বিষয়বস্তুতে চলুন

আফতাব আহমেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আফতাব আহমেদ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
আফতাব আহমেদ চৌধুরী
জন্ম (1985-11-10) ১০ নভেম্বর ১৯৮৫ (বয়স ৩৮)
ব্যাটিংয়ের ধরনডান হাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩৯)
২৬ অক্টোবর ২০০৪ বনাম নিউজিল্যান্ড
শেষ টেস্ট১২ মার্চ ২০১০ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ৭৩)
৫ মার্চ ২০০৪ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ ওডিআই৫ মার্চ ২০১০ বনাম ইংল্যান্ড
ওডিআই শার্ট নং৯৭
টি২০আই অভিষেক
(ক্যাপ )
২৮ নভেম্বর ২০০৬ বনাম জিম্বাবুয়ে
শেষ টি২০আই৫ মে ২০১০ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০১/০২–বর্তমানচট্টগ্রাম বিভাগ
২০১২-বর্তমানচিটাগং কিংস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি লিস্ট এ
ম্যাচ সংখ্যা ১৬ ৮৫ ৬০ ১২১
রানের সংখ্যা ৫৮২ ১,৯৫৪ ২,৪৭০ ২,৭৮৩
ব্যাটিং গড় ২০.৭৮ ২৪.৭৩ ২৪.৭০ ২৪.৪১
১০০/৫০ ০/১ ০/১৪ ১/৯ ০/১৯
সর্বোচ্চ রান ৮২* ৯২ ১২৯ ৯২
বল করেছে ৩৪৪ ৭৩৯ ২,৪৩০ ১,৩৯৮
উইকেট ১২ ৩৭ ২১
বোলিং গড় ৪৭.৪০ ৫৪.৬৬ ৩০.২৪ ৫৩.৬১
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ২/৩১ ৫/৩১ ৭/৩৯ ৫/৩১
ক্যাচ/স্ট্যাম্পিং ৭/– ২৯/– ৩৫/– ৩৮/–
উৎস: ক্রিকইনফো.কম, ৭ এপ্রিল ২০১৪

আফতাব আহমেদ চৌধুরী (জন্ম নভেম্বর ১০, ১৯৮৫, চট্টগ্রাম) বাংলাদেশ ক্রিকেট দলের ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ডানহাতি স্লো মিডিয়াম পেস বোলার। টেস্ট খেলায় তার অভিষেক হয় ২০০৪ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে। আর একদিনের খেলায় অভিষেক হয় একই বছর বার্মিংহামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আফতাবের জন্ম ও শৈশব কেটেছে চট্টগ্রামে। তার প্রথম বিদ্যালয় সেন্ট মেরি স্কুল। শুরুর দিকে আফতাবের আন্তর্জাতিক খেলার প্রতি তেমন টান ছিল না, এমনকি তিনি এটাকে নির্যাতন বলেও মনে করতেন। পরিবার ও বন্ধুবান্ধব থেকে দূরে থাকতে হবে ভেবে তিনি বিকেএসপিতে ভর্তি হতে অস্বীকৃতি জানিয়েছিলেন। কিন্তু তার পিতা ক্রীড়ামোদী ছিলেন এবং তার ছেলেকে ক্রিকেটার বানাতে অত্যন্ত উৎসাহী ছিলেন। আফতাব তার ক্রিকেটীয় জীবন সম্পর্কে উৎসাহী ছিলেননা এবং তার ক্রিকেট ক্যাম্প থেকে পালিয়ে আসার ঘটনাও রয়েছে। দলে সুযোগ না পাওয়ার কারণে তার মধ্যে হতাশার সৃষ্টি হয়েছিল। তিনি বলেন, "আমি অনেক বার ক্যাম্পে ডাক পেয়েছিলাম, কিন্তু কখনো দলে ঢুকতে পারিনি।" শেষ পর্যন্ত প্রতীক্ষার অবসান ঘটে এবং তিনি দলে সুযোগ পান। তার পিতা ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপ চলাকালে মারা যান।[]

ক্যারিয়ার রেকর্ড

[সম্পাদনা]

টেস্ট

[সম্পাদনা]

একদিনের আন্তর্জাতিক

[সম্পাদনা]

একদিনের খেলায় অভিষেক: বিপক্ষ দক্ষিণ আফ্রিকা, বার্মিংহাম, ২০০৪-২০০৫

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ছুটির দিনে, দৈনিক প্রথম আলো, এপ্রিল ৮, ২০০৬
  2. "Sarkar dropped for Chittagong Test"Cricinfo। ২০০৪-১০-২২। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-২৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]