিডিয়ায় বিভিন্ন বিষয়ের নিবন্ধে আমি নিয়মিত অবদান রাখছি। নিবন্ধের পাশাপাশি উইকিপিডিয়া নীতিমালা, সাহায্য এবং প্রশাসন সংক্রান্ত কিছু পাতা অনুবাদে যুক্ত আছি। বাংলা উইকি ছাড়াও এর অন্যান্য প্রকল্পে যুক্ত আছি। যেমন: উইকিকমন্স, উইকিউপাত্ত, মেটাউইকি -এই সব প্রকল্পে মূলত বাংলাতে পাতা অনুবাদ কিংবা টেমপ্লেট অনুবাদের কাজ করে থাকি। এছাড়া ট্রান্সলেট উইকিতে মিডিয়াউইকি ইন্টারফেস অনুবাদ করি। তবে শুধু নির্দিষ্ট কোনো ক্ষেত্রেই নয়, বরং সকল ক্ষেত্রেই আমি অবদান রেখেছি।
উইকিসিন্ট্যাক্স ও জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ধারণা রয়েছে (এক্সপার্ট পর্যায়ের নয়) বাংলা উইকিতে অনেক টেমপ্লেটে ParserFunctions জনিত কারনে সমস্যা হয়। সেই সব সমস্যা চোখে পড়া মাত্রই সমাধান করি (যেমন:কিছু দিন আগে Weather box নামের একটি টেমপ্লেটের ParserFunctions ঠিক করেছিলাম)। এছাড়া উইকিতে মডিউলের উপর অবদান রাখছি।
বাংলা উইকিতে আমি ধ্বংসপ্রবণতা রোধে কাজ করি। প্রশাসকদের সরঞ্জাম ব্যবহার করে কিছু বিশেষ কাজ: মিডিয়াউইকি নামস্থান, উন্নয়ন প্রয়োজন কিন্তু সংরক্ষিত রয়েছে এমন পাতার মান উন্নয়নের কাজ ও অন্যান্য নিয়মিত কাজ: ধ্বংসপ্রবণতা রোধ, পাতা অপসারণ ইত্যাদি করতে চাই। বাংলা উইকি সম্প্রদায়ের অভিজ্ঞ সদস্যরা তাদের সুচিন্তিত মতামত আমার এই আবেদনে দিবে- এ আশাবাদ ব্যক্ত করছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৩:২৫, ৯ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
আবেদনকারীর প্রতি প্রশ্ন
আফতাবকে আমি কিছু সাধারন প্রশ্ন করি, প্রশ্নগুলি একান্তই রীতি অনুসারে আশা করা হয়,
- কী ধরনের প্রশাশকের কাজ করতে আপনি চান?
- প্রশাসককে আপনি কি চোখে দেখেন,পদ,পুরস্কার, ক্ষমতা না দায়িত্ব?
- বাংলা উইকিপিডিয়াতে আপনার সেরা অবদান আপনি কি বলে মনে করেন ও কেন?
- বাংলা উইকিপিডিয়াতে এখনো পর্যন্ত কোনো সংঘাত হয়েছে কি, যা্তে আপনি কোনো প্রকার মন-কষ্ট অনুভব করেছেন ? আপনি সে ক্ষেত্রে সেই অবস্থা থেকে বেড়িয়ে আসতে, কোন পথ বেছে নিয়েছেন? এবং ভবিষ্যতে এমন পরিস্থিতিতে আপনি কোন পথ বেছে নেবেন?
- বাংলা উইকিপিডিয়ার বর্তমান পরিস্থিতিতে আমরা এখন মৌলিক নিবন্ধগুলিকে শুরু বা শেষ করতে পারিনি। সেক্ষেত্রে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?
- আগামী পাঁচ বছরে বাংলা উইকিপিডিয়াকে কি অবস্থায় দেখেতে চান?
- ইংরেজির অনেক জটিল টেমপ্লেট ও মডুইলের উপর আপনার কাজ কতটা আশা করতে পারি?
- বাংলা উইকিপিডিয়াতে নীতিমালা গুলি এখন অনুবাদ এখনও বাকি, (যা প্রশাসক হিসাবে আমার ও করা দায়িত্ব),হবু প্রশাসক হিসাবে আপনার কতটুকু দায়িত্ব বলে মনে করেন?
- বেশ কয়েকটি প্রশ্ন, আমি সংক্ষেপে উত্তর দিচ্ছি:
- আমি কি ধরনের কাজে আগ্রহী বা করতে চাই তা আমি আমার মনোনয়নে কিছুটা লিখেছি। তবে আমি নির্দিষ্ট কোন ক্ষেত্রে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাই না। প্রয়োজন অনুসারে সকল জায়গায় কাজ করব। প্রশাসকত্ব যে কোন পদ, পুরস্কার কিংবা ক্ষমতা নয় সে সম্পর্কে আমি অবগত আছি। আমি এই দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে পারব বলে বিশ্বাস করি। সেরা অবদান বলাটা কঠিন। যেখানে সম্পাদনা করি না কেন তা ভালোভাবে করার চেষ্টা করি। টেমপ্লেট ও মডিউলের উপর কাজ প্রয়োজন অনুসারে আশা করতে পারেন। আমি এখন পর্যন্ত কোনো সংঘাত বা এই জাতীয় কিছু দেখেনি। এ রকম ক্ষেত্রে উইকির নীতি অনুসারে আমি আমার বক্তব্য দিব তবে নিজে জড়িত আছি এমন ক্ষেত্রে তৃতীয় কোন ব্যক্তির সময়োচিত পদক্ষেপই কাম্য। যেহেতু নীতিমালা প্রশাসনের সাথে জড়িত বিষয়, তাই অন্যান্য কাজের পাশাপাশি সময় ও সুযোগ অনুসারে নীতিমালাগুলি অনুবাদ করার চেষ্টা করব। বাংলা উইকিকে ভবিষ্যতে আরো সামনে, আরো উন্নততর হিসেবে দেখতে চাই। সবার অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে একটি স্বার্থক উইকি গড়ে তোলাই লক্ষ্য থাকবে। আপনাকে ধন্যবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৯, ১৩ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- বেশ কয়েকটি প্রশ্ন, আমি সংক্ষেপে উত্তর দিচ্ছি:
সমর্থন
- সমর্থন ইতিমধ্যে আফতাবকে বাংলা উইকিপিডিয়া সহ অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে দেখেছি। আমি মনে করি তিনি প্রশাসকত্ত্ব অর্জনের যোগ্য। এবং তিনি উইকিপিডিয়ার কার্যক্রমকে সাবলিলভাবে চলতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:২৮, ১০ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন - আফতাব ভাইয়ের অগ্রযাত্রায় অংশীদার হতে পেরে সত্যিকার অর্থেই আনন্দবোধ করছি আমি! আন্তরিকভাবে আশাবাদী ও বিশ্বাসী যে, প্রশাসক হিসেবে তিনি সুচারুরূপে উইকিপিডিয়া সম্প্রসারণ ও গ্রহণযোগ্যতার পরিবেশ সৃষ্টিকল্পে নিজেকে আরো সম্পৃক্ত করবেন ও দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হবেন। এছাড়াও, অন্যান্য নিয়মিত ব্যবহারকারীকেও তাদের স্ব-স্ব মতামত পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। অগ্রীম শুভেচ্ছা সহযোগে - Subrata Roy (আলাপ) ০৪:৫৫, ১০ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন - উইকিপিডিয়ায় আগের প্রশাসকদের মধ্যে রাগিব ভাই এখন বেশ ব্যস্ত হয়ে গেছেন, তানভির রহমানও লেখাপড়ার কারণে বিদেশ চলে যাওয়ায় কিছুটা অনিয়মিত হয়ে গেছেন, তাছাড়া সপ্তর্ষিদা, জাহিন ভাই, মুহাম্মদ ভাই প্রমুখ এখন পুরোই নিষ্ক্রীয় বলা চলে। এসময়ে আফতাব নিঃসন্দেহে একজন কান্ডারি হতে পারেন। অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তাঁকে এবং আমার পূর্ণ সমর্থন জানাচ্ছি তাঁর এই প্রার্থিতায়। আমরা তাঁকে অন্যান্য সক্রীয় প্রশাসকবৃন্দের মতোই অগ্রণী হিসেবে পাবো — এই আশাবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:৪৬, ১০ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন - আমি আশা করি আফতাব ভাই প্রশাসক হলে উইকির উন্নয়নে আরও বেশি মননিবেশ করতে পারবেন এবং আমাদের মত কাঁচা ব্যবহারকারীরা প্রশাসকদের কাছ থেকে আরও বেশি সাহায্য এবং নির্দেশনা পাবে। তাই আমার সমর্থন থাকল তার এই আবেদনে। আমার তরফ থেকেও আগ্রীম শুভেচ্ছা। আসিফ মুকতাদির (আলাপ) ১৭:৫১, ১০ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ফ্রেন্ড সন্ত্রাসী হামলায় আহত, এজন্য কয়েকদিন যাবত হাসপিটালে থাকার কারনে প্রস্তাবনাটি নজরে আসে নি। লিমন বাংলা উইকিতে নিয়মতি এবং টেমপ্লেট সংক্রান্ত বিভিন্ন সমস্যাসহ অন্যান্য বিষয়ে তার অবদান উল্লেখযোগ্য। প্রস্তাবে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। আশা করি, প্রশাসক হলে লিমন বাংলা উইকিকে সামনের দিকে নিয়ে যেতে আরো গুরূত্বপূর্ণ ভূমিকা পালন করবে। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:০৮, ১০ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন - শুধু মাত্র আফতাবের কাছ থেকে কিছু মৌলিক প্রশ্ননের যুক্তিপূর্ণ উত্তর আশা করছি।--জয়ন্ত (আলাপ - অবদান) ০৮:০২, ১৩ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন - কয়েকদিন কিছু ব্যস্ত থাকায় মতামত জানাতে কিছু দেরি হল। বাংলা উইকিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রশাসক আফতাব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, এই বিষয়ে আমার দৃঢ় বিশ্বাস আছে। এই প্রস্তাবে আমার পূর্ণ সমর্থন রইল। বোধিসত্ত্ব (আলাপ) ০৪:১২, ১৪ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন । আফতাবের মডিউল, টেমপ্লেট ও উইকির অন্যান্য কারিগরী ও প্রশাসনিক সম্পাদনায় আগ্রহ দেখতে পেয়েছি। আশাকরি প্রশাসক হলে সে উইকিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। তবে সম্পাদনার ক্ষেত্রে সে নিরপেক্ষতা (ধর্মীয়, রাজনৈতিক বা অন্যান্য ক্ষেত্রে) বজায় রাখতে এবং বিতর্ক বা সংঘাত নিরসনে সে কি ধরনের পদক্ষেপ নিবে তা জানতে চাই। নিরপেক্ষ সম্পাদনা বা সংঘাত নিরসনে অংশ নিয়েছে এমন কোন সম্পাদনার উদাহরন কি দেখাতে পারবে? - রাহাত (আলাপ) ০৫:৩৫, ১৪ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- কোন আলোচনাকে সংঘাত না বলে বিতর্ক বলাই উত্তম। এই রকম ক্ষেত্রে সম্প্রদায়ের মতামতের উপর ভিত্তি করেই আমার পদক্ষেপ থাকবে। আমি ইতিপূর্বে অনেক সাধারন আলোচনায় অংশ নিয়েছি। তবে আপনি নিজেও জেনে থাকবেন, বাংলা উইকিতে ধর্মীয়, রাজনৈতিক বিষয়ে বিতর্ক বা সংঘাত যাই বলেন তা খুব কম হয়েছে। আমি গত ১ বছরে এই জাতীয় কিছু দেখিনি (অবশ্য সামান্য কিছু নিবন্ধে লেখা যোগ-বিয়োগ নিয়ে সংঘাত হতে দেখেছি, যেগুলি মূলত কয়েকজন নতুন ব্যবহারকারী করেছিলেন)।--আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৭, ১৪ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন বিরোধিতা করার কোন কারন দেখছি না।--প্রত্যয় (স্বাগতম) ০৯:০২, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন অবশ্যই দেয়া উচিত। Ashiq Shawon (আলাপ) ১০:১৮, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
বিরোধিতা
মন্তব্য
বেশ কয়েকদিন গত হয়ে গেল। এখনো পর্যন্ত অত্র আবেদনখানার নিষ্পত্তি হয়নি যা আদৌ কাম্য নয়। অবিলম্বে ব্যুরোক্র্যাটত্রয়ের যে-কাউকে এ আবেদনটির নিষ্পত্তিতে দ্রুত অগ্রসর হবার জন্য বিনীত অনুরোধ করছি। - Subrata Roy (আলাপ) ১৫:২২, ২০ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]