আলাপ:হামাস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হামাস কি আসলেই একটি সন্ত্রাসবাদী সংগঠন?[সম্পাদনা]

তাহমীদ ভাই, হামাস কি আসলেই কোনো সন্ত্রাসবাদী সংগঠন নাকি ফিলিস্তিনের জনগণের অধিকার আদায়বাদী সংগঠন এ ব্যাপারে রেফারেন্স অনুসন্ধান প্রয়োজন, যদিও নাস্তিক হত্যা এবং নারীদেরকে তাদের ন্যায্য অধিকার না দেওয়া একটি সংগঠনকে উগ্রপন্থী বা একভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়, তবে এ ব্যাপারে রেফারেন্স দরকার। প্রতিভা মনির (আলাপ) ০৩:৩৪, ২৯ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

@প্রতিভা মনির: আমি এটা কখোনো বলিনি যে হামাস কোনো গণতান্ত্রিক/সমাজতান্ত্রিক/আমলাতান্ত্রিক/জঙ্গীবাদি বা এরকম কোনো সংস্থা। উইকিপিডিয়াতে যদি লেখা হয় যে এটি ভালো সংস্থা তাহলেই এটি ভালো হয়ে যাবে না। তেমনি যদি লেখা হয় যে এটি খারাপ সংস্থা তাহলেই এটি খারাপ হয়ে যাবে না। মনে রাখবেন, উইকিপিডিয়া মৌলিক চিন্তার প্রকাশস্থল নয়। তাই আপনার নিজস্ব চিন্তাধারা এখানে প্রকাশ করা অনুচিত। এছাড়াও উইকিপিডিয়া কোনো প্রচারযন্ত্র নয়। তাই কোনো কিছুর প্রচারণাও এখানে করা উচিত নয়। এছাড়াও নিবন্ধ লেখা বা সম্প্রসারণের সময় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখা উচিত। তাই কোনো সংস্থার পক্ষপাতিত্ব বা বিরোধিতা করার স্থান উইকিপিডিয়া নয়। উইকিপিডিয়া ওকালতি কারার স্থান নয়। তাই কাউকে ভালো বা খারাপ প্রমাণ করার চেষ্টা এখানে করা উচিত নয়। আরও জানতে উইকিপিডিয়া কী নয় তা দেখতে পারেন। আশাকরি আপনি আমার কথা বুঝতে পেরেছেন এবং নিবন্ধ সম্পাদনার সময় বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন। বাউন্ডুলে দার্শনিক (আলাপ) ০৬:১৩, ২৯ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]