সিয়াটো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দক্ষিণ-পূর্ব এশিয়া চুক্তি সংস্থা
সিয়াটোর পতাকা
সিয়াটোভূক্ত দেশসমূহ
সংক্ষেপেসিয়াটো
গঠিত৮ সেপ্টেম্বর, ১৯৫৪
বিলুপ্ত৩০ জুন, ১৯৭৭
ধরনআন্তঃসরকারি সংস্থা, সামরিক জোট
সদরদপ্তরব্যাংকক, থাইল্যান্ড
যে অঞ্চলে কাজ করে
দক্ষিণ-পূর্ব এশিয়া
সদস্যপদ
States protected by SEATO

দক্ষিণ-পূর্ব এশিয়া চুক্তি সংস্থা (South- East Asia Treaty Organization) বা সিয়াটো (SEATO), দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগর এলাকার দেশগুলোর সমন্বয়ে গঠিত চুক্তি সংস্থা। ট্রুম্যান ডক্ট্রিন তথা সোভিয়েত বলয়ের প্রভাব থেকে প্রতিরোধের জন্য ব্যবস্থা, অনুযায়ী, এটি প্রতিষ্ঠিত হয়। তবে নানা সমালোচনার মুখে এটি ১৯৭৭ সালে এর একাংশ সদস্যদেশ সদস্যতা প্রত্যাহার করলে এই সংস্থার বিলুপ্তি ঘটে।

১৯৫৪ সালের ৮ সেপ্টেম্বর ম্যানিলায় অনুষ্ঠিত সম্মেলনে দুই অঞ্চলের বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা এই চুক্তিতে সই করেন।[১] চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো হচ্ছে:-

পদটীকা[সম্পাদনা]

  1. Franklin 2006, পৃ. 1

তথ্যসূত্র[সম্পাদনা]

আরো পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]