কাজী সব্যসাচী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাজী সব্যসাচী
ছবিতে কাজী সব্যসাচী
জন্ম(১৯২৮-১০-০৯)৯ অক্টোবর ১৯২৮
মৃত্যু২ মার্চ ১৯৭৯(1979-03-02) (বয়স ৫০)
পেশাআবৃত্তিকার
দাম্পত্য সঙ্গীউমা কাজী
সন্তানখিলখিল কাজী (কন্যা),[১] মিষ্টি কাজী (কন্যা), বাবুল কাজী (পুত্র)
পিতা-মাতাকাজী নজরুল ইসলাম (পিতা)
প্রমীলা সেনগুপ্ত (মাতা)

কাজী সব্যসাচী ( ৯ অক্টোবর ১৯২৮ - ২ মার্চ ১৯৭৯) ছিলেন একজন বাঙালি আবৃত্তিকার। তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র।[২] তার অনুজ কাজী অনিরুদ্ধ ছিলেন খ্যাতনামা গিটারবাদক।

বিংশ শতাব্দির ষাট ও সত্তরের দশকে সব্যসাচী আবৃত্তিকার হিসেবে জনপ্রিয় হয়ে উঠেন। ১৯৬৬ সালে তিনি বিদ্রোহী কবিতাটি, কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা, প্রথমবারের মত রেকর্ড করেন। তার আবৃত্তির উল্লেখযোগ্য অন্যান্য কবিতা হল:

  • আমার কৈফিয়ৎ
  • ছন্নছাড়া
  • যদি বাঁশি আর না বাজে

অনিরুদ্ধ দীর্ঘকাল আকাশবাণী কলকাতা কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন। রবীন্দ্র নৃত্যনাট্যের রেকর্ডে তিনি ধারাভাষ্য দিয়েছেন।[২]

উত্তরাধিকার[সম্পাদনা]

২০১৬ সালে সব্যসাচী স্মরণে তার পরিবার “কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার” চালু করে।[৩] প্রতি বছর এই পুরস্কার বাংলাদেশ এবং ভারত-এর দুইজন আবৃত্তিকারকে প্রদান করা হয়ে থাকে।

কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার[সম্পাদনা]

কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার হল কাজী সব্যসাচীর স্মরণে প্রবর্তিত একটি সাহিত্য পুরস্কার যা ২০১৬ সাল থেকে প্রতিবছর প্রদান করা হয়। এই পুরস্কারটি কাজী সব্যসাচীর পরিবার কর্তৃক প্রদান করা হয়।[৪][৫]

প্রতি বছর বাংলাদেশভারত থেকে দু'জন আবৃত্তিকারকে এক লক্ষ করে টাকা, ক্রেস্ট, উত্তরীয় ও সনদ প্রদান করা হয়।[৪][৬]

এপর্যন্ত ২০১৬ সালে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং কাজী আরিফকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আইজিসিসি'তে খিলখিল কাজী'র আবৃত্তি ও সঙ্গীতসন্ধ্যা"দৈনিক ইত্তেফাক 
  2. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬, পৃষ্ঠা ৭৬৬, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  3. "ঢাকায় কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার নেবেন সৌমিত্র"মানবজমিন। ২৯ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭ 
  4. প্রতিবেদক, নিজস্ব (২০১৬-০২-২৮)। "কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার পাচ্ছেন সৌমিত্র"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৮ 
  5. "প্রথমবারের মত 'কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার ২০১৬'"প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৮ 
  6. জনকণ্ঠ, দৈনিক। "কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার পাচ্ছেন সৌমিত্র"দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৮