বউবাজার বিধানসভা কেন্দ্র

স্থানাঙ্ক: ২২°৩৪′১২″ উত্তর ৮৮°২১′৩২″ পূর্ব / ২২.৫৭০° উত্তর ৮৮.৩৫৯° পূর্ব / 22.570; 88.359
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বউবাজার
বিধানসভা কেন্দ্র
বউবাজার কলকাতা-এ অবস্থিত
বউবাজার
বউবাজার
কলকাতার মানচিত্রে বউবাজার বিধানসভা কেন্দ্রের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৪′১২″ উত্তর ৮৮°২১′৩২″ পূর্ব / ২২.৫৭০০০° উত্তর ৮৮.৩৫৮৮৯° পূর্ব / 22.57000; 88.35889
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাজেলা
প্রতিষ্ঠা১৯৫১
অবলুপ্তি২০১১
লোকসভা কেন্দ্রকলকাতা উত্তর পশ্চিম
কলকাতা উত্তর

বউবাজার বিধানসভা কেন্দ্র ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় অবস্থিত একটি বিধানসভা কেন্দ্র।

২০১১ সালে সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুযায়ী বউবাজার বিধানসভা কেন্দ্রটি বিলুপ্ত হয়।[১]

এই কেন্দ্রটি কলকাতা উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।[২]

বিধায়ক[সম্পাদনা]

নির্বাচন
বছর
কেন্দ্র বিধায়কের নাম রাজনৈতিক দল্প
১৯৫১ বউবাজার ড. বিধানচন্দ্র রায় ভারতীয় জাতীয় কংগ্রেস[৩]
১৯৫৭ ড. বিধানচন্দ্র রায় ভারতীয় জাতীয় কংগ্রেস[৪]
১৯৬২ বিজয় সিং নাহার ভারতীয় জাতীয় কংগ্রেস[৫]
১৯৬৭ বিজয় সিং নাহার ভারতীয় জাতীয় কংগ্রেস[৬]
১৯৬৯ বিজয় সিং নাহার ভারতীয় জাতীয় কংগ্রেস[৭]
১৯৭১ বিজয় সিং নাহার ভারতীয় জাতীয় কংগ্রেস[৮]
১৯৭২ বিজয় সিং নাহার ভারতীয় জাতীয় কংগ্রেস[৯]
১৯৭৭ আব্দুল হাসান ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১০]
১৯৮২ আব্দুল রাউফ আনসারি ভারতীয় জাতীয় কংগ্রেস[১১]
১৯৮৭ সুদীপ বন্দ্যোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেস[১২]
১৯৯১ সুদীপ বন্দ্যোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেস[১৩]
১৯৯৬ সুদীপ বন্দ্যোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেস[১৪]
১৯৯৮-এর উপনির্বাচন অজিত পাণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৫]
২০০১ নয়না বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস[১৬]
২০০৬ সুদীপ বন্দ্যোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেস[১৭]
২০০৯-এর উপনির্বাচন স্বর্ণকমল সাহা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৫]

ফলাফল[সম্পাদনা]

১৯৭৭-২০০৯[সম্পাদনা]

২০০৯-এর উপনির্বাচন[সম্পাদনা]

২০০৯ সালে বউবাজার বিধানসভা কেন্দ্রের তদনীন্তন বিধায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। এরপর ১৮ অগস্ট এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আয়োজিত হয়।

এই নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বর্ণকমল সাহা ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-সমর্থিত নির্দল প্রার্থী মিনতি গোমেজকে পরাজিত করেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচন, ২০০৯: বউবাজার কেন্দ্র [১৫]
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল স্বর্ণকমল সাহা ২৬,২৭১
নির্দল মিনতি গোমেজ ৪,৮৫১
বিজেপি অজয়কুমার বাজপেয়ী ২,৩৬৬
ভোটার উপস্থিতি ৩৯,৬৫০ ২৭.৬৯ -৬.৭
কংগ্রেস থেকে তৃণমূল অর্জন করে সুইং +২১.২৭

২০০৬[সম্পাদনা]

২০০৬ সালের নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-র প্রার্থী রেখা সিংকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০০৬: বউবাজার কেন্দ্র[১৭][১৮]
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস সুদীপ বন্দ্যোপাধ্যায় ২১,৪৫১ ৪০.৩
সিপিআই(এম) রেখা সিং ১৫,৩০৯ ২৮.৮
তৃণমূল সুলতান আহমেদ ১৫,১৩৫ ২৮.৪
নির্দল সুদীপ্তকুমার রায় ৩৯১ ০.৭
নির্দল সঞ্জীব মুখোপাধ্যায় ২০৭ ০.৪
নির্দল আকবর আলি ১৯৬ ০.৪
নির্দল মহম্মদ মুসলিম ১৬৮ ০.৩
নির্দল সজল বন্দ্যোপাধ্যায় ১৬৫ ০.৩
নির্দল শৈলেন আঢ্য ১০৭ ০.২
নির্দল বারীন দত্ত ১০৬ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ৬,১৪২ ১১.৫
ভোটার উপস্থিতি ৫৩,২৩৬ ৫৪.৪%
তৃণমূল থেকে কংগ্রেস অর্জন করেছে সুইং

২০০১[সম্পাদনা]

২০০১ সালের নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) প্রার্থী অজিত পাণ্ডেকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০০১: বউবাজার কেন্দ্র[১৭][১৮]
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল নয়না বন্দ্যোপাধ্যায় ২৭,৮৪০ ৫৫.১
সিপিআই(এম) অজিত পাণ্ডে ১৫,৮৯২ ৩১.৫
নির্দল সৈয়দ শাহিদ ইমাম ৩,০৩৯ ৬.০
ভারতীয় জনতা পার্টি অরুণকুমার হাজরা ২,৭২৬ ৫.৪
নির্দল দিলীপকুমার দত্ত ৩৩০ ০.৭
নির্দল সুমন্ত ভৌমিক ২৮১ ০.৬
নির্দল সুব্রত সিংহ ১৬২ ০.৩
নির্দল রথীন্দ্রনাথ ভট্টাচার্য ১৩০ ০.৩
নির্দল খুরশিদ আলি আফজল ৯৬ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ১১,৯৪৮ ২৩.৭%
ভোটার উপস্থিতি ৫০,৫০৪ ৪৩.৩%
সিপিআই(এম) থেকে তৃণমূল অর্জন করেছে সুইং

১৯৯৮-এর উপনির্বাচন[সম্পাদনা]

১৯৯৮ সালে তদনীন্তন বিধায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। এরপর ৩ জুন এই বিধানসভায় উপনির্বাচন আয়োজিত হয়।

পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচন, 1998: বউবাজার কেন্দ্র[১৫]
দল প্রার্থী ভোট % ±%
সিপিআই(এম) অজিত পাণ্ডে ১৯,৯০৩ ৩৬.৭৩
জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস নয়না বন্দ্যোপাধ্যায় ১৮,০২১ ৩৩.২৫
কংগ্রেস আব্দুর রউফ আনসারি ১৫,৭১১ ২৮.৯৯
আরজেডি অধ্যাপক সৈয়দ হায়দার হাসান কাজিমি ৩২৯ ০.৬১
নির্দল অজিতকুমার দাস ৮৯ ০.১৬
নির্দল সুজন মুখোপাধ্যায় ৫০ ০.০৯
নির্দল বাবলু সিং ৪৫ ০.০৮
নির্দল অলোক চট্টোপাধ্যায় ২৮ ০.০৫
নির্দল রমেন পাণ্ডে ১৬ ০.০৩
সংখ্যাগরিষ্ঠতা ১,৮৮২ ০.৯
ভোটার উপস্থিতি ৩৯,৬৫০ ২৭.৬৯ -৬.৭
কংগ্রেস থেকে সিপিআই(এম) অর্জন করেছে সুইং

১৯৯৬[সম্পাদনা]

১৯৯৬ সালের নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনতা দলের সুজিত মণ্ডলকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৯৬: বউবাজার কেন্দ্র[১৭][১৮]
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস সুদীপ বন্দ্যোপাধ্যায় ৩৬,৫৭৯ ৫৯.৪
জেডি সুজিত মণ্ডল ১৭,১৮১ ২৭.৯
বিজেপি রাজেন্দ্রকুমার গুপ্ত ৩,০৩৯ ৮.৯
নির্দল শ্যামল কুমার দত্ত ৫৪২ ০.৯
সারা ভারত ইন্দিরা কংগ্রেস (তিওয়ারি) ব্রতীন্দ্র নস্কর ৩৬৪ ০.৬
নির্দল জোসেফ রোজারিও ২৮৪ ০.৫
নির্দল পিনাকী দাস ২২৭ ০.৪
নির্দল হাবুল মুখোপাধ্যায় (তারক) ২০৭ ০.৩
নির্দল মহম্মদ কাশিম ১৮৮ ০.৩
অখিল ভারতীয় হিন্দু মহাসভা সরোজ ভট্টাচার্য ১১০ ০.২
নির্দল বিবেকানন্দ পাল ১০৮ ০.২
নির্দল গৌতম দাশগুপ্ত ৯০ ০.২
সোশ্যাল অ্যাকশন পার্টি এস. এম. মুস্তাফা ৭১ ০.১
নির্দল বৃন্দাবনচন্দ্র দে ৬৩ ০.১
নির্দল কমলকুমার রায় ৪২ ০.১
নির্দল নারায়ণচন্দ্র ঘোষ ৩৮ ০.১
নির্দল মহম্মদ সৈফুদ্দিন ৩৬ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ১৯,৩৯৮ ৩০.৬%
ভোটার উপস্থিতি ৬৩,৩৬৫ ৫৬.৮%
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

১৯৯১[সম্পাদনা]

১৯৯১ সালের নির্বাচনে কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই(এম) প্রার্থী জয়তিলক গুহরায়কে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৯১: বউবাজার কেন্দ্র[১৭][১৮]
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস সুদীপ বন্দ্যোপাধ্যায় ২৯,৪০৫ ৫৯.৪
সিপিআই(এম) জয়তিলক গুহরায় ১৭,৬৭২ ৩২.৫
বিজেপি সনৎকুমার দত্ত ৬,৫৭৩ ১২.১
অল ইন্ডিয়া দলিত মুসলিম মাইনরিটিজ সুরক্ষা মহাসংঘ সালাউদ্দিন ৩২৩ ০.৬
লোক দল রাজু অ্যান্টনি ১২১ ০.২
নির্দল ইন্দ্রনীল কুমার ৬৯ ০.১
নির্দল বিক্রম শূর ৬২ ০.১
নির্দল খুরশিদ আলি আফজল ৫৭ ০.১
নির্দল মহম্মদ জাকির ৪৮ ০.১
নির্দল ভুবন ভৌমিক ২৬ ০.১
নির্দল ওঙ্কার মজুমদার ০.০
সংখ্যাগরিষ্ঠতা ১১,৭৩৩ ২১.২%
ভোটার উপস্থিতি ৫৫,৪৭১ ৫৩.৪%
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

১৯৮৭[সম্পাদনা]

১৯৮৭ সালের নির্বাচনে কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই(এম) প্রার্থী মহম্মদ ইসমাইলকে পরাজিত করেছিলেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৮৭: বউবাজার কেন্দ্র[১৭][১৮]
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস সুদীপ বন্দ্যোপাধ্যায় ৩০,৩৩৩ ৫৬.৭
সিপিআই(এম) মহম্মদ ইসমাইল ১৯,৫৯১ ৩৬.৬
নির্দল এস. এম. শাহাবুদ্দিন হায়দর ১,৮৭১ ৩.৫
ভারতীয় জনতা পার্টি অনিন্দ্যগোপাল মিত্র ৬৯৪ ১.৩
জনতা পার্টি চন্দ্রদীপ গিরি ৫৫৩ ১.০
নির্দল মহম্মদ মুসা ১৪৩ ০.৩
নির্দল অশোক চক্রবর্তী ১২০ ০.২
নির্দল সত্যদেও মিশ্র ৮২ ০.২
নির্দল মনিরুদ্দিন ৬৮ ০.১
নির্দল অনিলকুমার সেন ৪৯ ০.১
নির্দল শাকির হুসেইন ৩৬ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ১০,৭৪২ ১৯.৬%
ভোটার উপস্থিতি ৫৪,৭৯১ ৬০.৩%
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

১৯৮২[সম্পাদনা]

১৯৮২ সালের নির্বাচনে কংগ্রেসের আব্দুল রাউফ আনসারি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই(এম) প্রার্থী আবুল হাসানকে পরাজিত করেছিলেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৮২: বউবাজার কেন্দ্র[১৭][১৮]
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস আব্দুল রাউফ আনসারি ২৬,০০১ ৫১.৪
সিপিআই(এম) আবুল হাসান ২২,৬১৫ ৪৪.৭
বিজেপি অনিন্দ্যগোপাল মিত্র ১,৬০২ ৩.২
নির্দল রমেন্দ্রভূষণ সিং ২৫২ ০.৫
নির্দল মহম্মদ সালিম খান ১৬১ ০.৩
সংখ্যাগরিষ্ঠতা ৩,৩৮৬ ৬.৫%
ভোটার উপস্থিতি ৫১,৭২৫ ৫৮.৮%
সিপিআই(এম) থেকে কংগ্রেস অর্জন করেছে সুইং

১৯৭৭[সম্পাদনা]

১৯৭৭ সালের নির্মাচনে এই আসনে সিপিআই(এম)-এর আবুল হাসান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনতা পার্টির বিজয়কৃষ্ণ ঢনঢনিয়াকে পরাজিত করেছিলেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, 1977: বউবাজার কেন্দ্র[১৭][১৮]
দল প্রার্থী ভোট % ±%
সিপিআই(এম) আবুল হাসান ১৩,৯৯৬ ৩৮.৫৪
জনতা পার্টি বিজয়কৃষ্ণ ঢনঢনিয়া ১১,৬৭০ ৩২.১৩
কংগ্রেস আব্দুল রাউফ আনসারি ৮,১৬৮ ২২.৪৯
নির্দল মানবেন্দ্র ঘোষ ১,৬১১ ৪.৪
নির্দল প্রকাশ সাউ ৫৫৬ ১.৫
নির্দল কে. বি. রায় ১৮২ ০.৫
নির্দল হৃষীকেশ তিওয়ারি ৬৮ ০.২
নির্দল অনিন্দ্যকুমার মিত্র ৬৮ ০.৫
সংখ্যাগরিষ্ঠতা ২,৩২৬ ৬.৩%
ভোটার উপস্থিতি ৩৬,৯০১ ৪০.৪%
কংগ্রেস থেকে সিপিআই(এম) অর্জন করেছে সুইং

১৯৭৭ সালে ১৪৫ বউবাজার বিধানসভা কেন্দ্র থেকে সিপিআই(এম) প্রার্থী আবুল হাসান কংগ্রেসের বিজয়কৃষ্ণ ঢনঢনিয়াকে পরাজিত করে এই আসনে জয় লাভ করেন।[১০][১৯] ১৯৮২ সালের নির্বাচনে,[১১] কংগ্রেসের আব্দুল রাউফ আনসারি এই আসনে সিপিআই(এম)-এর আবুল হাসানকে পরাজিত করেন। কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় এই আসন থেকে ১৯৮৭ সালে[১২] সিপিআই(এম)-এর মহম্মদ ইসমাইলকে, ১৯৯১ সালে[১৩] জনতা দলের জয়তিলক গুহরায়কে, এবং ১৯৯৬ সালে[১৪] জনতা দলের সুজিত মণ্ডলকে পরাজিত করেন। ২০০১ সালে[১৬] তৃণমূল কংগ্রেসের নয়না বন্দ্যোপাধ্যায় সিপিআই(এম) প্রার্থী অজিত পাণ্ডেকে পরাজিত করে এই আসনে জয় লাভ করেন। ২০০৬ সালের নির্বাচনে[১৭] কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় সিপিআই(এম) প্রার্থী রেখা সিংকে এই আসনে পরাজিত করেন। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বউবাজার বিধানসভা কেন্দ্রের তৎকালীন বিধায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হলে, ওই কেন্দ্রে উপনির্বাচন আয়োজিত হয়। সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্বর্ণকমল সাহা জয় লাভ করেছিলেন।[১৫][২০]

১৯৫১-১৯৭২[সম্পাদনা]

ড. বিধানচন্দ্র রায় ১৯৫১ সালের নির্বাচনে[৩] এই আসন থেকে মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের সত্যপ্রিয় বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। ড. রায় ১৯৫৭ সালের নির্বাচনে[৪] ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) প্রার্থী মহম্মদ ইসমাইলকে মাত্র ৫৪০ ভোটের ব্যবধানে পরাজিত করেন। কংগ্রেসের বিজয় সিং নাহা ১৯৬২ সালের[৫] নির্বাচনে সিপিআই প্রার্থী মহম্মদ ইসমাইলকে, ১৯৬৭ সালে[৬] ফরওয়ার্ড ব্লকের এস. গুপ্ত ও সিপিআই(এম)-এর এইচ. চট্টোপাধ্যায়কে, ১৯৬৯ সালে ফরওয়ার্ড ব্লকের ডি. সি. ভৌমিককে[৭] এবং ১৯৭১[৮] ও ১৯৭২ সালে[৯] সিপিআই(এম) প্রার্থী হাশিম আব্দুল হালিমকে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" (পিডিএফ)পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১০ 
  2. "Statistical Report on General Elections, 2004 to the 14th Lok Sabha" (পিডিএফ)Volume III Details For Assembly Segments Of Parliamentary Constituencies (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১০ 
  3. "General Elections, India, 1951, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)186 (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪ 
  4. "General Elections, India, 1957, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)141 (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪ 
  5. "General Elections, India, 1962, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)129 (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪ 
  6. "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)133 (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪ 
  7. "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)133 (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৪ 
  8. "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)133 (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪ 
  9. "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)133 (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪ 
  10. "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)145 (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪ 
  11. "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)145 (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪ 
  12. "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)145 (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪ 
  13. "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)145 (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪ 
  14. "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)145 (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪ 
  15. "West Bengal Assembly by-elections 2009, Results August elections"AC No (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ২৮ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪ 
  16. "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)145 (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪ 
  17. "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)145 (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪ 
  18. "West Bengal Assembly Election 2006"Entally (ইংরেজি ভাষায়)। Empowering India। ২৩ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০১১ 
  19. "145 - Bow Bazar Assembly Constituency"১৯৭৭ থেকে দল অনুযায়ী তুলনা (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১০ 
  20. "Sealdah, Bowbazar by-polls Trinamool Congress...!!!" (ইংরেজি ভাষায়)। Press Release Point। ৩ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১০ 

টেমপ্লেট:Vidhan Sabha constituencies of West Bengal