ব্যবহারকারী আলাপ:P.Shiladitya

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]


চমৎকার কাজ হচ্ছে[সম্পাদনা]

একটি অনুরোধ। বাংলা উইকিলিংকগুলির পেছনে ইংরেজি উইকিপিডিয়ার সংযোগ না দিয়ে বাংলাতেই রাখুন। লাল লিংক হয়ে থাকলেও পরে এগুলি নিয়ে নিবন্ধ লিখতে শুরু করা যাবে। অর্ণব (আলাপ | অবদান) ০০:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ক্রমপ্রসারমাণ মহাবিশ্ব[সম্পাদনা]

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে, আপনি ইংরেজি যে নিবন্ধটি অনুবাদ করবেন সেটির কমপক্ষে তিন/চার প্যারা বাংলাতে অনুবাদ করে নিবন্ধটি তৈরি করার কথা বলা হয়েছে কিন্তু আপনি উপরের নিবন্ধটি মাত্র এক/কয়েক লাইন অনুবাদ করে বেশ কয়েকদিন যাবত ফেলে রেখেছেন। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে নিবন্ধটি তৈরির সময় কমপক্ষে তিন/চার প্যারা অনুবাদ যুক্ত করুন এবং পরবর্তীতে আপনার সময় অনুসারে আস্তে আস্তে অনুবাদ শেষ করুন। কোন প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৩৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলায় সারাংশ লিখুন[সম্পাদনা]

প্রিয় P.Shiladitya, শুভেচ্ছা নিবেন। বাংলা উইকিপিডিয়ায় কাজ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি অবদানের পাতায় দেখতে পাচ্ছি যে আপনি নিবন্ধে লেখার পর সংরক্ষণের পূর্বে সম্পাদনা সারাংশ ইংরেজিতে দিচ্ছেন। লক্ষ্য করুন, এটি বাংলা উইকিপিডিয়া তাই এখানে দুই একটি ব্যতিক্রম ব্যতীত সকল ক্ষেত্রে লেখকগণ সম্পাদনা সারাংশ বাংলাতে দিবেন এটাই আশা করা হয়। সম্পাদনা সারাংশ বাংলায় দিতে সহজ করতে আপনি আপনার পছন্দে কিছু গ্যাজেটও সক্রিয় করতে পারেন। তাছাড়া একটি গ্যাজেট ডিফল্টরূপে সক্রিয় করা আছে যা সারাংশ বাক্সের নীচে নীল রঙে লেখা দেখায়, আপনি সেটিও ব্যবহার করতে পারেন। যেভাবেই হোক দুই একটি ব্যতিক্রম ব্যতীত সকল ক্ষেত্রে সারাংশ সবসময় বাংলাতে দিতে আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ। --আফতাব (আলাপ) ১৪:৫৪, ২৯ মার্চ ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]


আপনার তৈরি প্রসারমান মহাবিশ্বের ভবিষ্যৎ নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় P.Shiladitya,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি প্রসারমান মহাবিশ্বের ভবিষ্যৎ নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - যুদ্ধমন্ত্রী আলাপ, বৃহস্পতিবার ১১:৫৯, ১৩ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]


আপনার তৈরি বোস-আইনস্টাইন ঘনীভবন নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় P.Shiladitya,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি বোস-আইনস্টাইন ঘনীভবন নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - যুদ্ধমন্ত্রী আলাপ, বৃহস্পতিবার ১২:১৩, ১৩ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]


আমি একটি টেমপ্লেটকে যুক্ত করতে চাই[সম্পাদনা]

@Aftabuzzaman: মহাশয়

template:Infobox biodatabase এর বাংলায় আগেই অনুবাদ করা হয়েছে (টেমপ্লেট:জীবের উপাদানসংগ্রহের তথ্যছক)। কিন্তু যখনি পাবমেড আইডেন্টিফায়ার পাতাটি তৈরি করছি তখন এটি আর নিজে নিজে কানেক্ট হচ্ছে না। দয়া করে সময় পেলে একটু সাহায্য করুন। উল্লেখ্য যে আমি {{{{infobox biodatabase ... এর পরিবর্তে {{জীবের উপাদানসংগ্রহের তথ্যছক ... এটি ব্যাবহারে আগ্রহী নই; কারণ ভবিষ্যতে অন্য কেউ template:Infobox biodatabase পুনরায় ব্যবহার করতে গেলে বিভ্রান্ত হবেন এবং আরেকবার টেমপ্লেট:জীবের উপাদানসংগ্রহের তথ্যছক এর মত একটি টেমপ্লেট তৈরি করতে সময় অপচয় করবেন।

অসংখ্য ধন্যবাদ P.Shiladitya

এগুলি নিজে নিজে সংযুক্ত হবে হবে না। পাতার তৈরির পর বামের পার্শ্বদণ্ডের অন্যান্য ভাষাসমূহ লেখার নিচে আন্তঃউইকি সংযোগ দিন লেখায় ক্লিক করে অন্য উইকির সাথে সংযুক্ত করতে হবে। বাংলায় তথ্যছকের নাম ব্যবহারে সমস্যা নেই। আন্তঃউইকি সংযোগের ফলে বিভ্রান্ত হওয়ার কারণ দেখি না। আর সবশেষ কথা হল, যে নিবন্ধ শুরু করেছেন তা সম্পূর্ণ করবেন। খালি অবস্থায় রেখে দিবেন না। --আফতাব (আলাপ) ১৮:০২, ১৫ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]


@Aftabuzzaman: ধন্যবাদ। আর একটা প্রস্ন : 'access' (যেমন- one can access the database...)- এর সঠিক এবং উপযুক্ত বাংলা মানে কি?
Access-এর বাংলা হল "প্রবেশাধিকার" বা "প্রবেশ" (অর্থ অনুযায়ী) (যেমন- যে কেউ এই ডেটাবেসটিতে প্রবেশ করতে পারবেন)। --আফতাব (আলাপ) ২১:২৩, ১৫ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় P.Shiladitya,
উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। ধন্যবাদ।

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
শনিবার ১৭:১৬, ১৫ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]


অসংখ্য ধন্যবাদ ::@NahidSultan: মহাশয়।

টেমপ্লেট:Vert header ঠিক ঠাক কাজ করছে না[সম্পাদনা]

 সুধী@Jayantanth: মহাশয়,

আমি টেমপ্লেট:Vert header (যা Vert header এর বাংলা সংস্করণ) তৈরি করেছি; কিন্তু এটি ঠিক ঠাক কাজ করছে না। শিরোনামের (header) লেখাগুলি উল্লম্বভাবে থাকছে না। আমি মডিউল:Vertical header ও তৈরি করেছি এবং দুই ক্ষেত্রেই কোড (code) যাচাই করেছি। দয়া করে সাহায্য করলে উপকৃত হব। ধন্যবাদ। --P.Shiladitya (আলাপ) ২:৫৭, ২১ শে এপ্রিল ২০১৭ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

দলগত কাজের পদক
সুপ্রিয় P.Shiladitya,

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশগ্রহণের জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় অংশ নিয়ে নতুন নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) শুক্রবার ১১:২২, ১৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]


সুধী @NahidSultan: মহাশয়,
       আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার উইকিপিডিয়া-জীবনের প্রথম পদক দেওয়ার জন্য এবং দিয়ে উৎসাহিত করার জন্য। -- (ব্যবহারকারী:P.Shiladitya) ০৪.০৬, ২৩ শে এপ্রিল, ২০১৭ (ইউটিসি)

ইংরাজি শব্দের বাংলা মানে[সম্পাদনা]

Meta - শব্দের মানে[সম্পাদনা]

সুধী @NahidSultan: মহাশয়,
    'meta' - শব্দের উপযুক্ত বাংলা শব্দ ঠিক কি? যেমন: 'metadata','meta-universe'(তথ্যসুত্র)। আমি কি বলতে পারি যে - 'metadata'= 'তথ্যের তথ্য'?

ধন্যবাদ। --P.Shiladitya (আলাপ) ০৩:৩৯, ২৫ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি meta="অধি-" উপসর্গটি ব্যবহার করুন। অর্ণব (আলাপ | অবদান) ০৮:০২, ২৫ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

সুধী @Zaheen: মহাশয়,
   অসংখ্য ধন্যবাদ। --P.Shiladitya (আলাপ) ০৯:১০, ২৫ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]


সসীম শব্দের বিশেষ্য[সম্পাদনা]

সুধী @Zaheen: মহাশয়,
    দয়া করে সসীম শব্দের বিশেষ্য ( ইংরেজি শব্দ finiteness-এর বাংলা মানে) (সীমাবদ্ধ ছাড়া অন্য কিছু) বললে ভাল হয়।

ধন্যবাদান্তে

--P.Shiladitya (আলাপ) ০৪:২১, ৪ মে ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

মাল্টিভার্স[সম্পাদনা]

আমি বহু-মহাবিশ্ব শিরোনামে স্থানান্তর করে দিয়েছি। ব্যক্তি, বস্তু, স্থাননাম ব্যতীত যেকোন ধারণার নামকরণে বাংলা ভাষাকে অগ্রাধিকার দিতে হবে। অর্ণব (আলাপ | অবদান) ০৮:০২, ২৫ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় P.Shiladitya,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় P.Shiladitya,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]