ব্যবহারকারী:এ বি হাকিম/মাহফুজুর রহমান আখন্দ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাহফুজুর রহমান আখন্দ একজন বাংলাদেশী কবি গবেষক এবং সংগঠক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসসংস্কৃতি বিভাগের অধ্যাপক। [১] "মোহনা" এবং "শব্দকলা" ছোটকাগজের সম্পাদক।

মাহফুজুর রহমান আখন্দ
জন্ম(১৯৭২-১২-২৮)২৮ ডিসেম্বর ১৯৭২
শ্যামপুর গ্রাম, মুক্তিনগর, সাঘাটা উপজেলা, গাইবান্ধা জেলা
পেশাঅধ্যাপক কবি, সম্পাদক ও গবেষক
জাতীয়তাবাংলাদেশী
ধরনকবিতা, গল্প, ছড়া, ইতিহাস
বিষয়ইতিহাস ও ঐতিহ্য, সমসাময়িক, সামাজিক জীবন
উল্লেখযোগ্য রচনাবলিআরাকানের মুসলমানদের ইতিহাস

রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশ
মতিউর রহমান মল্লিক: জীবন ও সাহিত্য

দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস
দাম্পত্যসঙ্গীডা. নাজমা আখন্দ

জন্ম[সম্পাদনা]

মাহফুজুর রহমান আখন্দ ১৯৭২ সালের ২৮ ডিসেম্বর গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। [২] [৩] পিতা মোজাফফর রহমান আখন্দ এবং মা মর্জিনা বেগমের দ্বিতীয় সন্তান তিনি। শিক্ষা জীবনে তিনি নিজ গ্রাম শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গাইবান্ধার বোনারপাড়া এম ইউ আলিম মাদরাসা, বগুড়ার সারিয়াকান্দি সিনিয়র মাদরাসা, সারিয়াকান্দি ডিগ্রিকলেজ, জোড়গাছা সিনিয়র মাদরাসা, সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসা, মহিমাগঞ্জ আলিয়া মাদরাসা, সরকারি আযিযুল হক কলেজ, এবং রাজশাহীবিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেছেন। সর্বশেষে তিনি ১৯৯৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসসংস্কৃতি বিভাগের ডি গ্রুপ অর্থাৎ আধুনিক দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ে ফার্স্টক্লাশ ফার্স্ট হয়ে এম. এ করেছেন। [৪]

কর্মজীবন[সম্পাদনা]

কর্মজীবনে তিনি ১৯৯৮ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ সংস্কৃতিকেন্দ্র ঢাকার সহকারী সদস্যসচিব হিসেবে যোগদান করে ১৯৯৯ সালের অক্টোবর মাস পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন টেকনোলজি ঢাকার খণ্ডকালীন প্রভাষক হিসেবে (১৯৯৮ সালের জুলাই থেকে ১৯৯৯ সালের অক্টোবর পর্যন্ত) শিক্ষকতা করেন। অতঃপর তিনি ১৯৯৯-২০০০ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফেলোশীপসহ এম.ফিল গবেষক এবং ২০০০ থেকে ফেলোশীপসহ পিএইচ.ডি গবেষণা পরিচালনা করেন। পিএইচডি গবেষণা পরিচালনাকালীন তিনি ২০০২ সালের ৩০ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। [৫] মাত্র এক বছরপরেই [২০০৩] সালের ডিসেম্বর মাসে সহকারী অধ্যাপক পদে উন্নীত হন। অতঃপর ২০০৯ সলের জুলাই মাসে তিনি সহযোগী অধ্যাপক এবং ২০১৫ সালের নভেম্বর মাসে প্রফেসর পদে উন্নীত হন। [৬]

শিক্ষাকর্মসূচির পাশাপাশি তিনি প্রশাসনের বিভিন্ন দায়িত্বও পালন করেন। তিনি ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদারবখশ হলের হাউস টিউটর, ২০০৮-২০০৯ সাল পর্যন্ত শহীদ হবিবুর রহমান হলের হাউস টিউটর ও ভারপ্রাপ্তপ্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।


গবেষণা ও সাংগঠনিক কর্মকাণ্ড[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পাঠ শেষ করেই তিনি উচ্চতর গবেষণায় আত্মনিয়োগ করেন। ২০০০ সালে বিশিষ্ট ইতিহাসবিদ প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকীর তত্ত্বাবধানে ‘রোহিঙ্গা সমস্যা: বাংলাদেশের দৃষ্টিভংগী’ শিরোনামে এম.ফিল এবং ২০০৫ সালে প্রফেসর ড. মোহাম্মদ মোখলেছুর রহমান ও প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকীর যৌথ তত্ত্বাবধানে ‘আরাকানে ইসলাম: প্রসার ও প্রভাব’ শীর্ষক পি.এইচ.ডি ডিগ্রীও অর্জন করেন। নিজের গবেষণাকর্ম পরিচালনার পাশপাশি তিনি গবেষণাতত্ত্বাবধানেও বিশেষ ভূমিকা পালন করছেন। ইতোমধ্যে তাঁর তত্ত্বাবধানে ৭ জন ফেলো এম.ফিল এবং ২জন পি.এইচ.ডি ডিগ্রী অর্জন করেছেন এবং ৬ জন ফোলো এম.ফিল ও পিএইচ.ডিতে গবেষণারত আছেন। [৭] আরাকান ও রোহিঙ্গা বিষয়ে তাঁর পচিশটির অধিক গবেষণা প্রবন্ধ বিভিন্ন গবেষণা জার্নালে এবং সাহিত্য-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য বিষয়ক দুইশতাধিক প্রবন্ধ-নিবন্ধ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক-সাপ্তাহিক পত্রপত্রিকা এবং অনলাইন ম্যাগাজিনসহ সাহিত্যের ছোটকাগজে ছাপা হয়েছে। [৮]

সাংগঠনিক কর্মকাণ্ড[সম্পাদনা]

সাংগঠনিককর্মকাণ্ডে বেশ তৎপর থাকেন ড. মাহফুজুর রহমান আখন্দ। বাংলা একাডেমী, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ ইতিহাস পরিষদ, বাংলাদেশ ইতিহাস সমিতি, বাংলাদেশ ইতিহাস একাডেমি, পশ্চিম বঙ্গ ইতিহাস সংসদ, ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেসসহ বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক সংগঠনের সাথে জড়িত তিনি। রাজশাহী পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি [৯] এবং শব্দকলা প্রধান। [১০] ইতোপূর্বে তিনি বগুড়ার সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর প্রতিষ্ঠাতাপরিচালক, ঢাকা সাহিত্য শতদল এর পরিচালক এবং বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের সহকারী সদস্যসচিব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতির এবং শীলন সাহিত্য পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেছেন। [১১] [১২]

প্রকাশিত গ্রন্থ এবং গবেষণা কর্ম[সম্পাদনা]

গবেষণাকর্মসহ ইতোমধ্যে তাঁর একুশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা হচ্ছে-

কবিতা:

  • মনটা অবুঝ পাখি, পরিলেখ, রাজশাহী, ২০১৭;
  • জীবন নদীর কাব্য, পরিলেখ, রাজশাহী ২০১৫।

ছড়া ও অনুকবিতা:

  • তোমার চোখে হরিণ মায়া, অন্ত্যমিল, বগুড়া, ২০১০।
  • স্বপ্ন দেখি মানুষ হবার, পরিলেখ, রাজশাহী ২০১৬;
  • জ্বীন পরী আর ভূতোং, অন্যথা, নওগাঁ, ২০১৪;
  • ছড়া মাইট, আত্মপ্রকাশ, ঢাকা ২০১১;
  • স্বপ্ন ফুলে আগুন, পরিলেখ, রাজশাহী ২০০৯;
  • মামদো ভূতের ছাও, শব্দশিল্প চট্টগ্রাম, ২০০৮;
  • ধনচে ফুলের নাও, পরিলেখ, রাজশাহী ২০০৭।

শিশুতোষ গল্প :

  • জলজ রাজার দেশে, গ্রন্থকুটির, ঢাকা, ২০১৬;
  • জ্বীনের বাড়ি ভূতের হাড়ি, পরিলেখ, রাজশাহী, ২০১০।

গান :

  • হৃদয় বাঁশির সুর, পরিলেখ, রাজশাহী, ২০১২;

লিমেরিক:

  • গুমর হলো ফাঁস, পরিলেখ, রাজশাহী, ২০০৭।

ভ্রমণ:

  • চাঁপাইনবাবগঞ্জ: একটি মাহফিল টুকরো স্মৃতি, পরিলেখ, রাজশাহী, ২০১৫।

গবেষণাগ্রন্থ:

  • রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশ, পরিলেখ, রাজশাহী, ২০১৮; [১৩]
  • মতিউর রহমান মল্লিক: জীবন ও সাহিত্য, পিদিম প্রকাশনী, ঢাকা, ২০১৬;
  • দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস, এম. আবদুল্লাহ এন্ড সন্স, ঢাকা, ২০১৫;
  • সমকালীন বিশ্বে মুসলিম সংখ্যালঘু, গ্রন্থকুটির, ঢাকা, ২০১৪;
  • History of Islam : Prophet Muhammad (saws) and KhulafaeRashedin, BIIT, Dhaka, ২০১৪;
  • আরাকানের মুসলমানদের ইতিহাস, বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি, ঢাকা, ২০১৩; [১৪]
  • রোহিঙ্গা সমস্যা : বাংলাদেশের দৃষ্টিভংগী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ঢাকা, ২০০৫।

সাংসারিক জীবন[সম্পাদনা]

ছয় ভাই ও দু বোনের মধ্যে তিনি দ্বিতীয়। স্ত্রী ডা. নাজমা আখন্দসহ পুত্র মুনতাসির মুবিন নাশিত, মুসাদ্দিক মুবিন নাবিল ও কন্যা মিশকাতুল মুজাইয়্যিনা নাজিফাকে নিয়ে তিনি রাজশাহীতে বসবাস করছেন।

সাহিত্য সম্মাননা ও পুরস্কার[সম্পাদনা]

সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ অনেকগুলো সম্মাননা এবং পুরস্কার পেয়েছেন।

  • ঢাকা শব্দশীলন একাডেমী সাহিত্য পুরষ্কার ২০১০,
  • বগুড়া সমন্বয় সাহিত্য সম্মাননা ২০১০,
  • খুলনা রঙধনু সাহিত্য পুরস্কার ২০১১,
  • দিনাজপুর নজরুল সাহিত্য পদক ২০১২, [১৫]
  • পাবনা উত্তরণ সাহিত্য পুরস্কার ২০১৪, [১৬]
  • রাজশাহী শহীদ মুক্তিযোদ্ধা কামাল খাঁ স্মৃতিসাহিত্য পুরস্কার ২০১৪,
  • ডি সি এল সাহিত্য পুরস্কার ২০১৪, [১৭]
  • রূপোস সাহিত্য পুরস্কার ২০১৫,
  • শিরোনাম সাহিত্য পুরস্কার ২০১৬,
  • ঢাকা একাত্তর সাহিত্য পুরস্কার ২০১৭, [১৮] [১৯]
  • উত্তর কোলকাতা বাংলাভাষা চর্চাকেন্দ্র ভাষা সম্মাননা ২০১৮, [২০]
  • সি এন সি রবীন্দ্র সাহিত্য পুরস্কার ২০১৮, [২১] [২২]
  • বাসাসপ গবেষণা পুরস্কার ২০১৯, [২৩]
  • ২০১৯ সালে মেদেনীপুর থেকে বিদ্যাসাগর সম্মাননাসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। [২৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. অধ্যাপক মাহফুজুর রহমা আখন্দ | Jago News 24 | সংগ্রহের তারিখঃ ০১/০৪/২০২০
  2. মাহফুজুর রহমান আখন্দের জন্মদিন | Patakuri | সংগ্রহের তারিখ ০১/০৪/২০২০
  3. ড. মাহফুজুর রহমান আখন্দের জন্মদিন | সাপ্তাহিক সোনার বাংলা | সংগ্রহের তারিখঃ ০১/০৪/২০২০
  4. মাহফুজুর রহমান আখন্দের জন্মদিন | সাপ্তাহিক সোনার বাংলা | সংগ্রহের তারিখঃ ০১/০৪/২০২০
  5. মাহফুজুর রহমান আখন্দের কাজ ও সাহিত্য | Molakat| সংগ্রহের তারিখঃ ০১/০৪/২০২০
  6. রাজশাহী বিশ্ববিদ্যালয় আর্কাইভ | সংগ্রহের তারিখঃ ০১/০৪/২০২০
  7. স্বপ্নফুলের কবি মাহফুজুর রহমান আখন্দ | দৈনিক সংগ্রাম | সংগ্রহের তারিখঃ ০১/০১/২০২০
  8. কবি মাহফুজুর রহমান আখন্দ |সাপ্তাহিক সোনার বাংলা | সংগ্রহের তারিখঃ ০১/০৪/২০২০
  9. পরিচয় সাংস্কৃতিক সংসদের প্রধান মাহফুজুর রহমা আখন্দ | Silkcity News | সংগ্রহের তারিখঃ ০১/০৪/২০২০
  10. শব্দকলা প্রধান মাহফুজুর রহমান আখন্দ| Panasistic News | সংগ্রহের তারিখঃ ০১/০৪/২০২০
  11. আবীর মাহফুজুর রহমান আখন্দ সংখ্যা | হাতিয়া কণ্ঠ | সংগ্রহের তারখিঃ ০১/০৪/২০২০
  12. রাজশাহীতে পরিচয়ের আয়োজনে ফররুখ আহমদের জন্মশতবর্ষ সেমিনার | Daily Sangram | সংগ্রহের তারিখঃ ০১/০৪/২০২০
  13. রহিঙ্গা সমস্যা ও বাংলাদেশ | Times News BD | সংগ্রহের তারিখঃ ০১/০৪/২০২০
  14. আরাকান মুসলমানদের ইতিহাস | Islamic Book House | সংগ্রহের তারিখঃ ০১/০৪/২০২০
  15. নজরুল সাহিত্য পদক পেলেন মাহফুজুর রহমান আখন্দ | সাপ্তাহিক সোনার বাংলা | সংগ্রহের তারিখঃ ০১/০৪/২০২০
  16. উত্তরণ সাহিত্য পুরস্কার পেলেন মাহফুজুর রহমান আখন্দ | Campus Live 24 | সংগ্রহের তারিখঃ ০১/০৪/২০২০
  17. ডি সি এল সাহিত্য পুরস্কার পেলে মাহফুজুর রহমান আখন্দ | সাপ্তাহিক সোনার বাংলা | সংগ্রহের তারিখঃ ০১/০৪/২০২০
  18. একাত্তর অনলাইন পুরস্কার | সোনালী নিউজ | সংগ্রহের তারিখঃ ০১/০৪/২০২০
  19. একাত্তর সাহিত্য পুরস্কার | বাংলার কণ্ঠ | সংগ্রহের তারিখঃ ০১/০৪/২০২০
  20. কোলকাতার বাংলাভাষা সম্মাননা | নিউজ পাবনা | সংগ্রহের তারিখঃ ০১/০৪/২০২০
  21. সি এন সি পুরস্কার ২০১৮ | দৈনিক যুগান্তর | সংগ্রহের তারিখঃ ০১/০৪/২০২০
  22. সি এন সি পুরস্কার ২০১৮ পেলেন মাহফুজুর রহমান আখন্দ | Bangladesh Press | সংগ্রহের তারিখঃ ০১/০৪/২০২০
  23. বাসাসপ সম্মাননা পেলেন মাহফুজুর রহমান আখন্দ | যুবকণ্ঠ ২৪ | সংগ্রহের তারিখঃ ০১/০৪/২০২০
  24. মাহফুজুর রহমান আখন্দকে বিদ্যাসাগর পদক প্রদান | দৈনিক নয়া দিগন্ত | সংগ্রহের তারিখঃ ০১/০৪/২০২০