আশা ভালবাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আশা ভালবাসা
আশা ভালবাসা চলচ্চিত্রের পোস্টার
পরিচালকতমিজ উদ্দীন রিজভী
রচয়িতাছটকু আহমেদ (সংলাপ)
চিত্রনাট্যকারতমিজউদ্দীন রিজভী
কাহিনিকারতমিজউদ্দীন রিজভী
শ্রেষ্ঠাংশে
সুরকারআবু তাহের
চিত্রগ্রাহকশহীদুল্লাহ দুলাল
সম্পাদকমুজিবুর রহমান দুলু
প্রযোজনা
কোম্পানি
আদৃতা চলচ্চিত্র
পরিবেশকআদৃতা চলচ্চিত্র
মুক্তি
  • ১ ডিসেম্বর ১৯৯৫ (1995-12-01)[১]
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

আশা ভালবাসা হল ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন তমিজ উদ্দীন রিজভী এবং সংলাপ লিখেছেন ছটকু আহমেদ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনাজ, সাবরীনা, ডন ও মিশা সওদাগর। চলচ্চিত্রটিতে প্রথম খলচরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর।[২]

চলচ্চিত্রটি ১৯৯৫ সালের ১লা ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পায়।

কুশীলব[সম্পাদনা]

এছাড়া অন্যান্য অপ্রধান চরিত্রে অভিনয় করেছেন তৈমুর, মিলন, আরমান, সানোয়ার মোর্শেদ, নাজমুল হোসাইন, আবু তাহের, মিন্টু, রুস্তম, বৃষ্টি, মনি, বিজু, রাবেয়া, মাসুম, বাতেন, আমিন, মিঠু, হাসান, ও ফরহাদ।

সঙ্গীত[সম্পাদনা]

আশা ভালবাসা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আবু তাহের। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ারমনিরুজ্জামান মনির

গানের তালিকা[সম্পাদনা]

নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."তুমি ছাড়া ভাল লাগে না"  
২."গান আমি গেয়ে যাব"এন্ড্রু কিশোর 
৩."ব্যথা বড় লাগে যদি তুমি দাও"  
৪."প্রেম প্রীতি আর ভালবাসা"আগুন৪:১১

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Archive Movie List - 1995"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "মিশার আফসোস"দৈনিক প্রথম আলো। ৯ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]