কাউয়া
কাউয়া হলো একটি রাজনৈতিক গালি যা দ্বারা ধুরন্ধর রাজনীতিবিদদের বুঝানো হয়ে থাকে।[১] শব্দটি সর্বপ্রথম বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ব্যবহার করেন। পরবর্তীতে শব্দটি রাজনৈতিক অঙ্গনে বা কাউকে হেয় করার জন্য একে অপরকে উদ্দেশ্য করে গালি দিতে ব্যবহার হতে দেখা যায়।[২][৩][৪][৫]
শব্দটির মূল অর্থ ও প্রয়োগ
কাউয়া মূলত আঞ্চলিক ভাষা, যা কাকের সমর্থক। পাখিকুলের মধ্যে কাক সাধারণত চালাক বেশি হয়। এজন্য কাউয়া বা কাককে আঘাত করা বা শিকার করা কঠিন। ঠিক তেমনি রাজনীতিতে কিছু ধুরন্ধর ব্যক্তি থাকে। তারা রাজনৈতিক সুবিধা নেয়ার জন্য ক্ষমতার পালাবদলে নিজেদের রূপও পরিবর্তন করে। বাংলাদেশ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিলেটের এক জনসভায়, দলে এ ধরনের ধুরন্ধর অনুপ্রবেশকারীদের কাউয়া বলে সম্বোধন করেন। এরপর থেকে তার দেয়া উপাধি অনুযায়ী দলে অনুপ্রবেশকারীদের 'কাউয়া' বলে অভিহত করে দলের ত্যাগী নেতারা।[৬][৭] বিএনপিও শব্দটিকে একই অর্থে অর্থাৎ তাদের দলে ধুরন্ধর অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে ব্যবহার করে থাকে।[৮] ওমর সানী শিল্পীদের ক্ষেত্রেও কাউয়া শব্দটি ব্যবহার করেছেন।[৯] নায়িকা পরীমনি ও শরিফুল রাজ এর ক্ষেত্রেও শব্দটি ব্যবহার হতে দেখা যায়।[১০]
রাজনৈতিক অঙ্গনে কাউয়া
বিভিন্ন রাজনৈতিক দল শব্দটি দ্বারা ওবায়দুল কাদেরকে কালো কাকের সাথে তুলনা করে গালি দেয় এবং তাকে উল্লেখ করে।[১১][২]
অন্যান্য ক্ষেত্রে ব্যবহার
কাউয়া শব্দটি যে কোনো ধুরন্ধর, চালাক ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়।[১২]
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ "কাউয়া থেকে সাবধান: পার্থ"। দৈনিক আগামীর সময়। ২০১৮-০২-১৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ সরকার, বিজন। "'কাউয়া' তত্ত্বের সাতকাহন"। bdnews24.com। ২০২৩-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৮।
- ↑ অর্ণব, আব্দুর রশিদ (২০১৭-০৩-২৫)। "কাদেরের মুখে আবারও 'কাউয়া'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৮।
- ↑ "সাভারে কাউয়া বিরোধী পোস্টার"। bd-journal.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৮।
- ↑ "আওয়ামী লীগে কাউয়া বৃত্তান্ত"। বাংলাদেশ প্রতিদিন। ২০১৭-০৪-০২। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৮।
- ↑ কাউয়া, কাউয়া (৮ আগস্ট ২০২৩)। "দার কাউয়া"। www.jagonews24.com। Archived from the original on ১০ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৩।
- ↑ "'বিলবোর্ডে লেখা, দাড় কাউয়া মুক্ত আওয়ামী লীগ চাই'"। amarsangbad.com। ২০১৮-০২-১৭। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৮।
- ↑ "বিএনপিতেও হাইব্রিড-কাউয়া নিয়ে তোলপাড়!"। সময় এখন। ২০২১-০৪-০৭। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৮।
- ↑ "কাদের 'কাউয়া শিল্পী' বললেন ওমর সানী"। আরটিভি। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৮।
- ↑ "'রাজ-পরীমনি কাউয়া, ওদের সংসার টিকবে না'"। www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৮।
- ↑ "বিএনপির জনসভায় একটি নাম নিলে, সকলে বলে-কাউয়া কাউয়া কাউয়া : হেলেন জেরিন খান"।
- ↑ "কাউয়া একাত্তরে ছিল, পঁচাত্তরে ছিল, এখনো আছে : কাদের"। এনটিভি। ২০১৭-০৩-২৫। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৮।