যাদবপুর ইউনিয়ন, ধামরাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যাদবপুর
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাঢাকা জেলা
উপজেলাধামরাই উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১২৪৫

যাদবপুর ইউনিয়ন  বাংলাদেশের ঢাকা জেলার একটি প্রশাসনিক এলাকা।

অবস্থান ও আয়তন[সম্পাদনা]

এই ইউনিয়নটি ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত ধামরাই উপজেলায় অবস্থিত।[১]

ভৌগোলিক তথ্য:

ইউনিয়নের নাম: ৪ নং যাদবপুর ইউনিয়ন পরিষদ

উপজেলা: ধামরাই।

মোট এলাকা: ১৯.২৪ বর্গ কিলোমিটার

মোট ওয়ার্ড: ০৯টি

মোট গ্রাম: ২৭টি

নির্বাচন কমিশন অনুসারে মোট ভোটার সংখ্যা - ১৪৯৮৬/২০১৬

১নং ওয়ার্ডঃ আমরাইল, গোমগ্রাম, ডেলুটিয়া, ডেলুটিয়া আদদাশ্রম।

২নং ওয়ার্ডঃ রামভদ্রপাড়া, পুকুরিয়া, খলবীরা।

৩নং ওয়ার্ডঃ গোমগ্রাম, গাঁওতাঁরা, বনেরচর।

৪নং ওয়ার্ডঃ ধানতারা বাজার, যাদবপুর, দক্ষিণ পঞ্চাশ।

৫নং ওয়ার্ডঃ ধনটা।

৬নং ওয়ার্ডঃ গারোগগ্রাম, ভাতকুড়া, উত্তর পঞ্চাশ।

৭নং ওয়ার্ডঃ পাঁচলক্ষ্মী, সিটিটা, চূর্না, কুমার হাতী, বামকোটা, পাঁচ বিশাখোতা।

৮নং ওয়ার্ডঃ বাখুরা, বিলকুশনাই, আতিগ্রাম

৯নং ওয়ার্ডঃ আমছিমুর, ভাগ্যেশ্বরী।

ইতিহাস[সম্পাদনা]

ভৌগোলিক উপাত্ত[সম্পাদনা]

প্রশাসনিক উপাত্ত[সম্পাদনা]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

শিক্ষা[সম্পাদনা]

১. যাদবপুর ভুবন মোহন স্কুল এ্যন্ড কলেজ, যাদবপুর।

২. আমছিমুর সেসীপ হাই স্কুল, আমছিমুর।

৩. গোমগ্রাম আইবিএম কলেজ, গোমগ্রাম।

৪. আমরাইল সিদ্দিকীয়া দাখিল মাদরাসা, আমরাইল।

৫. আর-রহমান বালিকা মাদরাসা, যাদবপুর।

৬. ডা. রমজান আলী নূরানি মাদরাসা, গোমগ্রাম।

কৃষি[সম্পাদনা]

অর্থনীতি[সম্পাদনা]

যোগাযোগ[সম্পাদনা]

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ঢাকা জেলার সরকারি ওয়েবসাইট"। ২১ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]