আলাপ:ডপলার ক্রিয়া

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সংশোধন প্রয়োজন[সম্পাদনা]

সুপ্রিয় রামিশা তাবাস্সুম, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে ধন্যবাদ। আপনার অনুবাদ যথেষ্ট ভালো হয়েছে৷ তবে কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছে। যেমন–

  1. নিবন্ধের শীর্ষ অনুচ্ছেদের দ্বিতীয় চিত্রের ক্যাপশনের অনুবাদ সম্পূর্ণ হয়নি।
  2. কিছু বাক্যে সমস্যা রয়েছে। উদাহরণস্বরূপ– জ্যোতির্বিজ্ঞানী জন ডবসন এই প্রভাব ব্যাখ্যা করেছেন।— ব্যাখ্যাটি বাদ দিয়েছেন। দয়া করে সেটি উল্লেখ করুন। কাছাকাছি নক্ষত্রগুলির মধ্যে সূর্যের সাপেক্ষে বৃহত্তম রেডিয়াল বেগ হল +৩০৮ কিমি/সেকেন্ড (৮১.৭ আলোকবর্ষ দূরে) এবং −২৬০ কিমি/সেকেন্ড (৭৮.২ আলোকবর্ষ দূরে)।— বাক্যটি সম্পূর্ণ অনুবাদ হয়নি।

আগামী দিনের মধ্যে সংশোধন শেষে এখানে জানালে হবে। মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ১৬:৩২, ২০ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]