বিষয়বস্তুতে চলুন

আলাপ:কেপলার-১১সি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Moheen কর্তৃক ১৫ দিন আগে "প্রধান পাতার সূচনাংশ" অনুচ্ছেদে

ভালো নিবন্ধের পর্যালোচনা

[সম্পাদনা]
এই পর্যালোচনাটি আলাপ:কেপলার-১১সি/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: Moheen (আলাপ · অবদান) ১৩:৫১, ১৬ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:

নিবন্ধটি সুলিখিত এবং নির্ভরযোগ্য তথ্যসূত্র দ্বারা যাচাইযোগ্য। তাই নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে  উত্তীর্ণ করা হল। ~মহীন (আলাপ) ১৯:০০, ১৬ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতার সূচনাংশ

[সম্পাদনা]
ফ্রিডম ফ্রম ফিয়ার

কেপলার-১১সি হলো একটি বহির্গ্রহ যা সূর্য-সদৃশ তারা কেপলার-১১-এর কক্ষপথে কেপলার মহাকাশযান কর্তৃক আবিষ্কৃত হয়েছে। কেপলার নাসা কর্তৃক পরিচালিত একটি টেলিস্কোপ যা পৃথিবী সদৃশ গ্রহ খোঁজার জন্য ব্যবহৃত হয়। এটি তার মাতৃ তারার দ্বিতীয় গ্রহ এবং পাতলা হাইড্রোজেন-হিলিয়ামের আবহাওয়া নিয়ে প্রায় একটি মহাসাগরীয় গ্রহ। কেপলার-১১সি তারাটি কেপলার-১১ তারাকে প্রতি ১০ দিনে একবার প্রদক্ষিণ করে এবং এর আনুমানিক ঘনত্ব বিশুদ্ধ পানির প্রায় দ্বিগুণ। এর আনুমানিক ভর পৃথিবীর তুলনায় প্রায় তেরগুন এবং ব্যাসার্ধ পৃথিবীর প্রায় তিনগুন। আরও পাঁচটি গ্রহসহ কেপলার-১১সি প্রথম আবিষ্কৃত গ্রহমণ্ডল যার তিনের অধিক আবর্তনকারী গ্রহ রয়েছে। তারামণ্ডলটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ঘনসন্নিবেশিত ও সমতল মন্ডল। এটি আমাদের সৌরজগৎ থেকে সিগনাস তারামণ্ডলে অবস্থিত। কেপলার-১১-এর অন্যান্য গ্রহসহ ২০১১ সালের ২ ফেব্রুয়ারি কেপলার-১১সি আবিস্কারের ঘোষণা দেয়া হয়, এবং একদিন পর নেচার পত্রিকায় প্রকাশিত হয়। (বাকি অংশ পড়ুন...)


উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৯৩ প্রধান পাতায় দেয়ার জন্য উপরের অংশটুকু তৈরি করা হয়েছে। ~মহীন (আলাপ) ১৯:০৮, ১৬ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন