নলিতো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ম্যানুয়েল আগুডো ডুয়ান নলিতো
২০১৩ সালে নলিতো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম Manuel Agudo Durán[১]
জন্ম ১৫ অক্টোবর ১৯৮৬
জন্ম স্থান স্পেন
উচ্চতা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
মাঠে অবস্থান উইঙ্গার/ফরোয়ার্ড
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব
জার্সি নম্বর
যুব পর্যায়
বছর দল
১৯৯০-২০০০ আলগাইদা
২০০০-২০০৩ সানলুকেনিয়ো
২০০৩-২০০৬ ভালেনসিয়া
২০০৬-২০০৮ এসিহা
২০০৮-২০১১ ফুটবল ক্লাব বার্সেলোনা বি
২০১০-২০১১ ফুটবল ক্লাব বার্সেলোনা
২০১১-২০১৩ এস.এল বেনফিকা
২০১৩গ্রানাদা (লোন)
২০১৩-২০১৬ সেলতা ভিগো
২০১৬– ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব
জাতীয় দল
বছর দল ম্যাচ (গোল)
২০১৪– স্পেন জাতীয় ফুটবল দল

নলিতো একজন স্পেনের পেশাদার ফুটবলার। তিনি ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে।

ক্রীড়াজীবন[সম্পাদনা]

বার্সেলোনা[সম্পাদনা]

নলিতো ২২ বছর বয়স পর্যন্ত বার্সেলোনার বিভিন্ন পর্যায়ের দলে খেলত। ২০১০-১১ মৌসুমে বার্সার ১ম দলে সুযোগ পায়। তবে মাত্র ২ টি ম্যাচ খেলে আর সুযোগ পায়নি।

বেনফিকা[সম্পাদনা]

২০১১ সালের মে মাসে বার্সেলোনার ৫ বছরের চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে পর্তুগীজ ক্লাব বেনফিকাতে যোগ দেন নলিতো। ১ জুলাই বেনফিকার জার্সি গায়ে প্রথম অভিষেক হয়। ২০১৩ সালের ২৯ জানুয়ারি স্বদেশী ক্লাব গ্রানাদায় ৬ মাসের জন্য লোনে যোগ দেয় নলিতো। চুক্তির ৪ দিন পর অভিষেক ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমে জয় পায় । যা গ্রানাদার ৪০ বছরের ইতিহাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১ ম জয় ঐ ম্যাচে রোনালদোকে দিয়ে আত্মঘাতী গোল করান নলিতো।

সেলতা ভিগো[সম্পাদনা]

১ জুলাই ২০১৩ সালে সেলতা ভিগোর সাথে ৪ বছরের চুক্তি করেন নলিতো। পুনরায় সাবেক কোচ লুইস এনরিকের কাছে আসেন। ১ম মৌসুমে দলের শীর্ষ গোলদাতার খেতাব অর্জন করেন।

ম্যানচেস্টার সিটি[সম্পাদনা]

১ জুলাই ২০১৬ সালে ১৩.৮ মিলিয়ন পাউন্ডের বিনিময় ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়। ৪ বছরের চুক্তি করেন। ১৩ আগস্ট সান্ডারল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে ৫৯ মিনিট খেলার সুযোগ পায়। এর ৩ দিন পর সিটির হয়ে ১ম গোল এবং এসিস্ট করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Squads for 2016/17 Premier League confirmed"। Premier League। ১ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]