লেয়ান্দ্রো দামিয়াও

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Leandro Damião থেকে পুনর্নির্দেশিত)
লেয়ান্দ্রো দামিয়াও
২০১৩ সালে ইন্তেরনাসিওনালের হয়ে লেয়ান্দ্রো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লেয়ান্দ্রো দামিয়াও দা সিলভা দোস সান্তোস
জন্ম (1989-07-22) ২২ জুলাই ১৯৮৯ (বয়স ৩৪)
জন্ম স্থান জারদিম আলেগ্রে, ব্রাজিল
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
কাওয়াসাকি ফ্রোন্তালে
জার্সি নম্বর
যুব পর্যায়
আতলেতিকো এরমান
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৭–২০০৯ আতলেতিকো এরমান ১৮ (৮)
২০০৭১৫ই অক্টোবর (ধার)
২০০৮মার্সিলিও দিয়াস (ধার) (০)
২০০৮আতলেতিকো তুবারাও (ধার) (০)
২০০৯ইন্তেরনাসিওনাল বি (ধার) (০)
২০০৯–২০১৩ ইন্তেরনাসিওনাল ১৭৯ (৮৯)
২০১৪–২০১৮ সান্তোস ২৬ (৬)
২০১৫ক্রুজেইরো (ধার) ২৩ (৪)
২০১৬রিয়াল বেতিস (ধার) (০)
২০১৬–২০১৭ফ্লামেঙ্গো (ধার) ২২ (৫)
২০১৭–২০১৮ইন্তেরনাসিওনাল (ধার) ৩১ (১৯)
২০১৯– কাওয়াসাকি ফ্রোন্তালে ৯৯ (৪৭)
জাতীয় দল
২০১২ ব্রাজিল অনূর্ধ্ব-২৩ (৬)
২০১১–২০১৩ ব্রাজিল ১৭ (৩)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:৪০, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৪০, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

লেয়ান্দ্রো দামিয়াও দা সিলভা দোস সান্তোস (পর্তুগিজ: Leandro Damião, ব্রাজিলীয় পর্তুগিজ: [leˈɐ̃dɾu daˈmjɐ̃w̃]; জন্ম: ২২ জুলাই ১৯৮৯; লেয়ান্দ্রো দামিয়াও নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ব্রাজিলের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাওয়াসাকি ফ্রোন্তালের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১২ সালে, লেয়ান্দ্রো ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ব্রাজিলের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।[৩] প্রায় −১ বছর যাবত ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১১ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ব্রাজিলের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৭ ম্যাচে ৩টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

লেয়ান্দ্রো দামিয়াও দা সিলভা দোস সান্তোস ১৯৮৯ সালের ২২শে জুলাই তারিখে ব্রাজিলের জারদিম আলেগ্রেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

লেয়ান্দ্রো ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় −১ বছরে ৫ ম্যাচে অংশগ্রহণ করে ৬টি গোল করেছেন।[৪]

২০১১ সালের ২৭শে মার্চ তারিখে, ২১ বছর, ৮ মাস ও ৫ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী লেয়ান্দ্রো স্কটল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে অভিষেক করেছেন।[৫] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৬] ম্যাচে তিনি ৯ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৭] ম্যাচটি ব্রাজিল ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৮] ব্রাজিলের হয়ে অভিষেকের বছরে লেয়ান্দ্রো সর্বমোট ৪ ম্যাচে ১টি গোল করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

২৭ মার্চ ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ব্রাজিল ২০১১
২০১২ ১০
২০১৩
সর্বমোট ১৭

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "2022シーズン 選手・スタッフ" [২০২২ মৌসুমের খেলোয়াড় এবং কর্মকর্তা]। frontale.co (জাপানি ভাষায়)। কাওয়াসাকি, ব্রাজিল: কাওয়াসাকি ফ্রোন্তালে। ২৫ মার্চ ২০২২। ২৫ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২ 
  2. "Kawasaki Frontale - J.LEAGUE" [কাওয়াসাকি ফ্রোন্তালে - জে. লিগ]। jleague.co (জাপানি ভাষায়)। ব্রাজিল: জে লিগ। ২৫ মার্চ ২০২২। ২৫ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২ 
  3. "Brazil U23 vs. New Zealand U23 - 1 August 2012"Soccerway। ১ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২ 
  4. "Leandro Damião » Internationals"worldfootball.net। ২২ জুলাই ১৯৮৯। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২ 
  5. "Brazil vs. Scotland - 27 March 2011"Soccerway। ২৭ মার্চ ২০১১। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২ 
  6. "Brazil - Scotland 2:0 (Friendlies 2011, March)"worldfootball.net। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২ 
  7. "Scotland - Brazil, Mar 27, 2011 - International Friendlies - Match sheet"Transfermarkt। ২৭ মার্চ ২০১১। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২ 
  8. Strack-Zimmermann, Benjamin (২৭ মার্চ ২০১১)। "Brazil vs. Scotland"National Football Teams। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]