সিন্ধু হিন্দোল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিন্ধু হিন্দোল
লেখককাজী নজরুল ইসলাম
ভাষাবাংলা
ধরনকাব্যগ্রন্থ
প্রকাশনার তারিখ
১৯২৭ সাল
মিডিয়া ধরনমুদ্রণ

সিন্ধু হিন্দোল কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। ১৯২৭ খ্রিষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে মোট ১৯টি কবিতা রয়েছে। কাব্যগ্রন্থটি "বাহার ও নাহার"-কে (হবীবুল্লাহ বাহার চৌধুরীশামসুন নাহার) উৎসর্গ করেন। [১]

কবিতার তালিকা[সম্পাদনা]

  • সিন্ধুঃ প্রথম তরঙ্গ
  • সিন্ধুঃ দ্বিতীয় তরঙ্গ
  • সিন্ধুঃ তৃতীয় তরঙ্গ
  • গোপন প্রিয়া
  • অনামিকা
  • বিদায় স্মরণে
  • পথের স্মৃতি
  • উন্মনা
  • অতল পথের যাত্রী
  • দারিদ্র্য
  • বাসন্তি
  • ফাল্গুনী
  • মঙ্গলাচরণ
  • বধু-বরণ
  • অভিযান
  • রাখী-বন্ধন
  • চাঁদনী-রাতে
  • মাধবী-প্রলাপ
  • দ্বারে বাজে ঝঞ্জার জিঞ্জির

তথ্যসূত্র[সম্পাদনা]