উইকিপিডিয়া আলোচনা:প্রশ্ন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আপনার আলাপ পাতায় ব্যক্তিগত সাহায্যের জন্য - প্রশাসক[সম্পাদনা]

এখানে প্রশাসকদের সাথে যোগাযোগের জন্য কী লিখতে হবে? বাংলাতে প্রশাসকদের সাথে যোগাযোগের জন্য কী কোনো টেমপ্লেট তৈরি করা হয়েছে? থাকলে তা এখানে যোগ করা অনুরোধ রইলো। আমার জানা নেই বিধায় এ অংশটি অনুবাদ করতে পারলাম না।--তানভির (আলাপ | অবদান) ১৮:০৩, ১২ আগস্ট ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

ইংরেজি Village pump-এর মতো বাংলায় কী কোনো কমিউনিটি পোর্টাল আছে? থাকলে সেটার লিঙ্ক দিয়ে অংশটি অনুবাদ করার অনুরোধ রইলো। অন্যথায় অংশটি ইংরেজিতে না রেখে সুবিবেচনাপ্রসূত কোনো সমাধান দিন।--তানভির (আলাপ | অবদান) ০১:১৩, ১৩ আগস্ট ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

আমি আমার উইকি প্রোফাইলটি সম্পাদনা করতে চাই। সেটা কিভাবে কোথা হতে করা যায় জানা নেই। আপনার সাহায্যের দরকার। স্বজন মাহমুদ (আলাপ) ১৩:১৫, ১২ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্যকেন্দ্র হিসেবে ফেসবুক গ্রুপ[সম্পাদনা]

সাহায্যকেন্দ্র হিসেবে ফেসবুক গ্রুপের লিংকও যোগ করা হোক। তাহলে নতুনরা ফেসবুকের মাধ্যমে সাহায্য নিতে পারবে।--সাজিদ রেজা করিম ১২:০৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

যেহেতু আলোচনাসভায় কিছুদিন আগে সিদ্ধান্ত হয়েছে আমরা অফিসিয়ালি একটি গ্রুপ ব্যবহার করবো সেক্ষেত্রে সাহায্য পাতায় গ্রুপটি যুক্ত করতে আমি কোন সমস্যা দেখছি না, তবে উইকিপিডিয়া বিষয়ক সিরিয়াস কোন আলোচনা গ্রুপে না হওয়াই ভালো, এগুলো উইকিপিডিয়াতেই হওয়া উচিত। সাধারণ প্রসিডিউর হিসেবে আজ থেকে এক সপ্তাহের মধ্যে কেউ বিরোধীতা না করলে যুক্ত করে দেওয়া যেতে পারে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

প্রশ্ন[সম্পাদনা]

আমি কি এখানে নতুন কনো প্রশ্ন করতে পারি???--মোঃ আনোয়ার হোসাইন

আমার আলাপ পাতা বিশ্বে হিন্দু ধর্মের প্রতি নির্যাতনের ইতিহাস নামক প্রবন্ধ টি সম্পাদনা করছিলাম ।বর্তমান আলাপ পাতা ব্যবহার করতে পারছি না । এই বিশ্বে হিন্দু ধর্মের প্রতি নির্যাতনের ইতিহাস আরো সংযোগগুলি যোগ করতে চাই । পাতা টি ব্লগ হয়ে গেছে । দয়া করে খুলে দেবেন । HALDER SANKAR (আলাপ) ১০:৫১, ১৮ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়াতে লেখার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। MD Kamil Ahmad (আলাপ) ১২:৫২, ১৭ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

প্রশ্ন[সম্পাদনা]

প্রশ্ন কিভাবে করব? আমার প্রশ্ন : আমি আমার পেজে কোন এড চাই না।এটা কিভাবে বন্দ করব?

Ai Raju (আলাপ) ১৯:৫২, ২৪ জুন ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

প্রশ্ন[সম্পাদনা]

আমি কার কাছে সাহায্য পেতে পারি। বাংলা সম্পাদক কে আছেন? যিনি আমাকে চিহ্ন, ও তার ব্যবহার গুলো সম্পর্কে জানাবেন। Kalapaharindia (আলাপ) ০৮:২৬, ২৭ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)কালাপাহাড়[উত্তর দিন]

তথ্যসূত্র হিসেবে 'ভেরিফায়েড' ব্যাতিত ফেইসবুক পেজের তথ্য উল্লেখ করা যাবে কি?[সম্পাদনা]

কোনো প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা থেকে সংগৃহিত তথ্য কি নির্ভরযোগ্য তথ্যসূত্র? সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কিত তথ্যসূত্রের নীতিমালা কোথায় পাওয়া যেতে পারে? ধন্যবাদ। Lifeberg (আলাপ) ০৪:২১, ১৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Lifeberg, কোনো প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহিত তথ্য তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যাবে না। বিস্তারিত তথ্যের জন্য উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস ভালো ভাবে পড়েন, তাহলে আপনি বুঝতে পারেন কোনটা ব্যবহার করতে পারবেন আর কোনটা ব্যবহার করতে পারবেন না। তবে, যদি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা/অ্যাকাউন্ট যাচাই/ভেরিফায়েড (নীল টিক চিহ্ন) হয়ে থাকে তাহলে বহিঃসংযোগ হিসেবে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ! জনি (আলাপ) ০৭:২৬, ১৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
ZI Jony, উত্তরের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্ভরযোগ্য উৎস হিসেবে কি 'আব্দুল মান্নান শায়খে গুণ.jpg' আলোক প্রতিকৃতি -কে গ্রহণ করা সম্ভব? ইতোমধ্যে আমি সংশ্লিষ্ট পাতাটির আলোচনা পাতায় বিষয়টির ব্যাপারে প্রস্তাবনা রেখেছি। -- Lifeberg (আলাপ) ১৭:৪২, ১৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Lifeberg: জীবিত হলে পারা যেত না। তবে যেহেতু ব্যক্তি এখন মৃত, উইকিপিডিয়া:অ-মুক্ত উপাদান ব্যবহারের যৌক্তিকতার নির্দেশাবলী অনুসারে ব্যক্তির কপিরাইটযুক্ত ছবি আপলোড করা যাবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪৯, ১৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান, বিষয়টি স্পষ্টকরণের জন্য অশেষ ধন্যবাদ। -- Lifeberg (আলাপ) ১৮:৫৩, ১৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান - তবে, আমার প্রশ্নের মূল বিষয়টি ছিল সূত্রের নির্ভরযোগ্যতা নিয়ে। ফেইসবুকের কোনো 'আনভেরিফায়েড' পেজে প্রকাশিত কোনো তথ্য বাংলা বিশ্বকোষের জন্য কতটা নির্ভরযোগ্য উইকিপিডিয়া:নির্ভরযোগ্য_উৎস#স্বপ্রকাশিত_উৎস_(অনলাইন_এবং_মূদ্রিত)-এর আলোকে বলছি। ধন্যবাদ। -- Lifeberg (আলাপ) ১৯:১৪, ১৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Lifeberg: ফেসবুক পাতাগুলিকে তথ্যসূত্র হিসেবে নির্ভরযোগ্য ধরা হয় না, তা যাচাইকৃত বা অযাচাইকৃত যে পাতা হোক না কেন। নিবন্ধে কোন তথ্যের তথ্যসূত্র হিসেবে ফেসবুককে ব্যবহার করা উচিত না। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১৯, ১৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান - তথ্যসূত্রের নির্ভরযোগ্যতা সম্পর্কিত বিষয়টি স্পষ্টকরণের জন্য আপনাকে ধন্যবাদ। -- Lifeberg (আলাপ) ১৯:২৪, ১৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলাদেশ জামাতে ইসলামীর সংসদে প্রতিনিত্ব[সম্পাদনা]

১. তৃতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০টি আসন, পঞ্চম সংসদ নির্বাচন জামায়াতে ইসলামী ১৮টি (সংরক্ষিত-২টি), সপ্তম সংসদ নির্বাচন জামায়াতে ইসলামী ৩টি, অষ্টম সংসদ নির্বাচনে জামায়াতে ইলামী ১৭টি (সংরক্ষিত-৪টি) আসন, নবম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ২টি পায় । এই তথ্যগুলো যোগ করা হউক। সুত্র নির্বাচন কমিশন ও জাতীয় সংসদ সচিবালয়।সম্পূর্ন তথ্য প্রচার করুন। খন্ডিত তখ্য প্রচার করা উচিৎ।


২. আপনারা লিখেছেন বাংলাদেশ জামাতে ইসলামী ‘‘এটি পাকিস্তানের জামায়াতে ইসলামীর একটি শাখা’’ এই তথ্যটি ভুল, আপনারা এটা কোথায় পেয়েছেন। আশাকরি ভুল সংশোধন করে নিবেন। বাংলাদেশ জামাতে ইসলামী কোন দেশের কোন দলের শাথা নয়।

৩. জামায়াতে ইসলামীর সদস্যরা আধাসামরিক বাহিনী শান্তি কমিটি, রাজাকারআলবদর গঠনে নেতৃত্ব দিয়েছিল।- এই তথ্যটি ভুল। প্রকৃত তথ্য

শান্তি কমিটি  ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে দেশে বিরাজমান পরিস্থিতিতে পাকিস্তান প্রশাসনকে সহযোগিতা করা এবং ঢাকা শহরের জনগণের দৈনন্দিন জীবনযাত্রায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় ১০ এপ্রিল ঢাকায় শান্তি কমিটি গঠিত হয়। এর আগে ৪ এপ্রিল পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির (পি.ডি.পি) প্রধান নূরুল আমীনের নেতৃত্বে দক্ষিণপন্থী ১২ জন রাজনৈতিক নেতার একটি প্রতিনিধিদল ‘খ’ অঞ্চলের সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকায় একটি নাগরিক কমিটি গঠনের প্রস্তাব পেশ করেন। প্রতিনিধিদলে ছিলেন গোলাম আযম, ফরিদ আহমদ, খাজা খয়েরউদ্দীন, নুরুজ্জামান প্রমুখ। ১০ এপ্রিল ১৪০ সদস্য বিশিষ্ট ‘ঢাকা নাগরিক কমিটি’ গঠিত হয়। কেন্দ্রীয় কমিটির প্রধান হন মুসলিম লীগ নেতা খাজা খয়েরউদ্দীন। নেতৃত্ব নিয়ে কোন্দলের কারণে ফরিদ আহমদের নেতৃত্বে একটি অংশ মূল কমিটি থেকে বেরিয়ে এসে ‘স্টিয়ারিং কমিটি’ গঠন করে। এই স্টিয়ারিং কমিটি পরে একটি পূর্ণাঙ্গ কমিটির রূপ নেয় এবং এর নামকরণ হয় পূর্ব পাকিস্তান শান্তি ও কল্যাণ কাউন্সিল। এ কাউন্সিলের প্রধান হন ফরিদ আহমদ এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন পি.ডি.পি নেতা নূরুজ্জামান। সদস্যদের মধ্যে ছিলেন মওলানা আবদুল মান্নান, জুলমত আলী খান, গোলাম আযম, মাহমুদ আলী, ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া), সৈয়দ আজিজুল হক (নান্না মিয়া), পীর মোহসেন উদ্দিন (দুদু মিয়া), রাজা ত্রিদিব রায়, এ.এস.এম সোলায়মান।

শান্তি কমিটি গঠনের প্রধান উদ্দেশ্য ছিল পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে সাহায্য করা এবং দেশকে বিচ্ছিন্নতা থেকে রক্ষা করে পাকিস্তানি হুকুমত্ বজায় রাখা। ক্রমান্বয়ে সারা দেশে শান্তি কমিটি গঠিত হয়। স্বাধীনতা বিরোধী রাজনৈতিক নেতা ও কর্মীরা এসব কমিটি গঠন করে মুক্তিযুদ্ধের সময় বিভিন্নভাবে হানাদার পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক-বাহিনীর আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে শান্তি কমিটির বিলুপ্তি ঘটে।  [মুনতাসীর মামুন]

https://bn.banglapedia.org/index.php/%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF_%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF


রাজাকার বাহিনী পাকিস্তান এর ডিসি সাহেবরা নিয়োগ দিয়েছিলেন। এবং তারা পাকিস্তান সরকারেরবেতনভুগি কর্মচারি ছিল। মখা আলমগীর ও আশিকুর রহমান সাহেব সে ডিসি ছিলেন তারা নিয়োগ দিয়েছিল। Adv. Md. Abdus Salik (আলাপ) ১৬:৫২, ১ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনার অনুরোধ, ১২ জানুয়ারি ২০২৪[সম্পাদনা]

এই পাতার চ্যাটের মাধ্যমে সরাসরি সাহায্য অংশে একটি বানানের ত্রুটির আছে। সেটি "উল্লেখ্য এখানে শুধুমাত্র উইকিপিডিয়া সংক্রান্ত প্রশ্ন করা যাবে, এছাড়া অন্য কোনো আলোচনা এখানে করা যাবে না। কারণ এই প্রশ্ন তথ্যসূত্র কেন্দ্রে পুর্ননির্দেশ করা হবে"। সেখানে তথ্যসূত্র কেন্দ্রে এর পরিবর্তে তথ্যকেন্দ্রে হবে। কারো নজরে আসলে এটি ঠিক করার অনুরোধ রইল। তানভীর (আলাপঅবদান) ১২:৪২, ১২ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১৩:২৮, ১২ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]