খ্রিস্টীয় আত্মপক্ষসমর্থন
অবয়ব
খ্রিস্টধর্ম |
---|
ধারাবাহিক নিবন্ধের অংশ |
খ্রীষ্টীয় প্রবেশদ্বার |
খ্রীষ্টীয় আত্মপক্ষসমর্থন (গ্রিক: ἀπολογία, “মৌখিক প্রতিরক্ষা, প্রতিরক্ষামূলক বক্তব্য”)[১] হল খ্রীষ্টান ধর্মতত্ত্বের একটি শাখা যেটি খ্রিস্ট ধর্মকে সমালোচনা বা আপত্তির মুখে প্রতিরোধ করে।[২]
খ্রীষ্টান আত্মপক্ষসমর্থকরা বিগত শতাব্দীগুলোতে নানা বিভিন্ন রূপ নিয়েছেন, প্রারম্ভিক মণ্ডলীর প্রেরিত পৌল এবং কুলপিতা লেখক অরিগেন, অগাস্টিন অব হিপো, সাক্ষী জাস্টিন, টেরটুলিয়ান থেকে শুরু করে পরবর্তীতে স্কলাস্টিক যুগের লেখক টমাস আকুইনাস, ডান্স স্কোটাস, উইলিয়াম অব ওকহাম, আনসেল্ম অব ক্যান্টবেরি পর্যন্ত।
আলোকিত যুগের পূর্বে ব্লেজ পাস্কাল ছিলেন একজন সক্রিয় আত্মপক্ষসমর্থক। আধুনিক যুগে বিভিন্ন লেখক যেমন জি. কে. চেস্টারটন, সি. এস. লুইস, জি. এ. এম. অ্যান্সকম্ব প্রমুখেরা খ্রীষ্টধর্মকে প্রতিরোধ করার প্রচেষ্টা করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ἀπολογία"। Blue Letter Bible-Lexicon। সংগ্রহের তারিখ ৭ মে ২০১২।
- ↑ "Meaning of apologetics"। Catholic Encyclopedia। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৬।