বিষয়বস্তুতে চলুন

গিরিডি

স্থানাঙ্ক: ২৪°১১′ উত্তর ৮৬°১৮′ পূর্ব / ২৪.১৮° উত্তর ৮৬.৩° পূর্ব / 24.18; 86.3
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গিরিডি
শহর
উপর থেকে:
শিখরজী পরসনাথ, উসরি জলপ্রপাত
গিরিডি ঝাড়খণ্ড-এ অবস্থিত
গিরিডি
গিরিডি
গিরিডি ভারত-এ অবস্থিত
গিরিডি
গিরিডি
ভারতের ঝাড়খণ্ডের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১১′ উত্তর ৮৬°১৮′ পূর্ব / ২৪.১৮° উত্তর ৮৬.৩° পূর্ব / 24.18; 86.3
দেশ ভারত
রাজ্যঝাড়খণ্ড
জেলাগিরিডি জেলা
নামকরণের কারণপাহাড় দ্বারা বেষ্টিত (গিরি)
আয়তন
 • মোট৮৭.৪ বর্গকিমি (৩৩.৭ বর্গমাইল)
উচ্চতা২৮৯ মিটার (৯৪৮ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট১,৪৩,৫২৯
 • জনঘনত্ব১,৬০০/বর্গকিমি (৪,৩০০/বর্গমাইল)
ভাষাসমূহ (*ভাষার বিস্তারিত বিবরণের জন্য দেখুন গিরিডি ব্লক#ভাষা ও ধর্ম)
 • সরকারিহিন্দি, উর্দু
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
পিন৮১৫৩০১
টেলিফোন কোড০-৬৫৩২
যানবাহন নিবন্ধনজেএইচ-১১
ওয়েবসাইটwww.giridih.nic.in

গিরিডি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার সদর দফতর। গিরিডির আক্ষরিক অর্থ পাহাড় এবং পাহাড়ের জমি - গিরি, একটি হিন্দি শব্দ, এর অর্থ পাহাড় এবং ডিহ, স্থানীয় উপভাষার অপর একটি শব্দ, এর ভূমি নির্দেশ করে। ১৯৭২ সালের আগে, গিরিডি হাজারীবাগ জেলার অংশ ছিল।

গিরিডি জাতীয় নমুনা সমীক্ষা অফিসের (এনএসএসও) ডেটা প্রসেসিং বিভাগের (ডিপিডি) ছয়টি ডেটা প্রসেসিং সেন্টারের মধ্যে একটি।

ইতিহাস

[সম্পাদনা]

খনিজ পদার্থ

[সম্পাদনা]

গিরিডি ভূমি কয়লা সমৃদ্ধ, এবং একবার গিরিডিহ মিকা শিল্প দ্বারা বৃদ্ধি করা হয় যা প্রধানত জাপানে রপ্তানি করা হয়। গিরিডিতে কয়লার অনেক ছোট-বড় খনি পাওয়া গেছে।

ভূগোল

[সম্পাদনা]

জলবায়ু

[সম্পাদনা]

গিরিডিতের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকে। অক্টোবর থেকে মার্চের মধ্যে শীতের মৌসুমে এটি মনোরম। এপ্রিল থেকে শুরু হওয়া গ্রীষ্মকালীন মৌসুম সাধারণত গরম থাকে, যখন তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বেড়ে যায় তখন মে উষ্ণ হয়। প্রায়ই উচ্চ তাপমাত্রা উচ্চ আর্দ্রতা মাত্রা সঙ্গে হয়, বিশেষ করে জুন মাসে যখন প্রাক বর্ষার বৃষ্টিপাত হয়। জুলাই এবং আগস্ট মাসে সর্বাধিক বৃষ্টিপাত হয়, এবং বর্ষাকাল অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকে।

সরকার ও রাজনীতি

[সম্পাদনা]

পরিবহণ

[সম্পাদনা]

জনসংখ্যা

[সম্পাদনা]

পরিকাঠামো

[সম্পাদনা]

অর্থনীতি

[সম্পাদনা]

সংস্কৃতি

[সম্পাদনা]

শিক্ষা

[সম্পাদনা]

পর্যটন

[সম্পাদনা]

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]
  • অনুরাগ আনন্দ - গিরিডিতে জন্মগ্রহণ করেন।তিনি পরিচালক এবং প্রযোজক; যিনি বিবিসি, চ্যানেল ৪, ন্যাশনাল জিওগ্রাফিক এবং ডিসকভারি মতো আন্তর্জাতিক বড় মাপের চ্যানেলের জন্য বিভিন্ন ডকুমেন্টারি এবং টেল শো তৈরি করেছেন। তিনি ইনকেইনজিনিয়াস মিডিয়া নামে একটি প্রোডাকশন হাউসের মালিক যা লন্ডনে সদর দপ্তর রয়েছে।
  • স্যার জগদীশ চন্দ্র বসু তাঁর শেষ দিনগুলো গিরিডিতে কাটিয়েছেন এবং স্যার জে.সি. বসু গার্লস হাই স্কুলটির নাম রাখা হয়েছে তাঁর সম্মানার্থে। তিনি গিরিডিতে মারা যান। তাঁর তৎকালীন আবাসটি বর্তমানে "বিহার কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি" পরিচালিত "বিজ্ঞান কেন্দ্র" নামে পরিচিত।
  • জ্ঞান চন্দ্র ঘোষ পুরুলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন এবং গিরিডি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন, সেখান থেকে তিনি ১৯০৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পাস করেন। তিনি একজন বিজ্ঞানী ছিলেন এবং ভারতে বিজ্ঞান এবং প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের প্রথম পরিচালক,ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের পরিচালক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
  • সাহিত্যিক এবং নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরও গিরিডি-এতে কিছু সময় অতিবাহিত করেন। তিনি তাঁর গিরিডিতে অবস্থানকালের সময় ১৯০৪ সালে তার "শিবাজী উৎসব" লিখেছিলেন। যে বাড়িতে তিনি বাস করতেন, দাওয়াসিকা ভবন, এখনও গিরিডিতে রয়েছে।
  • চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়, যিনি ভারত থেকে অস্কার প্রাপ্তদের একজন, গিরিডিতে তার শৈশব অতিবাহিত করেন। তিনি তার কাল্পনিক চরিত্রের চিত্রনাট্য (বৈজ্ঞানিক কল্পকাহিনী বইয়ের একটি সিরিজ আবির্ভূত), বিজ্ঞানী প্রোফেসর শঙ্কু উসরি নদীর পাশে গিরিডিতে অবস্থান করছেন।।
  • কৃষ্ণ বল্লভ সহায় গিরিডি নির্বাচনী এলাকা থেকে বিহার বিধানসভার নির্বাচিত সদস্য ছিলেন, যার মধ্যে তিনি ১৯৬৩-৬৭ সালে অবিভক্ত বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
  • বাবুলাল মারান্ডি গিরিডি জেলার তিসরি ব্লকের অন্তর্গত একটি প্রত্যন্ত কোডিয়া ব্যাংক গ্রামে জন্মগ্রহণ করেন।[] তিনি ঝাড়খণ্ডের প্রথম মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক দল ঝাড়খণ্ড বিকাশ মোর্চার (প্রজাতান্ত্রিক) প্রতিষ্ঠাতা ছিলেন।[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "MP Biodata Government of India"। India.gov.in। ২২ মে ২০০৬। ১১ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১২-০১ 
  2. "Giant-killer will be Jharkhand CM"। Rediff.com। ১৪ নভেম্বর ২০০০। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১২-০১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • বিজ্ঞান কেন্দ্র