জ্ঞানেশ মুখোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জ্ঞানেশ মুখোপাধ্যায়
জন্ম(১৯২৬-০৭-০৫)৫ জুলাই ১৯২৬
শ্যামবাজার কলকাতা , ব্রিটিশ ভারত (বর্তমানে পশ্চিমবঙ্গ ভারত)
মৃত্যু৮ মে ২০০৮(2008-05-08) (বয়স ৮১)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা ও নাট্যনির্দেশক
পরিচিতির কারণনাট্যনির্দেশনা
পুরস্কারদীনবন্ধু পুরস্কার (১৯৯৩)

জ্ঞানেশ মুখোপাধ্যায়(৫ জুলাই ১৯২৬ - ৮ মে ২০০৮) ছিলেন একজন ভারতীয় বাঙালি নট, নাট্য পরিচালক এবং থিয়েটার ব্যক্তিত্ব। [১] [২]১৯৯৩ খ্রিস্টাব্দে তিনি বাংলা নাট্যজগতে অবদানের জন্য দীনবন্ধু পুরস্কার লাভ করেন। তিনি পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সভাপতিও ছিলেন।

জীবনী[সম্পাদনা]

জ্ঞানেশ মুখোপাধ্যায়ের জন্ম ১৯২৬ খ্রিস্টাব্দের ৫ জুলাই ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার শ্যামবাজারে। পিতা জগদীশচন্দ্র মুখোপাধ্যায়। তাঁদের আদি নিবাস ছিল ঢাকার বিক্রমপুরে। ১৯৪৪ খ্রিস্টাব্দে বিক্রমপুরের কামারখাড়া হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। কৈশোরেই তিনি অভিনয়ের প্রতি অনুরক্ত হয়ে পড়েন। তাঁর আগ্রহ দেখে অজিত মিত্র নিয়ে আসেন ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনে। একরকম বাড়ির অমতেই তিনি ১৯৫০ খ্রিস্টাব্দে আইপিটিএ তথা ভারতীয় গণনাট্য সংঘে যোগ দেন। গণনাট্য সংঘে তাঁর অভিনীত প্রথম নাটক ছিল ঢেউ । শুধু বাংলা রঙ্গমঞ্চ নয় যাত্রাজগৎ ও ছায়াছবিতে তাঁর অবদান উল্লেখযোগ্য। ১৯৬১ খ্রিস্টাব্দে তিনি মাস থিয়েটার প্রতিষ্ঠা করেন। তবে ১৯৬৭ খ্রিস্টাব্দে গণনাট্য সংঘ ছেড়ে আসার পর সক্রিয় হন এবং "কাঁচঘর" মঞ্চস্থ করেন। মাস থিয়েটার নিয়ে গ্রাম-গঞ্জ শহরে নাটক করেছেন। তবে ১৯৫২ খ্রিস্টাব্দে প্রথম চলচ্চিত্রে অভিনয় সুধীর মুখোপাধ্যায় পরিচালিত পাশের বাড়ী ছবিতে। চলচ্চিত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন 'জোসেফ'-এর চরিত্রে সত্যজিৎ রায়ের ১৯৬২ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত অভিযান ছবিতে। তিনি দীর্ঘ পঞ্চাশ বৎসরের অভিনয় জীবনে ১১২ টি ছায়াছবিতে ঋত্বিক ঘটক , মৃণাল সেন, রাজেন তরফদার, তপন সিনহা, তরুণ মজুমদার প্রমুখ বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। বিশ্বরূপা, কাশী বিশ্বনাথ মঞ্চসহ বাংলার রঙ্গমঞ্চ ছাড়াও যাত্রাজগতেও অংশ নেন। ভারতী অপেরায় "মাস্টারদা সূর্য সেন" যাত্রাপালায় অভিনয় করেন।

চলচ্চিত্রে, রঙ্গমঞ্চে অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনা, নাটক রচনা নাট্যনির্দেশনার কাজ করেছেন। সুখেন দাসের সঙ্গে যৌথ পরিচালনার দায়িত্ব ছিল ১৯৭২ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত অচেনা অতিথি ছবিটির। ছবিটি ১৯৭৫ খ্রিস্টাব্দে হিন্দিতে অনজানে মেহমান নামে প্রদর্শিত হয়েছিল। তাঁর একার দায়িত্বে নির্মিত হয়েছিল স্বীকারোক্তি (১৯৭৬) ও বনশ্রী (১৯৮৩)।

চলচ্চিত্র পরিচালক হিসাবে তিনি সেভাবে প্রশংসিত না হলেও নাট্য নির্দেশক হিসাবে তাঁর কাজ প্রশংসিত হয়েছেন। 'চরৈবতি', মুক্তির উপায়', 'মল্লিকা' সহ দশটিরও বেশি নাটক রচনার পাশাপাশি প্রায় তিরিশটি নাটক পরিচালনা করেছেন। পেশাদার মঞ্চ, যাত্রাজগৎ ছাড়াও তিনি বেতার নাটক, দূরদর্শন ধারাবাহিকেও অভিনয় করেছেন।

জ্ঞানেশ মুখোপাধ্যায় ২০০০ খ্রিস্টাব্দ হতে আমৃত্যু পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সভাপতির দায়িত্বে ছিলেন। ১৯৯৩ খ্রিস্টাব্দে দীনবন্ধু পুরস্কার লাভ করেন।

২০০৮ খ্রিস্টাব্দের ৮ মে কলকাতায় প্রয়াত হন।

ফিল্মগ্রাফি[সম্পাদনা]

বছর ফিল্ম পরিচালক ভূমিকা
১৯৫২ পাশের বাড়ি সুধীর মুখোপাধ্যায়
১৯৫৩ বাঁশের কেল্লা সুধীর মুখোপাধ্যায়
১৯৫৪ আজ সন্ধ্যায় সুধীর মুখোপাধ্যায়
১৯৫৫ শাপ মোচন সুধীর মুখোপাধ্যায়
১৯৫৮ অযাত্রিক ঋত্বিক ঘটক মিস্ত্রি
১৯৫৮ বাড়ি থেকে পালিয়ে ঋত্বিক ঘটক
১৯৬০ মেঘে ঢাকা তারা ঋত্বিক ঘটক
১৯৬০ বাইশে শ্রাবণ মৃণাল সেন প্রিয়নাথ
১৯৬০ উত্তর মেঘ জীবন গাঙ্গুলি
১৯৬০ গঙ্গা রাজেন তরফদার পাঁচু মালো
১৯৬১ অর্থ উপেন
১৯৬১ মেঘ
১৯৬১ আজ কাল পরশু
১৯৬২ অগ্নিশিখা রাজেন তরফদার
১৯৬২ অভিযান সত্যজিৎ রায় জোসেফ
১৯৬২ কাজল
১৯৬২ কুমারী মন
১৯৬২ বেনারসী অরুণ গুহঠাকুরতা
১৯৬৩ দুই নারী জীবন গঙ্গোপাধ্যায়
১৯৬৩ পলাতক যাত্রিক
১৯৬৩ ছায়াসূর্য
১৯৬৪ সপ্তর্ষি উমাপ্রসাদ মৈত্র
১৯৬৪ বিভাস বিনু বর্ধন
১৯৬৫ আকাশ কুসুম মৃণাল সেন ফণীবাবু
১৯৬৫ প্রথম প্রেম অজয় বিশ্বাস
১৯৬৬ সুশান্ত সা অর্ধেন্দু সেন
১৯৬৬ অশ্রু দিয়ে লেখা অমল দত্ত
১৯৬৭ খেয়া রূপক
১৯৬৮ ছোট্ট জিজ্ঞাসা জগন্নাথ চট্টোপাধ্যায়
১৯৬৮ রক্তলেখা
১৯৬৯ তেরো নদীর পারে ওস্তাদ
১৯৭০ শান্তি
১৯৭০ এই করেছো ভালো অজিত বন্দ্যোপাধ্যায়
১৯৭০ নল দয়মন্তী
১৯৭১ নিশাচর ভূপেন রায়
১৯৭১ এখানে পিঞ্জর যাত্রিক
১৯৭১ সোনা বৌদি পীষূষ গঙ্গোপাধ্যায়
১৯৭১ নিমন্ত্রণ তরুণ মজুমদার নৌকার মাঝি
১৯৭১ অন্য মাটি অন্য রং রামপ্রসাদ চক্রবর্তী
১৯৭২ অর্চনা পীযূষ গঙ্গোপাধ্যায়
১৯৭২ মা ও মাটি
১৯৭২ আজকের নায়ক দিনেন গুপ্ত
১৯৭২ বহুরূপী মিঠু চক্রবর্তী
১৯৭২ অচেনা অতিথি সুখেন দাস

জ্ঞানেশ মুখোপাধ্যায়

১৯৭৪ সাধু যুধিষ্ঠিরের কড়চা একলব্য
১৯৭৪ জীবন রহস্য সলিল রায়
১৯৭৫ নতুন সূর্য
১৯৭৫ প্রিয় বান্ধবী হীরেন নাগ
১৯৭৬ ছুটির ঘন্টা বরুণ কাবাসী
১৯৭৬ স্বীকারোক্তি জ্ঞানেশ মুখোপাধ্যায়
১৯৭৭ প্রাণের ঠাকুর রামকৃষ্ণ নিরঞ্জন দে
১৯৭৭ যুক্তি তক্কো আর গপ্পো ঋত্বিক ঘটক
১৯৭৭ হাতে রইল তিন সরিৎ বন্দ্যোপাধ্যায়
১৯৭৭ ফুলশয্যা সারথী
১৯৭৮ রজনী
১৯৭৮ঈ টুসি গুরু বাগচী
১৯৭৮ করুণাময়ী অর্ধেন্দু চট্টোপাধ্যায়
১৯৭৮ মা ছিন্নমস্তা
১৯৭৮ বেঞ্জার সাহেব
১৯৭৮ বালক শরৎচন্দ্র
১৯৭৯ যত মত তত পথ গুরু বাগচী
১৯৭৯ অরুণ বরুণ কিরণমালা
১৯৭৯ সমাধান
১৯৭৯ পম্পা
১৯৮০ সন্ধি
১৯৮০ অভি
১৯৮০ রাজাসাহেব
১৯৮১ সৎমা
১৯৮১ খনাবরাহ
১৯৮১ মা বিপত্তারাণী চণ্ডী অমর ভট্টাচার্য
১৯৮১ প্রতিশোধ
১৯৮১ স্বামী স্ত্রী গুরু বাগচী
১৯৮২ মেঘের পরে মেঘ
১৯৮২ সমর্পণ
১৯৮২ ছুটি
১৯৮৩ বনশ্রী জ্ঞানেশ মুখোপাধ্যায়
১৯৮৩ মুক্তির দিন
১৯৮৪ রাজেশ্বরী সলিল দত্ত
১৯৮৪ বাগদী পাড়া দিয়ে মিহির চট্টোপাধ্যায়
১৯৮৫ অজান্তে অরবিন্দ মুখোপাধ্যায়
১৯৮৬ পরিণতি
১৯৮৬ বসুন্ধরা
১৯৮৭ তানিয়া রমাপ্রসাদ চক্রবর্তী
১৯৮৭ দোলনচাঁপা
১৯৮৮ আঘাত
১৯৮৮ পুনর্মিলন
১৯৮৯ শত্রুপক্ষ
১৯৮৯ জজ সাহেব
১৯৯০ ব্যবধান দিলীপ মুখোপাধ্যায়
১৯৯০ একটি জীবন রাজা মিত্র
১৯৯০ সংক্রান্তি
১৯৯০ স্বর্ণা
১৯৯০ শেষ আঘাত
১৯৯২ অধিকার
১৯৯৩ প্রেমপূজা
১৯৯৩ ঈশ্বর পরমেশ্বর
১৯৯৩ পাষণ্ড পণ্ডিত শিবপ্রসাদ সেন
১৯৯৪ গজমুক্তা অজিত লাহিড়ী
১৯৯৫ বৌমণি
১৯৯৫ দাগী
১৯৯৬ মিস মৈত্রেয়ী
১৯৯৭ অভিশপ্ত প্রেম
১৯৯৭ দামু রাজা সেন সার্কাসের ম্যানেজার
১৯৯৭ প্রতিরোধ
১৯৯৭ তারিণী তারা মা
১৯৯৮ মায়ের অধিকার
১৯৯৮ মানুষের জন্য
১৯৯৯ নিয়তি
২০০১ দুর্গা অরুণ কাবাসী
২০০১ জয় বাবা লোকনাথ অর্ধেন্দু চট্টোপাধ্যায়
২০০৩ দেবীপূজা সুখেন চক্রবর্তী
২০০৩ আলো তরুণ মজুমদার বাড়ির কাজের লোক

[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Gyanesh Mukherjee (ইংরাজীতে)"। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৮ 
  2. অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯ পৃষ্ঠা ১৪২-১৪৩, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
  3. "Bengali Cinema Celebrating 100 yeas - celebrity - Gyanesh Mukherjee"। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]