মধুমিতা সরকার
অবয়ব
মধুমিতা সরকার | |
---|---|
জন্ম | মধুমিতা সরকার ২৬ অক্টোবর ১৯৯৪ |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | মধু |
শিক্ষা | দর্শন শাস্ত্র |
মাতৃশিক্ষায়তন | যাদবপুর বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০১১ - বর্তমান |
দাম্পত্য সঙ্গী | সৌরভ চক্রবর্তী (বি. ২০১৫–২০১৯) |
মধুমিতা সরকার (জন্ম: ২৬ অক্টোবর ১৯৯৪) একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী। তিনি বোঝেনা সে বোঝেনা[১] টেলিভিশন ধারাবাহিককে পাখি ঘোষ এবং কুসুম দোলায়[২] ডক্টর ইমন মুখার্জির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তার বাণিজ্যিক ও সমালোচকদের সফল সিনেমা চিনি ২ (২০২৩) ও সূর্য্য (২০২৪)।
কর্মজীবন
[সম্পাদনা]তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে অনার্স করেন। তিনি মূলত বোঝেনা সে বোঝেনা টেলিভিশন ধারাবাহিকের পাখি, [৩] কেয়ার করি নার "জুনি" ও কুসুম দোলার "ইমন" চরিত্রের জন্য পরিচিতি। এছাড়া তিনি মডেলিং ও করেছেন।
ফিল্মগ্রাফি
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]বছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|
আসন্ন | ফেলুবক্সী | দেবরাজ সিনহা | ||
২০২৪ | সূর্য্য | উমা | শিলাদিত্য মৌলিক | [৪] |
২০২৩ | চিনি ২ | চিনি | মৈনাক ভৌমিক | |
দিলখুশ | পুষ্পিতা | রাহুল মুখোপাধ্যায় | ||
২০২২ | কুলের আচার | মিথি | সুদীপ দাস | |
২০২১ | ট্যাংরা ব্লুজ | জয়ী | সুপ্রিয় সেন | |
২০২০ | চিনি | চিনি | মৈনাক ভৌমিক | |
লাভ আজকাল পরশু | তিস্তা | প্রতীম ডি. গুপ্তা | প্রথম চলচ্চিত্র |
টেলিভিশন
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | ভূমিকা | চ্যানেল | মন্তব্য |
---|---|---|---|---|
২০১১ - ২০১২ | সবিনয় নিবেদন | নয়না | সানন্দা টিভি | প্রথম টিভি ধারাবাহিক |
২০১২ - ২০১৩ | কেয়ার করি না | জাহ্নবী মুখার্জি (জুনি) | স্টার জলসা | টিনএজ ধারাবাহিক |
২০১৩ - ২০১৬ | বোঝেনা সে বোঝেনা | পাখী ঘোষ দস্তিদার সিংহ রায় /খুশি | স্টার জলসা | যশ দাশগুপ্তের বিপরীতে |
২০১৬ | মেঘ বালিকা | শ্রেয়সী | এনটিভি | বাংলাদেশে প্রচারিত |
২০১৬ - ২০১৮ | কুসুম দোলা | ডা. ইমন চ্যাটার্জী | স্টার জলসা | স্টার জলসা প্রচারিত |
২০১৯ | দাদাগিরি আনলিমিটেড | প্রতিযোগিতা | জি বাংলা | |
২০২০ | দিদি নং ১ (সিজন ৮)
১০ বছর উদযাপন |
প্রতিযোগী | জি বাংলা |
ওয়েব সিরিজ
[সম্পাদনা]বছর | সিরিয়াল | ভূমিকা | চ্যানেল |
---|---|---|---|
২০২৩ | জাতিশ্বর | হইচই | |
২০২২ | উতরন | পার্না | হইচই |
শ্রীকান্ত | আভি | হইচই |
মহালয়া
[সম্পাদনা]বছর | সিরিয়াল | চরিত্র | চ্যানেল |
---|---|---|---|
২০১৫ | অকাল বোধন মহালয়া ২০১৫ | দেবী সীতা | স্টার জলসা |
২০১৭ | জগৎ জননী দুর্গা মহালয়া ২০১৭ | দেবী পার্বতী | স্টার জলসা |
২০১৯ | মহিষাসুরমর্দিনী মহালয়া ২০১৯ | দেবী মহিষাসুরমর্দিনী | স্টার জলসা |
২০২০ | দুর্গা দুর্গতিনাশিনী মহালয়া ২০২০ | দেবী সীতা | স্টার জলসা |
সঙ্গীত ভিডিও
[সম্পাদনা]বছর | ভিডিও | গায়ক | সুরকার | সহ-অভিনেতা | সঙ্গীত লেবেল |
---|---|---|---|---|---|
২০১৭ | পলাশির বন পুনর্বিবেচনা | সঙ্গীত | সঙ্গীত | সঙ্গীত | এসভিএফ মিউজিক |
২০২১ | আমার চালকি | অনুপম রায় | অনুপম রায় | অর্জুন চক্রবর্তী | এসভিএফ মিউজিক |
ও মন রে | তানভীর ইভান | পিরান খান | যশ দাশগুপ্ত | এসভিএফ |
ব্যক্তিজীবন
[সম্পাদনা]২০১৫ সালের জুলাইয়ে তিনি পরিচালক, প্রযোজক ও অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেন।[৫][৬] ২০১৯ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
পুরস্কার
[সম্পাদনা]স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস ও টেলিসম্মান পুরস্কার পেয়েছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Why is Pakhi of Bojhena Shey Bojhena called Dhopas Kumari?"। The Times of India। ২০১৩-১২-১০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৯।
- ↑ Center, Bollywood (২০২০-১০-২৯)। "Madhumita Sarkar Instagram Photos Age Height Info & Wiki"। sFwFun (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৬-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৯।
- ↑ "Why is Pakhi of Bojhena Shey Bojhena called Dhopas Kumari? - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৭।
- ↑ Bharat, E. T. V. (২০২৪-০৬-১৩)। "একদিকে মধুমিতা, অন্যদিকে দর্শনা; কোন নায়িকাকে বাছবেন বিক্রম? উত্তর দেবে 'সূর্য' - Vikram Chatterjee"। ETV Bharat News। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৪।
- ↑ "Madhumita Sarkar Instagram Photos Age Height Info & Wiki"। sfwfun। ২০২০-০৯-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৬।
- ↑ "Madhumita Sarkar (Bengali Actress) Height, Weight, Age, Boyfriend, Husband, Biography & More » StarsUnfolded"। StarsUnfolded (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে মধুমিতা সরকার সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মধুমিতা সরকার (ইংরেজি)