ব্যোমকেশ বক্সী (২০১৫-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্যোমকেশ বক্সী
ব্যোমকেশ বক্সী চলচ্চিত্রের পোস্টার
পরিচালকঅঞ্জন দত্ত
প্রযোজককৌস্তুভ রায়
অঞ্জন দত্ত
চিত্রনাট্যকারঅঞ্জন দত্ত
উৎসশরদিন্দু বন্দ্যোপাধ্যায় কর্তৃক 
কহেন কবি কালিদাস
শ্রেষ্ঠাংশেযীশু সেনগুপ্ত
শাশ্বত চট্টোপাধ্যায়
ঊষসী চক্রবর্তী
প্রিয়াঙ্কা সরকার
কৌশিক সেন
শান্তিলাল মুখোপাধ্যায়
সুরকারনীল দত্ত
চিত্রগ্রাহকইন্দ্রনীল মুখার্জী
সম্পাদকঅর্ঘ্যকমল মিত্র
প্রযোজনা
কোম্পানি
আর পি টেকভিশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড
অঞ্জন দত্ত প্রোডাকশন
মুক্তি
  • ১৬ অক্টোবর ২০১৫ (2015-10-16)
স্থিতিকাল১১০ মিনিট
দেশভারত ভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয়₹ ৭৫ লক্ষ
আয়₹ ১ কোটি ৩০ লক্ষ

ব্যোমকেশ বক্সী[১] ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা সাহিত্যের গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর উপর নির্মিত একটি ভারতীয় রহস্য-রোমাঞ্চ চলচ্চিত্র।[২] ছবিটি পরিচালনা করেন অঞ্জন দত্ত। এটি অঞ্জন দত্ত পরিচালিত ব্যোমকেশ বক্সী সিরিজের চতুর্থ চলচ্চিত্র।[৩] চলচ্চিত্রটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত কহেন কবি কালিদাস রচনার উপর নির্মিত হয়েছে।[৪][৫] আগের তিনটি চলচ্চিত্রে আবীর চট্টোপাধ্যায় ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করলেও, এবার যীশু সেনগুপ্ত সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

ছবিমুক্তি পরবর্তী প্রতিক্রিয়া[সম্পাদনা]

ছবিটি চলচ্চিত্র বোদ্ধাদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেলেও, সাধারণ দর্শকেরা এটাকে ভালভাবেই গ্রহণ করেছে।[৬][৭]

সিক্যুয়েল[সম্পাদনা]

২০১৬ সালে এর সিক্যুয়েল ব্যোমকেশ ও চিড়িয়াখানা মুক্তি পায়। এই চলচ্চিত্রেও যীশু সেনগুপ্ত ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করেছেন।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]