বিষয়বস্তুতে চলুন

দক্ষিণ কোরিয়া জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩
দলের লোগো
ডাকনাম태극전사 (থেগোক যোদ্ধা)
아시아의 호랑이 (এশিয়ার বাঘ)
অ্যাসোসিয়েশনকোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচকিম হাক-বুম
অধিনায়কলি সাং-মিন
সর্বাধিক ম্যাচকুম দু-হেয়ন (৪৩)
শীর্ষ গোলদাতালি দুং-গুক (২০)
মাঠবিভিন্ন
ফিফা কোডKOR
ওয়েবসাইটwww.kfa.or.kr
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
প্রথম আন্তর্জাতিক খেলা
 দক্ষিণ কোরিয়া ৫–০ ইন্দোনেশিয়া 
(মাসান, দক্ষিণ কোরিয়া; ২৪ মার্চ ১৯৯১)[]
বৃহত্তম জয়
 দক্ষিণ কোরিয়া ১০–০ ফিলিপাইন 
(সিউল, দক্ষিণ কোরিয়া; ১৮ মে ১৯৯১)
 দক্ষিণ কোরিয়া ১০–০ মাকাও 
(হো চি মিন সিটি, ভিয়েতনাম; ১৯ জুলাই ২০১৭)
গ্রীষ্মকালীন অলিম্পিক
অংশগ্রহণ৮ (১৯৯২-এ প্রথম)
সেরা সাফল্য ব্রোঞ্জ পদক (২০১২)
এশিয়ান গেমস
অংশগ্রহণ৫ (২০০২-এ প্রথম)
সেরা সাফল্য স্বর্ণ পদক (২০১৪, ২০১৮)
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ
অংশগ্রহণ৪ (২০১৩-এ প্রথম)
সেরা সাফল্য চ্যাম্পিয়ন (২০২০)

দক্ষিণ কোরিয়া জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (ইংরেজি: South Korea national under-23 football team; যা দক্ষিণ কোরিয়া অলিম্পিক ফুটবল দল অথবা দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ নামেও পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২৩ দল, যার সকল কার্যক্রম দক্ষিণ কোরিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ১৯৯১ সালের ২৪শে মার্চ তারিখে, দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; দক্ষিণ কোরিয়ার মাসানে অনুষ্ঠিত উক্ত ম্যাচে দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া অনূর্ধ্ব-২৩ দলকে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

এশিয়ার বাঘ নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন কিম হাক-বুম এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন সিউল ই-ল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড় লি সাং-মিন। দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ এপর্যন্ত ৮ বার গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়লাভ করা।

লি কি-হিউং, কিম জুং-উ, চোই সুং-কুক, হাওং উই-জো এবং মুন চাং-জিনের মতো খেলোয়াড়গণ দক্ষিণ কোরিয়ার অনূর্ধ্ব-২৩ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

গ্রীষ্মকালীন অলিম্পিক

[সম্পাদনা]
গ্রীষ্মকালীন অলিম্পিক
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
ফ্রান্স ১৯০০ অংশগ্রহণ করেনি
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯০৪
যুক্তরাজ্য ১৯০৮
সুইডেন ১৯১২
বেলজিয়াম ১৯২০
ফ্রান্স ১৯২৪
নেদারল্যান্ডস ১৯২৮
জার্মানি ১৯৩৬
যুক্তরাজ্য ১৯৪৮ কোয়ার্টার-ফাইনাল ৮ম ১৫
ফিনল্যান্ড ১৯৫২ অংশগ্রহণ করেনি
অস্ট্রেলিয়া ১৯৫৬ উত্তীর্ণ হয়নি
ইতালি ১৯৬০
জাপান ১৯৬৪ গ্রুপ পর্ব ১৪তম ২০
মেক্সিকো ১৯৬৮ উত্তীর্ণ হয়নি
পশ্চিম জার্মানি ১৯৭২
কানাডা ১৯৭৬
সোভিয়েত ইউনিয়ন ১৯৮০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৮৪
দক্ষিণ কোরিয়া ১৯৮৮ গ্রুপ পর্ব ১১তম
স্পেন ১৯৯২ গ্রুপ পর্ব ১১তম
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৬ গ্রুপ পর্ব ১১তম
অস্ট্রেলিয়া ২০০০ গ্রুপ পর্ব ৯ম
গ্রিস ২০০৪ কোয়ার্টার-ফাইনাল ৬ষ্ঠ
চীন ২০০৮ গ্রুপ পর্ব ১০ম
যুক্তরাজ্য ২০১২ ৩য় স্থান নির্ধারণী ৩য়
ব্রাজিল ২০১৬ কোয়ার্টার-ফাইনাল ৫ম ১২
জাপান ২০২০ অনির্ধারিত
মোট ১টি ব্রোঞ্জ পদক ১০/২৬ ৩৪ ১০ ১৩ ১১ ৪০ ৬৫

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Yoon, Hyung-jin (২৯ এপ্রিল ২০০৬)। "South Korea - International Results U-23 (Olympic) Team [South Korea (5) – Indonesia (0)]"। RDFC। ২৪ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]