পিতা ঈশ্বর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাফায়েলের বিখ্যাত চিত্রকর্ম যিহিষ্কেলের পবিত্র আত্মা দর্শন (১৫১৮)

পিতা ঈশ্বর হল বিভিন্ন ধর্মে, বিশেষত খ্রিস্টধর্মে, ঈশ্বরকে সম্বোধনসূচক একটি উপাধি। মূলধারার ত্রিত্ববাদী খ্রিস্টধর্মে, পিতা ঈশ্বরকে ত্রিত্বের প্রথম ব্যক্তি গণ্য করা হয়, এরপর রয়েছেন দ্বিতীয় ব্যক্তি পুত্র ঈশ্বর ও তৃতীয় ব্যক্তি পবিত্র আত্মা ঈশ্বর[১] দ্বিতীয় শতাব্দী থেকে খ্রীষ্টীয় ধর্মবিশ্বাসে পিতা ঈশ্বরে বিশ্বাস অন্তর্ভুক্ত হয়, প্রধানত পিতা ও মহাবিশ্বের স্রষ্টা হিসেবে তাঁর ক্ষমতার জন্য।[২]

ত্রিত্বের একটি রূপায়ণ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gilles Emery (২০১১)। The Trinity: An Introduction to Catholic Doctrine on the Triune God। Catholic University of America Press। আইএসবিএন 978-0-8132-1864-9 
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; kelly নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি