প্রিয়াঙ্কা সরকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রিয়াঙ্কা সরকার
২০১৬ সালে প্রিয়াঙ্কা
জন্ম (1990-12-31) ৩১ ডিসেম্বর ১৯৯০ (বয়স ৩৩)
কলকাতা, পশ্চিমবঙ্গ
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনহেরম্ব চন্দ্র কলেজ (বি.কম)
পেশাঅভিনেত্রী
দাম্পত্য সঙ্গীরাহুল ব্যানার্জী (বি. ২০১০–২০১৭)
সন্তান

প্রিয়াঙ্কা সরকার একজন বাঙালী চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী।[১][২] তিনি ছোট পর্দা দিয়ে অভিনয়ে পা রেখেছিলেন। আস্থা, খেলা, নানা রঙের দিনগুলি- র মতো একাধিক বাংলা ধারাবাহিকে কাজ করেছেন।‌ ২০০৮ সালের চিরদিনই তুমি যে আমার চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন এবং ব্যাপক জনপ্রিয়তা পান।[৩]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

১৯৯০ সালের ৩১ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন।[৩] ২০১০ সালে তিনি রাহুল ব্যানার্জীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৪] ২০১৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।[৫] সহজ ব্যানার্জী নামে তাদের একটি পুত্র সন্তান আছে।[৬][৭]

কর্মজীবন[সম্পাদনা]

তিনি ২০০৮ সালের রাহুল ব্যানার্জির বিপরীতে চিরদিনই তুমি যে আমার চলচ্চিত্রে মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন এবং দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়।

চলচ্চিত্র তালিকা[সম্পাদনা]

চলচ্চিত্র[সম্পাদনা]

বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক টীকা
টিবিএ লহো গৌরাঙ্গর নাম রে বিনোদিনী সৃজিত মুখোপাধ্যায় উৎপাদন
পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ গার্গী সুব্রত সেন উৎপাদন পরবর্তি
ধপ্পা অংশুমান প্রত্যুষ উৎপাদন পরবর্তি
২০২৪ অহল্যা অভিমন্যু মুখোপাধ্যায়
২০২৩ কুরবান শৈবাল মুখোপাধ্যায়
আবার বিবাহ অভিযান মালতী সৌমিক হালদার
মানবজমিন কুহু শ্রীজাত
২০২২ তোকে ছড়া বাঁচবো না সুজিত মন্ডল
কলকাতার হ্যারি রাজদীপ ঘোষ
২০২১ নির্ভয়া আরাত্রিকা অংশুমান প্রত্যুষ
অনুসন্ধান কমলেশ্বর মুখোপাধ্যায়
প্রতিঘাট রাজীব কুমার বিশ্বাস
২০২০ ইয়াতি প্রিয়াঙ্কা অমরপাল সিং ফৌজদার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
২০১৯ ফিল্টার কফি লিকার চা হিমেলী সেনগুপ্ত দেবারতি গুপ্তা
অন্দরকাহিনী প্রিয়াঙ্কা অর্ণব মিদ্দ্যা
বর্ণপরিচয় মালিনী মৈনাক ভৌমিক
বিবাহ অভিযান মালতী বিরসা দাশগুপ্ত
শঙ্কর মুদি অনিকেত চট্টোপাধ্যায়
২০১৮ নীলাঞ্জনা নীলাঞ্জনা অর্ক সিনহা
আমি বনাম তুমি মৈনাক ভৌমিক
ব্যোমকেশ গোত্র এমিলি অরিন্দম শীল
ক্রিসক্রস সুজি বিরসা দাশগুপ্ত
আলেয়া হুমায়ুন কবির
সুলতান: দ্য সেভিয়ার দিশা রাজা চন্দ
কবীর এসটিএফ অফিসার দময়ন্তী অনিকেত চট্টোপাধ্যায়
কায়া রাজিব চৌধুরী
২০১৭ ককপিট আফরিন হামিদি কমলেশ্বর মুখোপাধ্যায় অতিথী শিল্পী
ছায়া ও ছবি মৌ কৌশিক গাঙ্গুলি
যকের ধন সায়ন্তন ঘোষাল
চ্যাম্প শ্বতী রাজ চক্রবর্তী
বাজে ছবি রঞ্জনা অর্ণব পারিয়া
আমার আপনজন প্রিয়া রাজা চন্দ
২০১৬ ব্যোমকেশ ও চিড়িয়াখানা বনলক্ষী অঞ্জন দত্ত
সেলফি'র ফান্দে শ্রাবণী মানস বসু
পিছুটান অয়ন চক্রবর্তী টিভি চলচ্চিত্র
তদন্ত নিশা নীতীশ রায়
২০১৫ আরশিনগর মিসেস গুপ্তা/ নিজে অপর্ণা সেন
অ্যাবি সেন শ্রীরূপা অতনু ঘোষ
ব্যোমকেশ বক্সী ইন্দিরা অঞ্জন দত্ত
রাজকাহিনী লতা সৃজিত মুখার্জি
১৩ নং তারাচাঁদ লেন কমলেশ্বর মুখোপাধ্যায়
সোয়াদে আহলাদে অরিন্দম শীল
প্রতিদান-হীন স্মিতা রায় অভিষেক ঘোষ সংক্ষিপ্ত চলচ্চিত্র
রুম নং ১০৩ অনিকেত চট্টোপাধ্যায়
২০১৪ দ্য রয়েল বেঙ্গল টাইগার অপু রাজেশ গাঙ্গুলি
অভিশপ্ত নাইটি বিরসা দাশগুপ্ত
২০১৩ হইচই টুপুর দেবারতি গুপ্তা
একটি রাজনৈতিক হত্যাকাণ্ড অগ্নিদেব চট্টোপাধ্যায়
২০১২ ডামাডোল রিয়া মনোজ মিচিগান
না হন্যতে রিংগো ব্যানার্জী
হেমলক সোসাইটি হিয়া সৃজিত মুখার্জি
২০১১ কাগজের বউ কেতুকি বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়
২০১০ প্রতিধ্বনী শর্মিলা অনুপ সেনগুপ্ত
রান মেঘা স্বপন সাহা
বর বউ খেলা জগন্নাথ গুহ
যদি একদিন নিকিতা রিংগো ব্যানার্জী
শোন মন বলি তোমায় প্রদীপ সাহা
২০০৯ কেন কিছু কথা বলো না রাজশ্রী স্বপন সাহা
রিস্ক মিথি রিঙ্গো ব্যানার্জি
এই পৃথিবী তোমার আমার পূর্নিমা স্বপন সাহা
২০০৮ চিরদিনই তুমি যে আমার পল্লবী রাজ চক্রবর্তী

ওয়েব ধারাবাহিক[সম্পাদনা]

বছর সিরিজ ওটিটি চরিত্র রেফ
২০১৭ - ২০২১ হ্যালো! হইচই দেবলীনা শোম/নীনা
২০১৯ রহস্য রোমাঞ্চ সিরিজ হইচই
২০২২ মহাভারত হত্যাকাণ্ড হইচই রুকসানা আহমেদ
২০২৩ লজ্জা হইচই
ছোটলোক জি৫ মল্লিকা দাস

টেলিভিশন তালিকা[সম্পাদনা]

  • আস্থা [৩]
  • খেলা ( জি বাংলা )
  • নানা রেঞ্জার ডিঙ্গুলী
  • এবার জলসা রান্নাঘরে
  • মহানায়ক
  • এবার জলসা রান্নাঘরে (সিজন ২)
  • অভয়মঙ্গল (স্টার জলসার জন্য মহালয়ার বিশেষ টিভি অনুষ্ঠান)
  • সান বাংলা সুপার ফ্যামিলি (সান বাংলার জন্য রিয়েলিটি গেম শো)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Priyanka Sarkar"। bengalimovies.org। ২১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৪ 
  2. "Priyanka Sarkar filmography"। Gomolo। ২০ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১২ 
  3. "ব্যক্তিগত জীবন থেকে কেরিয়ার, জন্মদিনে রইল প্রিয়াঙ্কার কিছু অজানা তথ্য"Aaj Tak বাংলা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৯ 
  4. "Rahul is perfect: Priyanka"The Times of India। ২০১৭-০১-১১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৯ 
  5. Bangla, TV9 (২০২৩-০৮-০৩)। "Rahul-Priyanka: পোস্ট দেখেই খুশির মেজাজ ভক্তমনে, বিয়ের স্মৃতিতে ভাসলেন রাহুল"TV9 Bangla। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৯ 
  6. "In Pics: Priyanka celebrating son's birthday is the best thing you would see on internet today"The Times of India। ২০২০-১২-১৫। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৯ 
  7. "Rahul Arunoday Banerjee and Priyanka Sarkar's photo with son-shine Sohoj will melt your heart"The Times of India। ২০২২-১০-২৬। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]