গ্যাংস অব নিউ ইয়র্ক
অবয়ব
গ্যাংস অফ নিউ ইয়র্ক | |
---|---|
পরিচালক | মার্টিন স্কোরসেজি |
প্রযোজক | আলবার্টো গ্রিমাল্ডি হার্ভে ওয়েনস্টেইন |
রচয়িতা | জে কক্স স্টিভেন জেইলিয়ান কেনেথ লনেরগান |
শ্রেষ্ঠাংশে | লিওনার্ডো ডিক্যাপ্রিও ড্যানিয়েল ডে-লুইস ক্যামেরন ডায়াজ জন সি. রেইলি হেনরি থমাস জিম ব্রডবেন্ট লায়াম নেসন ব্রেন্ডেন গ্লিসন বারবারা বুশে |
সুরকার | হাওয়ার্ড শোর |
চিত্রগ্রাহক | মাইকেল বলহজ |
সম্পাদক | থেলমা শুনমেকার |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | মিরাম্যাক্স ফিল্মস (যুক্তরাষ্ট্র) এন্টারটেনইমেন্ট ফিল্ম ডিস্ট্রিবিউটরস (যুক্তরাজ্য) |
মুক্তি | ২০ ডিসেম্বর, ২০০২ |
স্থিতিকাল | ১৬৬ মিনিট |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $ ৯ কোটি ৭০ লক্ষ |
আয় | $ ১৯,৩৭,৭২,৫০৪ |
গ্যাংস অফ নিউ ইয়র্ক (ইংরেজি: Gangs of New York) হচ্ছে ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন ঐতিহাসিক চলচ্চিত্র, যা মূলত ১৯ শতকের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের ফাইফ পয়েন্ট এলাকাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন মার্টিন স্কোরসেজি, এবং চিত্রনাট্য লিখেছেন জে কক্স, স্টিভেন জেলিয়ান, এবং কেনেথ লনেরগান। চলচ্চিত্র তৈরি হয়েছে লেখক হার্বার্ট অ্যাশবুরির ১৯২৮ সালের বই দ্য গ্যাংস অফ নিউ ইয়র্ক অনুসারে। চলচ্চিত্রটির চিত্রধারণ হয়েছে ইতালির রোমে, এবং এটির বিপণনে ছিলো মিরাম্যাক্স ফিল্মস। চলচ্চিত্রটি ২০০৩ সালে সেরা চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলো।
শ্রেষ্ঠাংশে অভিনয়
[সম্পাদনা]- লিওনার্ডো ডিক্যাপ্রিও — অ্যামস্টার্ডাম ভ্যালন
- ড্যানিয়েল ডে-লুইস — উইলিয়াম ‘বিল দ্য বুচার’ কাটিং
- ক্যামেরন ডায়াজ — জেনি এভারডিন
- লিয়াম নিসন — ‘প্রিস্ট’ ভ্যালন
- জিম ব্রডবেন্ট — উইলিয়াম ‘বস’ টুইড
- হেনরি থমাস — জনি সিরোক্কো
- ব্রেন্ডেন গ্লিসন — ওয়াল্টার ‘মঙ্ক’ ম্যাকগিন
- গ্যারি লুইস — ম্যাকগ্লোয়েন
- জন সি. রেইলি — হ্যাপি জ্যাক মলরেনি
- স্টিফেন গ্র্যাহাম — শ্যাং
- ল্যারি জিলিয়ার্ড জুনিয়র — জিমি স্পয়েলস
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিউক্তিতে গ্যাংস অফ নিউ ইয়র্ক সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।
- দাপ্তরিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে গ্যাংস অব নিউ ইয়র্ক (ইংরেজি)
- অলমুভিতে Gangs of New York (ইংরেজি)
- রটেন টম্যাটোসে Gangs of New York (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে Gangs of New York (ইংরেজি)
বিষয়শ্রেণীসমূহ:
- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ২০০২-এর চলচ্চিত্র
- মার্কিন চলচ্চিত্র
- ঐতিহাসিক চলচ্চিত্র
- মহাকাব্যিক চলচ্চিত্র
- ২০০০-এর দশকের অপরাধ নাট্য চলচ্চিত্র
- গ্যাংস্টার চলচ্চিত্র
- মিরাম্যাক্সের চলচ্চিত্র
- মার্টিন স্কোরসেজি পরিচালিত চলচ্চিত্র
- রোমে ধারণকৃত চলচ্চিত্র
- নিউ ইয়র্ক শহরের পটভূমিতে চলচ্চিত্র
- মার্কিন অপরাধ নাট্য চলচ্চিত্র
- ২০০০-এর দশকের মার্কিন চলচ্চিত্র
- ২০০০-এর দশকের ইংরেজি ভাষার চলচ্চিত্র
- মার্কিন গৃহযুদ্ধের চলচ্চিত্র
- মার্কিন মহাকাব্যিক চলচ্চিত্র
- বাফটা বিজয়ী (চলচ্চিত্র)
- রোমান ক্যাথলিকবাদ সম্পর্কিত চলচ্চিত্র
- মার্কিন লেখকের কাজ অবলম্বনে চলচ্চিত্র
- শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে গোল্ডেন গ্লোব বিজয়ী চলচ্চিত্র
- টাচস্টোন পিকচার্সের চলচ্চিত্র