মুতাওয়াক্কিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আল মুতাওয়াক্কিল থেকে পুনর্নির্দেশিত)
মুতাওয়াক্কিল
المتوكل على الله جعفر بن المعتصم
আব্বাসীয় খিলাফতের ১০ম খলিফা
রাজত্ব৮৪৭–৮৬১
পূর্বসূরিআল ওয়াসিক
উত্তরসূরিআল মুনতাসির
জন্মমার্চ ৮২২
মৃত্যু১১ ডিসেম্বর ৮৬১
পূর্ণ নাম
জাফর ইবনে মুহাম্মদ মুতাসিম মুতাওয়াক্কিল আলাল্লাহ
রাজবংশআব্বাসীয়
পিতাআল মুতাসিম
মাতাশুজা
ধর্মইসলাম

জাফর ইবনে মুহাম্মদ মুতাসিম বিল্লাহ (আরবি: جعفر بن محمد المعتصم بالله; মার্চ ৮২২ – ১১ ডিসেম্বর ৮৬১) বা মুতাওয়াক্কিল আলা‌ল্লাহ (المتوكل على الله, "He who relies on God"/যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে / আল্লাহর উপর ভরসা রাখা ব্যক্তি) এই নামে বেশি পরিচিত) ছিলেন ১০ম আব্বাসীয় খলিফা। তিনি ৮৪৭ সাল থেকে ৮৬১ সাল পর্যন্ত শাসন করেন। তিনি তার ভাই আল ওয়াসিকের উত্তরসুরি হয়েছিলেন। তিনি মিহনার সমাপ্তি ঘটান।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

মুতাওয়াক্কিলের জন্ম ফেব্রুয়ারি / মার্চ ৮২২ সালে আব্বাসীয় রাজকুমার আবু ইসহাক মুহাম্মদ এবং সুজার নামে খোয়ারাজমের এক দাস উপপত্নীর ঘরে জন্মগ্রহণ করেন।[১]  তাঁর প্রথম জীবন অস্পষ্ট, কারণ ৮৪৭ সালেের আগস্টের তার বড় ভাই আল-ওয়াসিকের মৃত্যুর আগ পর্যন্ত রাজনৈতিক বিষয়ে তিনি কোনও ভূমিকা পালন করেননি।[১]

চরিত্র[সম্পাদনা]

তার নিষ্ঠরতার জন্য ঐতিহাসিকগণ তাকে আরবদের নীরো বলে অভিহিত করেন। তিনি ছিলেন গোঁড়া সুন্নীপন্থী। তাই তিনি শিয়া ও মুতাযিলাদের প্রতি কঠোর ছিলেন। এছাড়াও বিখ্যাত তুর্কি সেনাপতি ঈতাখকে হত্যা করেন ও কারবালায় ইমাম হোসাইন (রা.) এর মাযার ধ্বংস করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Kennedy 1993, পৃ. 777।

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

মুতাওয়াক্কিল
জন্ম: ৮২১ মৃত্যু: ৮৬১
সুন্নি ইসলাম পদবীসমূহ
পূর্বসূরী
আল ওয়াসিক
ইসলামের খলিফা
৮৪৭–৮৬১
উত্তরসূরী
আল মুনতাসির