বিষয়বস্তুতে চলুন

আল-মুতাসিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আল মুতাসিম থেকে পুনর্নির্দেশিত)
আল মুতাসিম
al-Mu'tasim
المعتصم
খলিফা প্রবেশ করছেন,বাইজেন্টাইনরা তাকে কুর্ণীশ করছে
আব্বাসীয় খিলাফতের ৮ম খলিফা
রাজত্ব৯ আগস্ট ৮৩৩ – ৫ জানুয়ারি ৮৪২
পূর্বসূরিআল মামুন
উত্তরসূরিআল ওয়াসিক
জন্ম৭৯৬
খুলদ প্রাসাদ, বাগদাদ
মৃত্যু৫ জানুয়ারি ৮৪২
সামারা
সমাধি
জাওসাক প্রাসাদ, সামারা
বংশধরআল ওয়াসিক, আল মুতাওয়াক্কিল, মুহাম্মদ, আহমেদ, আলিম আবদুল্লাহ
পূর্ণ নাম
আবু ইসহাক আব্বাস ইবনে হারুনুর রশিদ আল মুতাসিম বিল্লাহ
রাজবংশআব্বাসীয়
পিতাহারুনুর রশিদ
মাতামারিদা
ধর্মইসলাম

আবু ইসহাক মুহাম্মদ ইবনে হারুনুর রশিদ (আরবি: أبو إسحاق عباس بن هارون الرشيد; ৭৯৬ –৫ জানুয়ারি ৮৪২) (আল মুতাসিম বিল্লাহ নামে বেশি পরিচিত) ছিলেন ৮ম আব্বাসীয় খলিফা। ৮৩৩ সাল থেকে ৮৪২ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি শাসন করেন।[] তিনি তার সৎভাই আল মামুনের উত্তরসুরি হন। আল মামুনের অধীনে তিনি সামরিক কমান্ডার ও গভর্নর ছিলেন। তার আমলে তুর্কি দাস সৈনিকদের সূচনা হয়। তাদের জন্য সামারায় নতুন রাজধানী স্থাপন করা হয়। পরবর্তীতে তুর্কিরা দ্রুত আব্বাসীয় সরকারে প্রভাবশালী হয়ে উঠে। তিনি তার পূর্বসূরি আল মামুনের মত মুতাজিলাদের প্রতি সমর্থন অব্যাহত রাখেন। এসময় প্রশাসনের কেন্দ্রীকরণ, আঞ্চলিক গভর্নরদের ক্ষমতা হ্রাস করা হয়। আল মুতাসিমের শাসনে বেশ কিছু অভ্যন্তরীণ যুদ্ধ সংঘটিত হয়। তিনি ৮৪২ সালে মৃত্যুবরণ করেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

মুহাম্মদ, ভবিষ্যতের যিনি আল-মু'তাসিম নামে পরিচিত হন, বাগদাদের খুলদ ("অনন্তকাল") প্রাসাদে জন্মগ্রহণ করেন, তবে সঠিক তারিখটি অস্পষ্ট: ইতিহাসবিদ আল-তাবারির (৮৩৯-৯২৩) মতে, কর্তৃপক্ষ তাকে শাবান হিজরি ১৮০ (অক্টোবর ৭৯৬ খ্রিস্টাব্দ) বা ১৭৯ হিজরিতে (বসন্ত ৭৯৬ খ্রিস্টাব্দ বা তারও আগে) জন্ম নিয়েছেন।[] তার পিতা পঞ্চম আব্বাসীয় খলিফা হারুন আল-রশিদ (শাসনকাল ৭৮৬-৮০৯) এবং মারিদা বিনতে শাবিব (আরবি: ماريدا بنت شبيب), একজন দাস উপপত্নী। মারিদা কুফায় জন্মগ্রহণ করেন, কিন্তু তার পরিবার সোগদিয়া থেকে এসেছিল, এবং তিনি সাধারণত তুর্কি বংশোদ্ভূত ছিলেন বলে মনে করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Bosworth 1993, পৃ. 776।
  2. Bosworth 1991, পৃ. 208–209।
  3. Kennedy 2006, পৃ. 173, 213।

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]
আল-মুতাসিম
জন্ম: ৭৯৬ মৃত্যু: ৮৪২
সুন্নি ইসলাম পদবীসমূহ
পূর্বসূরী
আল মামুন
ইসলামের খলিফা
৯ আগস্ট ৮৩৩ – ৫ জানুয়ারি ৮৪২
উত্তরসূরী
আল ওয়াসিক