ওপেন টি বায়োস্কোপ
অবয়ব
ওপেন টি বায়োস্কোপ | |
---|---|
পরিচালক | অনিন্দ্য চট্টোপাধ্যায় |
প্রযোজক | সুজিত সরকার |
রচয়িতা | অনিন্দ্য চট্টোপাধ্যায় |
শ্রেষ্ঠাংশে | রজতাভ দত্ত কৌশিক সেন পরাণ বন্দ্যোপাধ্যায় সুদীপ্তা চক্রবর্তী অপরাজিতা আঢ্য সোহিনী সরকার বিশ্বনাথ বসু |
সুরকার | উপল সেনগুপ্ত |
মুক্তি |
|
স্থিতিকাল | ২:১৭ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
ওপেন টি বায়োস্কোপ হল একটি আধুনিক বাংলা চলচ্চিত্র যেটি ২০১৫ সালের ১৫ জানুয়রি তারিখ মুক্তি পেয়েছিল। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।
অভিনয়
[সম্পাদনা]- ঋদ্ধি সেন - ফোঁয়ারা;
- ঋত্বিক চক্রবর্তী - বড় ফোঁয়ারা;
- ঋতব্রত মুখার্জ্জী - কচুয়া;
- ধ্বি মজুমদার - চরনে;
- রাজর্ষী নাগ - গোপা;
- সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়- তিতি[১][২][৩]
কাহিনী
[সম্পাদনা]এই ছবিটির কেন্দ্রস্থল হল উত্তর কলকাতা। পুরোনো দিনের পাড়ার ফুটবলের সাথে আবেগ আর ছোটোবেলার প্রেম মিশিয়ে পরিচালক আমাদের অতীত কে মনে করিয়ে দিয়েছেন।অনায়াসে আমাদের কে টেনে নিয়ে গিয়েছেন আমাদের ছেলেবেলাতে।
সংগীত
[সম্পাদনা]গানগুলির সুর দিয়েছেন উপল সেনগুপ্ত. "বন্ধু চল" আর "সাইকেল থিম" গানদুটিতে সুর দিয়ছেন প্রখ্যাত সুরকার শান্তনু মৈত্র।
Tracklist | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | Singer(s) | দৈর্ঘ্য |
১. | "লে লে বাবু" | উপল সেনগুপ্ত | |
২. | "তোর জন্যে" | প্রসেন, মৌ | |
৩. | "পাগলা খাবি কি" | প্রসেন | |
৪. | "হে সখা" | সুরঙ্গনা | |
৫. | "মা" | উপল সেনগুপ্ত | |
৬. | "বন্ধু চল" | অনুপম রায় | |
৭. | "সাইকেল থিম" | অনিন্দ্য চ্যাটার্জ্জী |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নস্টালজিয়ার শো-রিল"। Anandabazar Patrika (Bengali ভাষায়)। ১৪ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৫।
- ↑ "Open Tee Bioscope Movie Review"। Times of India। ১৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৫।
- ↑ "open tee bioscope cast and crew"। ৭ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৫।