আলাপ:বাংলাদেশী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের নাম ও বাংলাদেশি বানান[সম্পাদনা]

বাংলা একাডেমি প্রচলিত বানানরীতি অনুসারে দেশের নামের ক্ষেত্রে ই-কার ব্যবহারের স্পষ্ট নির্দেশনা রয়েছে। এবং ‘বাংলাদেশী’ শব্দটির বানান প্রায়োগিক ভুল হিসেবে স্বীকৃত। শিরোনামটি তাই বাংলাদেশি-তে স্থানান্তরের অনুরোধ করছি। — তানভির০৯:২৪, ১২ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলাদেশী বনাম বাংলাদেশি[সম্পাদনা]

সম্প্রতি একজন অবদানকারী Zampa Islam বাংলাদেশের নাগরিককে ‘বাংলাদেশী’ না লিখে হ্রস্ব ই ব্যবহার করে ‘বাংলাদেশি’ লিখছেন। এটা সমীচীন নয়। এখানে বাংলা একাডেমি বা অন্য কোনো সংস্থা বা পণ্ডিতের প্রবর্তিত বানান রীতি প্রযোজ্য হবে না। এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী অবশ্যই বাংলাদেশী হবে। সংবিধানের ভাষ্য দেখুন: বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন। বাংলাদেশী’র বিকল্প বানান হিসেবে বাংলাদেশি লেখাও অন্যায্য হবে। - EditBangla (আলাপ) ১৩:৩৯, ২১ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]