আলাপ:হার্পিস সিমপ্লেক্স

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Obangmoy কর্তৃক ৭ বছর পূর্বে "তথ্য যাচাই করা প্রয়োজন" অনুচ্ছেদে

তথ্য যাচাই করা প্রয়োজন[সম্পাদনা]

হার্পিস সিমপ্লেক্স শিরোনামীয় নিবন্ধের শুরুতে লেখা হয়েছে “মুখ, হাত বা যৌনাংগের হার্পিস (ইংরেজি: Herpes) হ’ল যৌন সংক্রামক একটি ভয়ানক রোগ। এই রোগ হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ-১ (HSV-1) ও সিমপ্লেক্স ভাইরাস টাইপ-২ (HSV-2) সংক্রমণের ফলে হয়।” তথ্যসূত্রও আছে। মনে হচ্ছে হার্পিস সিমপ্লেক্সকে হার্পিস যোস্টার এর সঙ্গে কিঞ্চিৎ গুলিয়ে ফেলা হয়েছে। স্মৃতি থেকে লিখছি, তাই ভুল হওয়ার ঝুঁকি আছে। হার্পিস সিমপ্লেক্স কি ততটা ভয়ানক যতটা বলা হয়েছে? এর বাংলা নাম জ্বর ঠোসা। সে তো একটি সাধারণ রোগ বলেই জানি। -- Faizul Latif Chowdhury (আলাপ) ০৮:০৭, ২৪ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

তথ্য সাজানোতে কিছু ভুল আছে। ঠিক করে নিচ্ছি। ধন্যবাদ। - অবাঙ্ময় (আলাপ) ১৩:০১, ২৪ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন