চিকো নেত্তো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিকো নেত্তো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফ্রান্সিস্কো বুয়েনো নেত্তো
জন্ম (১৮৯৪-০৪-০৯)৯ এপ্রিল ১৮৯৪
জন্ম স্থান মোজি মিরিম, ব্রাজিল
মৃত্যু ১৮ জুন ১৯৫৯(1959-06-18) (বয়স ৬৫)
মৃত্যুর স্থান মারিয়াঙ্গা, ব্রাজিল
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯০৮–১৯১১ আম্পারো
১৯১২ আমেরিকা
১৯১৩ আমেরিকানো
১৯১৪–১৯১৫ সাও বেন্তো
১৯১৫–১৯২৪ ফ্লুমিনেন্সে
জাতীয় দল
১৯১৭ ব্রাজিল (০)
পরিচালিত দল
১৯১৭ ব্রাজিল
১৯২৩ ব্রাজিল
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

ফ্রান্সিস্কো বুয়েনো নেত্তো (পর্তুগিজ: Chico Netto, পর্তুগিজ উচ্চারণ: [ʃˈikʊ nˈetʊ]; ৯ এপ্রিল ১৮৯৪ – ১৮ জুন ১৯৫৯; চিকো নেত্তো নামে সুপরিচিত) একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ফ্লুমিনেন্সে এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।

নেত্তো ১৯১৭ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; ব্রাজিলের জার্সি গায়ে তিনি সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তিনি ব্রাজিলের হয়ে সর্বমোট দুইটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (১৯১৭ এবং ১৯২২) অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে ১৯২২ সালে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

নেত্তো কোপা আমেরিকার (তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) প্রথম আসর ১৯১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[১][২]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

ফ্রান্সিস্কো বুয়েনো নেত্তো ১৮৯৪ সালের ৯ই এপ্রিল তারিখে ব্রাজিলের মোজি মিরিমে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ১৯৫৯ সালের ১৮ই জুন তারিখে, ব্রাজিলের মারিয়াঙ্গায় ৬৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

দল সাল ম্যাচ গোল
ব্রাজিল ১৯১৭
সর্বমোট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "South American Championship 1917" [দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৯১৭]। RSSSF (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২২ 
  2. "Brazil - Squad" [ব্রাজিল - দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২১ জানুয়ারি ২০২৩। ২১ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]