আলাপ:সমন্বিত বর্তনী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমার মতে এই নিবন্ধটি আই সি নামে থাকা উচিৎ এবং সমন্বিত বর্তনীকে এখানে redirect করে দেয়া উচিৎ। কারণ সব Terminologyকে বাংলা করাটা বোধহয় বাস্তবভিত্তিক হবে না। সাধারণ মানুষ আই সি বললেই সহজে বোঝে, সমন্বিত বর্তনী বললে সম্ভবতঃ বুঝবে না। অন্যরা কী বলেন? অয়ন১৫:০৭, ২৭ আগস্ট ২০০৬ (ইউটিসি)

আমার মতে উল্টোটা করা উচিত। অর্থাৎ আই সি-কে (এবং ইন্টিগ্রেটেড সার্কিট-কেও) সমন্বিত বর্তনী-তে পুনর্নির্দেশ করা উচিত, এবং সেই সাথে সমন্বিত বর্তনী নিবন্ধে আই সি যে ইন্টিগ্রেটেড সার্কিটের সংক্ষিপ্ত রূপ এবং সমন্বিত বর্তনীর একটি বহুল প্রচলিত ডাকনাম, তা প্রথম প্যারাতেই পরিষ্কার করে দেয়া উচিত। --অর্ণব (আলাপ | অবদান) ১৫:৫৯, ২৭ আগস্ট ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]