বিষয়বস্তুতে চলুন

শেন ডোরিচ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Shane Dowrich থেকে পুনর্নির্দেশিত)
শেন ডোরিচ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
শেন ওমারি ডোরিচ
জন্ম (1991-10-30) ৩০ অক্টোবর ১৯৯১ (বয়স ৩২)
বার্বাডোস
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাউইকেট-কিপার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক৩ জুন ২০১৫ বনাম অস্ট্রেলিয়া
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ৪৩ ২১ ২২
রানের সংখ্যা ১৮৭৩ ২১৩ ২৫৬
ব্যাটিং গড় ৩৭.৪৬ ১৩.৩১ ১৫.০৫
১০০/৫০ -/- ৩/১২ ০/০ ০/০
সর্বোচ্চ রান ১৩১* ৩৫ ৩৭
বল করেছে - - -
উইকেট - - - -
বোলিং গড় - - - -
ইনিংসে ৫ উইকেট - - - -
ম্যাচে ১০ উইকেট - - - -
সেরা বোলিং - - - -
ক্যাচ/স্ট্যাম্পিং -/- ১০৪/১১ ১৪/৬ ১২/৪
উৎস: ESPNcricinfo, ৬ জুন ২০১৫

শেন ডোরিচ (জন্ম: ৩০ অক্টোবর, ১৯৯১) বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।[] ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রতিনিধিত্ব করছেন। দলে তিনি মূলতঃ মাঝারি সারির ডানহাতি ব্যাটসম্যান হিসেবে অংশগ্রহণ করেন। পাশাপাশি উইকেট-রক্ষণের কাজেও সিদ্ধহস্ত তিনি। ঘরোয়া ক্রিকেটে বার্বাডোসের পক্ষে খেলছেন। এছাড়াও, বার্বাডোস ট্রাইডেন্টস, ওয়েস্ট ইন্ডিজ এ দল, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সভাপতি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলে প্রতিনিধিত্ব করেছেন।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

ডিসেম্বর, ২০০৯ সারে জামাইকায় অনুষ্ঠিত টিসিএল গ্রুপ ওয়েস্ট ইন্ডিজ চ্যালেঞ্জ প্রতিযোগিতায় তার ব্যাটিং গড় ৪১ ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পূর্বেই ডোরিচ তার ক্রীড়াপ্রতিভা তুলে ধরেছেন। ২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে চারজন বার্বাডোসের খেলোয়াড়দের একজন হিসেবে অন্তর্ভুক্ত হন। গত দুই বছরে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তার ব্যাটিং গড় ৫০.১৮। এ সময়ে তিনি তিনটি সেঞ্চুরিসহ সাতটি অর্ধ-শতকের দেখা পান। তন্মধ্যে নিজস্ব সেরা অপরাজিত ১৩১* রয়েছে। কিন্তু সামগ্রীকভাবে তার গড় হচ্ছে ৩৭.৪৬। ২০১৪-১৫ মৌসুমে ঘরোয়া ক্রিকেটের চারদিনের প্রতিযোগিতায় ১০ খেলায় ৬১৫ রান সংগ্রহ করেন। মে, ২০১৫ সালে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট খেলার জন্য ১৪-সদস্যের দলে তাকেও অন্তর্ভুক্ত করা হয়।[] অতঃপর ৩ জুন, ২০১৫ তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Shane Dowrich"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৫ 
  2. "Chanderpaul dropped from West Indies squad"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৫ 
  3. "Australia tour of West Indies, 1st Test: West Indies v Australia at Roseau, Jun 3-7, 2015"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]