ব্যবহারকারী আলাপ:Mony.bnn

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

বিষয়শ্রেণী নারী উইকিপিডিয়ান[সম্পাদনা]

প্রিয় মনি,

উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম আপনি নারী উইকিপিডিয়ান নামে একটি বিষয়শ্রেণী যোগ করেছেন। এজন্য অনেক ধন্যবাদ। বিষয়শ্রেণীটি আরও আগে থেকে থাকা উচিত ছিলো। যাই হোক আমি বিষয়শ্রেণীটি {{ব্যবহারকারী/নারী}} টেমপ্লেটের অন্তর্ভুক্ত করেছি তাই ঐ ব্যবহারকারী বক্স ব্যবহার করলে আলাদাভাবে আর বিষয়শ্রেণীটি পাতায় যোগের প্রয়োজন হবে না। আপনি চাইলে তাই বিষয়শ্রেণীটি আপনার পাতা থেকে বাদ দিতে পারেন। আপনার নিরলস অপদানের জন্য আবারও ধন্যবাদ। ‍‍— তানভির০৩:৪৬, ১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে অনেক ধন্যবাদ। উইকিপিডিয়ায় সাম্প্রতিক পরিবর্তন পাতায় কোন নারী উইকিপিডিয়ান না দেখে নিজেই কৌতুহলি হয়ে কিছু নারী উইকিপিডিয়ান এর খোঁজ করছিলাম। আর এখান থেকেই বিষয়শ্রেনী যোগ করার ব্যাপারে উৎসাহী হয়েছিলাম। --নাজরিন সুলতানা মনি (আলাপ) ০৯:১৫, ১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Mony.bnn। Bodhisattwa-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৫:৪৭, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৪৭, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ[সম্পাদনা]

সুধী,
শুভেচ্ছা নেবেন। অতি সম্প্রতি সম্প্রদায়ের আলোচনাসভায় বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ ও নীতিমালা বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনাটি শেষ হবে আগামী ২৯শে মার্চ। উক্ত বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ। --নাহিদ সুলতান (আলাপ) বুধবার ৭:২৪, ০২ মার্চ ২০১৬ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

পরিশ্রমী পদক
নারী উইকিপিডিয়ান এই মুহূর্তে বাংলা উইকিতে খুবই কম। আপনার অধ্যাবসায় এবং পরিশ্রম দেখে আমি অভিভুত। Nahid Hossain (আলাপ) ১৫:১৯, ১১ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ঠান্ডা পানি[সম্পাদনা]

আপনার জন্য এক গ্লাস ঠান্ডা পানি
অসহ্য এই গরমের দিনে উইকিপিডিয়ানদের ঠান্ডা পানি বিতরণ করে যাচ্ছেন দেখে মনে হচ্ছে আপনিও ক্লান্ত, তাই আপনার জন্য এক গ্লাস ঠান্ডা পানি দিলাম। কায়সার আহমাদ (আলাপ) ১৭:৩৯, ১৪ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য এক বাটি স্ট্রবেরি![সম্পাদনা]

আপনার জন্য শাহাদাত সায়েম (আলাপ) ০৪:০৩, ১৬ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি চিজবার্গার![সম্পাদনা]

সকালের ব্রেকফাস্ট শাহাদাত সায়েম (আলাপ) ০৬:৪২, ১৬ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

দলগত কাজের পদক
. Rifat Al Mahmud (আলাপ) ১০:০৯, ১৮ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী পরীক্ষক আবেদনে মতামত দিন[সম্পাদনা]

সুধী,
ব্যবহারকারী পরীক্ষক অধিকারের আবেদন পাতায় বর্তমানে তিনটি আবেদন উন্মুক্ত রয়েছে। আপনিও আপনার মতামত প্রদান করতে পারেন। এছাড়া আপনি ইচ্ছে করলে প্রার্থীদের প্রশ্নও জিজ্ঞেস করতে পারেন। আবেদনে মতামত প্রদান করা যাবে ১লা মে ২০১৬ পর্যন্ত। ধন্যবাদ।

নাহিদ সুলতান (আলাপ)
রবিবার ১৭:০৪, ২৪ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

রুশ বিপ্লব[সম্পাদনা]

রুশ বিপ্লব লেখাটি গুরুত্ব ও তথ্যের দিক দিয়ে বেশ বড় ও সেই সাথে সময় সাপেক্ষ নিবন্ধ। নিবন্ধটির কলেবর বৃদ্ধির সাথে সাথে প্রয়োজনিয় তথ্যসূত্র যোগ করা হবে। যেমনটি আজ করা হল। সুতরাং আপনার “তথ্যসূত্রহীন” নোটিশটি যদি আর প্রয়োজন না হয় তাহেল দয়াকরে সরিয়ে ফেলুন --মামুন (আলাপ) ১৬:৫৪, ৩০ এপ্রিল ২০১৬ (ইউটিসি)

বাংলা[সম্পাদনা]

এখানে যান: https://tools.wmflabs.org/intuition/#tab-settingsform । তালিকা থেকে ভাষা "bn - বাংলা" নির্বাচন করে Go ক্লিক করুন। ধন্যবাদ। --আফতাব (আলাপ) ১৪:০৯, ২৯ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

কী হবে?--নাজরিন সুলতানা (মনি) (আলাপ) ১১:৫৪, ৩০ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

হে হে, আপনার বড় ভাইও একই প্রশ্ন করছে। তেমন কিছু কিনা। এটা করলে https://tools.wmflabs.org/intuition/#tab-about এইগুলি ব্যবহার করলে ভাষা বাংলায় আসবে। সূত্রপূরণ নামে একটি সরঞ্জাম যে ব্যবহার করছেন সেটিও। সরঞ্জামের দেয়া স্বয়ংক্রিয় সারাংশ দেখেই বুঝছি আপনার এগুলির ভাষা হিসেবে বাংলা নির্ধারন করে নাই। ভাষা বাংলা হলে সারাংশ এমন আসবে সূত্রপূরণ ব্যবহার করে 1টি তথ্যসূত্র পূরণ করা হয়েছে। আরেকটি বিষয়: তথ্যসূত্র যদি ইংরেজিতে হয় তাহলে উদ্ধৃতি টেমপ্লেটে কষ্ট করে | language=ইংরেজি যোগ করে দিবেন। ধন্যবাদ। --আফতাব (আলাপ) ১৪:৫৯, ৩০ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

কাজ চলছে[সম্পাদনা]

সম্মানীয় আপা

যখন কোনও নিবন্ধ সম্পূর্ণ না হওয়াই [[টেমপ্লেট:কাজ চলছে|কাছ চলছে]] টেমপ্লেটটি যুক্ত করবেন তারপর যতক্ষণ নিবন্ধটি সম্পূর্ণ না করছেন ততক্ষণ আন্তঃউইকি সংযোগ না দেওয়াই ভালো। সম্পাদনা চালিয়ে যান! ধন্যবাদজ্ঞাপক আমি পরমাণু আলাপ ১২:২৪, ৩০ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

@আজিজ:আজিজ ভাই, এই রকম কোন নিয়ম নেই। বরং আমি সব সময় আন্তঃউইকি সংযোগ করার পরামর্শ দেই। --আফতাব (আলাপ) ১৪:৫৯, ৩০ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
আফতাবদা আপনার মতামতের জন্য ধন্যবাদ! এই নিয়ম আমিও উইকির কোথাও দেখিনি, সেজন্যই আমি "সংযোগ না দেওয়াই ভালো" বলেছিলাম, কারণ অসম্পূর্ণ পাতাগুলি দেখতে খারাপলাগে বটে। আবারও ধন্যবাদ:) পরমাণু আলাপ ১৫:০৫, ৩০ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
অনেকদিন পরে বার্তাটি খেয়াল করলাম। আন্তঃউইকি সংযোগ দেওয়ার একটা উপকারিতা আছে। উন্নয়ন করার সময়ে ইংরেজী নিবন্ধ থেকে অনেক তথ্যই নেওয়া যায়। তাই আন্তঃউইকি সংযোগ দিলে সমস্যা দেখি না। --নাজরিন সুলতানা (মনি) (আলাপ) ১৮:২৭, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

দলগত কাজের পদক
উইকিপিডিয়ায় আপনাকে বিবিসি ১০০ নারী অনলাইন এডিটাথন/২০১৬ এ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি । বিভিন্ন ক্ষেত্রে সফল এবং আলোচিত নারীদের শিরোনামে এক বা একাধিক নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Nahid Hossain (আলাপ) ০৭:১৯, ৯ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)[সম্পাদনা]

সুপ্রিয় Mony.bnn,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া:বৈশ্বিক আচরণবিধি নির্দেশনা তৈরিতে মতামত দিন[সম্পাদনা]

সুধী, উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে যাঁরা কাজ করেন তাঁদের জন্য আরো সুন্দর ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরির লক্ষ্যে বৈশ্বিক একটি ‘নৈতিক দিকনির্দেশনা’ বা ‘বৈশ্বিক আচরণবিধি নির্দেশনা’ তৈরির জন্য সকল সম্প্রদায়ের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আপনার মতামত প্রয়োজন। হ্যাঁ বা না লিখে মতামত দিতে দয়া করে এই গুগল ফর্মে (ফর্ম লিংক) ক্লিক করুন। ধন্যবাদ। (গোপনীয়তা নীতি) নাহিদ, রবিবার ১১:৫৮, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় Mony.bnn,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সর্বজনীন আচরণবিধির প্রয়োগ সংক্রান্ত আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ[সম্পাদনা]

সুধী,

আপনি হয়তো জেনে থাকবনে যে, উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার সকল অনলাইন ও অফলাইন প্রকল্পে অংশগ্রহণকারীদের একটি সুস্থ, সুন্দর, ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে উইকিমিডিয়া ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টি কর্তৃক সর্বজনীন আচরণবিধি নীতিমালা অনুমোদিত হয়েছে (অনুমোদিত নীতিমালা)। অনুমোদনের পর বর্তমানে এই নীতিমালার কীভাবে সুষ্ঠ ও কার্যকরভাবে প্রয়োগ করা যেতে পারে, ও সেক্ষেত্রে উইকিমিডিয়ার স্বেচ্ছাসেবী ও উইকিমিডিয়া ফাউন্ডেশন কী ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা চলমান। আপনাকে তাই এই আলোচনায় অংশ নিতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

আপনি বিভিন্নভাবে আলোচনায় অংশ নিতে পারেন।

প্রথমত, বাংলা উইকিপিডিয়ায় নির্দিষ্ট আলোচনা পাতা: উইকিপিডিয়া:সর্বজনীন আচরণবিধি সংক্রান্ত আলোচনা/নীতিমালার প্রয়োগ। এই পাতায় আপনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আলোচনায় অংশ নিতে পারেন। এখানে কতোগুলো প্রশ্ন রয়েছে যেটির উত্তর দেওয়ার মাধ্যমে ও বাড়তি কোনো বিষয়ে মতামত প্রদানের মাধ্যমে আপনি এই প্রক্রিয়ায় অংশ নিয়ে আমাদের সাহায্য করতে পারেন। এছাড়াও আপনি নীতিমালার বিষয়েও আপনার সমর্থন/বিরোধিতা বা মতামত ব্যক্ত করতে পারেন।

দ্বিতীয়ত, এছাড়াও আপনি যদি নামহীন ও গোপনীয়তার সাথে আপনার মতামত জানাতে চান তবে এই বিষয়ক একটি অনলাইন জরিপে অংশ নিতে পারেন। জরিপটি খুব বড়ো নয় এবং এটিতে অংশ নিতে সর্বোচ্চ ১০ মিনিট সময় ব্যয় করা লাগতে পারে।

এছাড়ও আপনি চাইলে এই বার্তার উত্তর দেওয়ার মাধ্যমে বা আমাকে ই-মেইল করার মাধ্যমেও আপনার মতামত জানাতে পারে। অনেক সময় এ ধরনের বিষয়ে প্রকাশ্যে অভিযোগ দায়ের করা বা আলোচনা করা সম্ভব হয় না, আর সে বিষয়ে আমরা সম্পূর্ণ সচেতন। তাই যদি আপনি ইমেইল বা জরিপের মাধ্যমে আপনার মতামত প্রদান করে চান তবে তা করতে পারেন।

উইকিমিডিয়ার সকল স্থানে সবার সুন্দর ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে আপনার মতামত খুব-ই জরুরী। তাই আশা করি এটি অংশ নেওয়ার মাধ্যমে আপনি আমাদের এই উদ্দেশ্য সফলে ভূমিকা রাখবেন।

আপনাকে ধন্যবাদ। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন।

তানভির রহমান (আলাপ) ০৯:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় Mony.bnn,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]