কমান্ডো (বাংলাদেশী চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কমান্ডো
পরিচালকশামীম আহমেদ রনি
প্রযোজকসেলিম খান
শ্রেষ্ঠাংশে
প্রযোজনা
কোম্পানি
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কমান্ডো হচ্ছে একটি আসন্ন বাংলাদেশী মারপিট থ্রিলার চলচ্চিত্র।[১] চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি এবং শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভারতের অভিনেতা দেব অধিকারীজাহারা মিতু। চলচ্চিত্রটি দেব অভিনীত প্রথম বাংলাদেশী চলচ্চিত্র হিসাবে উল্লেখযোগ্য। চলচ্চিত্রটি বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়।[২] ২০২০ সালের ১১ মার্চ কলকাতায় এটির চিত্রগ্রহণ শুরু হয়।[৩]

অভিনয়[সম্পাদনা]

প্রচারণা[সম্পাদনা]

চলচ্চিত্রটির প্রথম বর্ণন প্রকাশ করা হয় ২০২০ সালের ১১ মার্চ।[৩] এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এটির ২য় বর্ণন প্রকাশ করা হয়।[৪]

মুক্তি[সম্পাদনা]

চলচ্চিত্রটি ২০২০ সালের ঈদুল আযহায় মুুুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু এবছর করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে এটির চিত্রগ্রহণ বন্ধ হয়ে যায়, ফলে চলচ্চিত্রটি আর মুক্তি দেয়া সম্ভব হয়নি।[৫]

সমালোচনা[সম্পাদনা]

২০২০ সালের ২৫ ডিসেম্বর চলচ্চিত্রটির টিজার প্রকাশ করা হয়। যেখানে কালিমা খচিত কালো পতাকায় একে-৪৭ অস্ত্র সংবলিত কয়েকটি দৃশ্য দেখা যায়। যার ফলে চলচ্চিত্রটিকে ব্যাপক সমালোচনা মুখোমুখি হতে হয়। বাংলাদেশের ইসলামি পণ্ডিতরা এই চলচ্চিত্রে ইসলামকে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করেন এবং এটিকে ইসলামবিরোধী আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আখ্যায়িত করেন। বাংলাদেশী ইসলামি পণ্ডিত ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মামুনুল হক, এতে ধর্মপ্রাণ মুসলমানদের ইসলামী চেতনা, ঈমান ও আত্মমর্যাদায় আঘাত করা হয়েছে বলে উল্লেখ করেন।[৬] অনেকেই প্রশ্ন তুলেন যে, "সব ধর্মেই জঙ্গি আছে, কিন্তু নাটক-চলচ্চিত্রে শুধু ইসলামকে ব্যবহার করা হবে কেন?।" পরবর্তীতে পরিচালক শামীম আহমেদ রনি এটিকে কোনোমতেই ইসলামবিরোধী নয় বলে ব্যাখ্যা করেন এবং ব্যাপক সমালোচনার মুখে পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান ক্ষমা চেয়ে সামাজিকযোগাযোগ মাধ্যম থেকে টিজারটি সরিয়ে নেয়।[৭][৮][৯]

বাংলাদেশের চাঁদপুরে চলচ্চিত্রটির কয়েকটি দৃশ্যের চিত্রগ্রহণ হওয়ার থাকলেও ২০২১ সালের ৮ জানুয়ারি বাংলাদেশের কয়েকটি ইসলামী সংগঠন ও চাঁদপুরের স্থানীয় লোকজন চলচ্চিত্রটিকে ইসলামবিদ্বেষী আখ্যা দিয়ে কোনোভাবেই চাঁদপুরে এটির চিত্রগ্রহণ করতে দেওয়া হবেনা বলে ঘোষণা দেয়।[১০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Dev enters Bangladesh with a bang, starts shooting for 'Commando' - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৭ 
  2. "বঙ্গবন্ধুকে 'কমান্ডো' উৎসর্গ করলেন দেব"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০২০-০৩-১৭। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৭ 
  3. "এলো দেবের 'কমান্ডো' পোস্টার, কলকাতায় জাহারা মিতু | banglatribune.com"Bangla Tribune। ২০২০-১২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৭ 
  4. "সন্ত্রাসবাদের আগুনে জ্বলছে শহর, রক্ষাকর্তা 'কমান্ডো' দেব"Hindustantimes Bangla। ২০২০-১১-২৬। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৭ 
  5. "'কমান্ডো'র বেশে বাংলাদেশের পথে দেব!"Zee24Ghanta.com। ২০২০-১১-২৬। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৮ 
  6. "'কমান্ডোর টিজারে ইসলামী চেতনা, ঈমানে আক্রমণ করা হয়েছে : মামুনুল হক"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২১-০১-০৩ 
  7. "তোপের মুখে দেব, সরিয়ে নিলেন 'কমান্ডো'র টিজার"চ্যানেল আই অনলাইন। ২০২০-১২-২৮। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "'কমান্ডো' নিয়ে সমালোচনা, ব্যাখ্যা দিলেন প্রযোজক"সময় নিউজ। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৮ 
  9. "'কমান্ডো' ছবি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ! | বিনোদন"কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৮ 
  10. "চাঁদপুরে 'কমান্ডো' সিনেমার শুটিং করতে দেবে না ধর্মপ্রাণ মানুষেরা | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২১-০১-০৮