ব্যবহারকারী আলাপ:Guru-45
আলোচনা যোগ করুন
সুপ্রিয় Guru-45! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৪:৩০, ১৯ মে ২০১৩ (ইউটিসি) |
লিমন ১৪:৩০, ১৯ মে ২০১৩ (ইউটিসি)
এলেমেলো সম্পাদনা
[সম্পাদনা]সুপ্রিয় Guru-45 শুভেচ্ছা নিবেন। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, আপনি এলেমেলো সম্পাদনা করছেন। যেমন ধরুনঃ সেন্ট্রাল মেট্রো স্টেশন নিবন্ধে আপনি ইমেজের নাম সম্পাদনা করেছেন যার ফলে ছবিটি দৃশ্যমান হচ্ছিলনা। যেটি আমি অবশ্য রোলব্যাক করে ফিরিয়ে এনেছি। এর আগে একবার বোধিস্বত্ত দাদা আপনার সম্পাদনা বাতিল করেছেন। সুতরাং, অনুগ্রহ পূর্বক এলেমেলো অপ্রয়োজনীয় সম্পাদনা থেকে বিরত থাকুন। তাই আসুন আমরা সবাই বাংলা উইকিকে বিশ্বের দরবারে অন্যতম একটি উইকি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। ভাল থাকবেন সবসময় এই কামনায়। মাসুম ইবনে মুসা (কথোপকথন) ১২:৩৮, ১২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
সেন্ট্রাল মেট্রো স্টেশন
[সম্পাদনা]প্রিয় Guru-45, আসলে সেন্ট্রাল মেট্রো স্টেশন নিবন্ধে যে ছবিটা আপনি পরিবর্তন করেছিলেন, সেটি যে পার্ক স্ট্রীট মেট্রো স্টেশনের ছবি ছিল, তা আমি লক্ষ্য করিনি। ফাইলটির নামেও সেন্ট্রাল মেট্রো স্টেশনের নাম ছিল। পরে লক্ষ্য করলাম, কমন্স থেকে কিছুক্ষণ আগেই নামটি পরিবর্তিত হয়ে পার্ক স্ট্রীট মেট্রোর নামে করা হয়েছে। তাই বুঝতে পারলাম, ভুলটা আমারই হয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত। একটা কথা, সেন্ট্রাল মেট্রোর এই নতুন ছবিটা অতোটা সুন্দর নয়। যদি বেশ একটা সুন্দর ছবি আপলোড করতে পারলে বেশ ভালো হয়। বাংলা উইকিতে উৎসাহ দেখানোয় অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনার থেকে আমরা অনেক ভালো ভালো সম্পাদনা পাব। ভালো থাকবেন। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:০৬, ১২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
জিনশা নদী
[সম্পাদনা]সুপ্রিয় Guru-45, বাংলা উইকিতে জিনশা নদী সম্বন্ধে নিবন্ধ শুরু করেছেন বলে ধন্যবাদ। একটাই কথা, বাংলা উইকিতে এক-দুই লাইনের নিবন্ধ তৈরীকে নিরুৎসাহিত করা হয়। কারণ এতে উইকির মানের সঙ্গে সমঝোতা করতে হয়। আর যেহেতু এখানে ইউজার সংখ্যা খুব একটা বেশি নয়, তাই একবার ছোট নিবন্ধ তৈরী হলে দেখা যায়, যে সে নিবন্ধ আর বড় হয় না, বা হলেও খুব দেরিতে হয়। সেই কারণে আমরা চেষ্টা করি, একবার নিবন্ধ শুরু করলে তা শেষ করার। জিনশা নদী নিবন্ধটি একদম ছোট, মাত্র এক লাইনের। আমি কিছু ছবি, ইনফোবক্স, তথ্যসূত্র আর বিষয়শ্রেণী যোগ করে দিয়েছি। আপনার কাছে অনুরোধ, আপনি দয়া করে নিবন্ধটিকে সম্পূর্ণ করুন। ভালো থাকবেন। আপনার বাংলা উইকি সম্পাদনা শুভ হোক -- বোধিসত্ত্ব (আলাপ) ০৯:১৯, ১৬ মে ২০১৪ (ইউটিসি)
অন্বেষণ!!
[সম্পাদনা]ডাইনোসরের বিবর্তন পাতাটা দেখেছেন জেনে বড় ভাল লাগল। পছন্দ করেছেন জেনে আরও ভাল লাগল। কিন্তু আপনার ব্যবহারকারী পাতার বাইরে আপনাকে কোথাও খুঁজে পেলাম না, তাই এখানেই কৃতজ্ঞতা জানাই! ভাল থাকবেন।---ব্যা করণ (আলাপ) ১৩:৪০, ১৬ মে ২০১৪ (ইউটিসি)
পবিত্র ঈদুল ফিত্র এর দাওয়াত এবং শুভেচ্ছা
[সম্পাদনা]মহা পবিত্র ঈদুল ফিতর আগত, আর তাই আমরা সকলেই এই দিনকে ঘিরে উচ্ছ্বসিত; উদ্বেলিত। প্রিয়জনের সাথে থাকার এই মহা পবিত্র উৎসবে আপনাকে আমার পক্ষ থেকে ঈদের দাওয়াত এবং শুভেচ্ছা রইল। আশা করছি যে, দাওয়াতটি সাদরে গ্রহণ করবেন এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সকলের জন্য অপরিসীম শুভ কামনা ব্যক্ত করে; ----— মাসুম ইবনে মুসা কথোপকথন ০৬:৫২, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি) |