আলাপ:আসমানী কিতাব

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধ শিরোনাম[সম্পাদনা]

"আসমানী কিতাব" যদিও বহুল প্রচলিত, তাই এটা থাকবে। তবে প্রকৃত বাংলা হিসেবে মূল নিবন্ধটি আমার মতে "ঐশ্বিক গ্রন্থ" হওয়া উচিত। অর্থাৎ "ঐশ্বিক গ্রন্থ" পাতায় এই নিবন্ধটি পূনর্নির্দেশ করা যৌক্তিক মনে করছি। উল্লেখ্য, "ঐশ্বিক" শব্দের বদলে "ঐশী" বসানো যৌক্তিক হবে না, কারণ "ঐশী" নারী ঈশ্বরের রূপায়নে ব্যবহৃত হয়, "ঐশ্বিক" স্বাভাবিক অর্থে গৃহীত হবে, পুংলিঙ্গে নয়।Mayeenul Islam (আলাপ) ১৬:৩৬, ১৪ মে ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]