মিনার্ভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Minerva থেকে পুনর্নির্দেশিত)
মিনার্ভা
জ্ঞান, প্রজ্ঞা, যু্ক্তি, সাহিত্য, কারুশিল্প এবং বিজ্ঞান, প্রতিক্ষা এবং সমর কৌশলের দেবী।
the Capitoline Triad গোষ্ঠীর সদস্য
জীবজন্তুOwl of Minerva
মাতাপিতাজুপিটারমেটিস

রোমান পুরাণে জ্ঞান ও চারুশিল্পের দেবী হিসেবে মিনার্ভা পূজিত হতেন। ইংরেজি বা রোমান ভাষায় Minerva। (/mɪˈnɜːr.və/; লাতিন: [mɪˈnɛr.wa]; Etruscan: Menrva) গ্রিক পুরাণের দেবী অ্যাথিনার সমতূল্য দেবী মিনার্ভা। জ্ঞান, প্রজ্ঞা, যু্ক্তি, সাহিত্য, কারুশিল্প এবং বিজ্ঞান, প্রতিক্ষা এবং সমর কৌশলের দেবী। প্রতীক: পেঁচা এবং জলপাই গাছ। জিউস ও ওসেনিড মেটিসের কন্যা, এথেনা সম্পূর্ণ যুদ্ধসাজে তার বাবার মাথা থেকে জন্ম লাভ করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Encarta World English Dictionary 1998-2004 Microsoft Corporation.
রোমান পুরাণ পরম্পরা
প্রধান দেবতা
অ্যাপোলো | কেরেস | ডায়ানা | ইউনো | জুপিটার | মার্স | মের্কুরি | মিনার্ভা | ভেনাস | ভুলকান | ডিভাস অগাস্টাস | ডিভাস জুলিয়াস | ফরচুনা | লেরিস | প্লুটো | ক্যুইরিনাস | সল | ভেস্তা