প্রজ্ঞা (বৌদ্ধ ভিক্ষু)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রজ্ঞা
চীনা নাম
চীনা 般若三藏
আরও যে নামে পরিচিত:
চীনা 般若
সংস্কৃত নাম
সংস্কৃতप्रज्ञा

প্রজ্ঞা (চীনা: 般若三藏 or 般若; ফিনিন: Bōrě Sāncáng or Bō Rě, ৭৩৪[১]) হলেন খ্রিস্টীয় নবম শতাব্দীর একজন বৌদ্ধ ভিক্ষু। তিনি অধুনা আফগানিস্তানের গান্ধার অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি তাং রাজবংশের রাজত্বকালে চীনে যান এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কৃত সূত্র চীনা ভাষায় পুনঃঅনুবাদ করেন। চীনে তীর্থযাত্রাকালে জাপানি ভিক্ষু কুকাইয়ের সাথে প্রজ্ঞার বন্ধুত্ব হয়েছিল বলে উল্লেখ করা হয়। কুকাই শিঙ্গন বৌদ্ধধর্মের ভবিষ্যৎ প্রবক্তা ছিলেন। তিনি কুকাইকে সংস্কৃতের মূল উৎসগুলো পড়তে ও বুঝতে সাহায্য করেছিলেন।

সৃষ্টিকর্ম[সম্পাদনা]

তার প্রধান কাজগুলো হল

  • আবতংসক সূত্র (চীনা: 華嚴經)
  • প্রজ্ঞাপারমিতাহৃদয় (চীনা: 大乘理趣六波羅密多經)
  • জাতকের ধ্যানের মহায়ন সূত্র (চীনা: 大乘本生心地觀經)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "般若"buddhaspace.org। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২০ 

আরও পড়ুন[সম্পাদনা]