আলাপ:বিহার ধাপ
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: HBB19 কর্তৃক ২ বছর পূর্বে "এই নিবন্ধের সঙ্গে ভাসু বিহার নিবন্ধটি একীভূত করার প্রস্তাব" অনুচ্ছেদে
এই পাতাটি বিহার ধাপ নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
এই নিবন্ধটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতার অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। |
এই নিবন্ধের সঙ্গে ভাসু বিহার নিবন্ধটি একীভূত করার প্রস্তাব
[সম্পাদনা]নমস্কার,
এই নিবন্ধে ভাসু বিহার নিবন্ধটি একত্রিত করার প্রস্তাব রেখেছি। বাংলাদেশ বিষয়ক আমার চেয়ে জ্ঞানী কোনো স্বেচ্ছাসেবী বিবেচনা করে এটিকে চূড়ান্ত করতে পারেন। এখানে, উল্লেখ্য যে ভাসু বিহার নিবন্ধটিই ইতিমধ্যে কেন্দ্রীয় তথ্য ভান্ডার, উইকিপাত্তে ইংরেজি ভাষার Vasu Vihara এই নিবন্ধটির সঙ্গে সংযোগ করা রয়েছে। উইকিপাত্তের আইটেম নং হলো: Q13059155।
- মনে হয় না এটি এক স্থান। নিবন্ধে লেখা আছে, "এটি মহাস্থানগড় থেকে প্রায় চার কিঃমিঃ উত্তর-পশ্চিমে ও ভাসু বিহার থেকে প্রায় এক কিঃমিঃ দূরে অবস্থিত"। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৩৭, ১১ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- মন্তব্য বিহার ধাপের চেয়ে ভাসু বিহার অধিক পরিচিত। আর দুটি জায়গা এক নয়। এরা পরস্পর থেকে প্রায় ২.৫ কিলোমিটার দূরে। তাই আমার বিরোধিতা। — আদিভাই • আলাপ • ১৪:১৬, ২৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- ভাসু বিহার ও বিহার ধাপ কয়েক কিলোমিটার দূরে অবস্থিত দুইটি আলাদা গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। তাই একীভূত করার প্রস্তাবনাটি সরিয়ে দেয়া হলো। HBB19 (আলাপ) ০৫:০০, ২৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)