আলাপ:লাউয়াছড়া জাতীয় উদ্যান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১৩ বছর পূর্বে "সঠিক প্রতিষ্ঠাসাল কোনটি?" অনুচ্ছেদে

এই নিবন্ধের পাতাটি ঠিকমত ফরম্যাট করা যাচ্ছে না। তথ্যছকটি ঠিক জায়গা মত বসছেনা। লেখাগুলো তথ্যছকের পাশে থাকার কথা, কিন্তু ওপরে উঠে যাচ্ছে। সাহায্য দরকার।--তন্ময় ০৮:২১, ৭ নভেম্বর ২০০৮ (ইউটিসি) আলী হায়দার খানউত্তর দিন

ঠিক করে দিয়েছি। --রাগিব (আলাপ | অবদান) ০৯:২৩, ৭ নভেম্বর ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

এই নিবন্ধে আবারও তথ্যছকে ঝামেলা হচ্ছে। দয়া করে দেখবেন কি?Mayeenul Islam (আলাপ) ০৮:৩২, ১৬ এপ্রিল ২০১০ (ইউটিসি)উত্তর দিন

সবার সহযোগীতা দরকার[সম্পাদনা]

লাউয়াছড়া জাতীয় উদ্যান নিবন্ধটি তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি। আমি নিজে কিছুদিন আগে সেখানে গিয়ে মনে হয়েছে এই বন সম্পর্কে উইকিতে কিছু থাকা দরকার। আমি যতটুকু জেনেছি তা নিবন্ধে দিয়েছি, আরও জানার এবং নিবন্ধটিকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। তবে যারা এ বন সম্পর্কে আরও ভালভাবে জানেন বা এ সংক্রান্ত ভালো তথ্য বা ছবি আছে তারাও যদি হাত লাগান তাহলে নিবন্ধটি খুব শিগগিরই একটা ভালো পর্যায়ে পৌছে যাবে আশা করছি।--তন্ময় ২০:৪৬, ১৩ নভেম্বর ২০০৮ (ইউটিসি)আলী হায়দার খানউত্তর দিন

চমৎকার কাজ করছেন। আপনার লেখা শেষ হলে লেখার মান আরও ভাল করার চেষ্টা করব যাতে ভাল বা নির্বাচিত নিবন্ধের মানে পৌঁছতে পারে। --অর্ণব (আলাপ | অবদান) ২২:১২, ১৩ নভেম্বর ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

বিলুপ্তপ্রায় উল্লুক উপশিরোনাম[সম্পাদনা]

এই অংশে উল্লুকের নিবন্ধটিই যেন বিস্তারিত তুলে ধরা হয়েছে। অথচ এখানে শ্রেফ লাউয়াছড়ার উল্লুকের বিবরণ থাকাই যৌক্তিক। একটু পরিবর্তন আনা যায় কি?Mayeenul Islam (আলাপ) ০৭:৫৮, ১৬ এপ্রিল ২০১০ (ইউটিসি)উত্তর দিন

হ্যাঁ পরিবর্তন আনা যায়। তবে তা তথ্যসুত্র সহ দেবেন।

সঠিক প্রতিষ্ঠাসাল কোনটি?[সম্পাদনা]

নিবন্ধের প্রথম দিকে বনাঞ্চল প্রতিষ্ঠার সাল বলা হয়েছে ১৯৯৬, আর জাতীয় উদ্যান ঘোষণার সাল বলা হযেছে ১৯৯৭। অথচ ইতিহাস অংশে জাতীয় উদ্যান ঘোষণার সাল বলা হচ্ছে ১৯৯৬। আসলে কোনটি?
তাছাড়া বর্ষাবন বা রেইনফরেস্ট কৃত্রিমভাবে প্রতিষ্ঠার কোনো কাহিনী আজ পর্যন্ত শুনিনি। বরং এধরণের বনাঞ্চল প্রাকৃতিকভাবেই গড়ে ওঠে, মানুষ শুধু তা সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করে সংরক্ষণের প্রয়াস চালায়। নিবন্ধের প্রথম দিকে বনাঞ্চল প্রতিষ্ঠার সাল ১৯৯৬ বলে কি এধরণের কোনো সংরক্ষণের উদ্যোগকে বোঝানো হয়েছে?Mayeenul Islam (আলাপ) ০৯:১১, ১৬ এপ্রিল ২০১০ (ইউটিসি)উত্তর দিন

মে ৪, ২০১০ কালের কন্ঠে "লাউয়াছড়ায় অশুভ ছায়া" নিবন্ধেও ১৯৯৬ সালে "জাতীয় উদ্যান" ঘোষণার কথা বলা হয়েছে।Mayeenul Islam (আলাপ) ০৬:৪২, ৮ জুন ২০১০ (ইউটিসি)উত্তর দিন