জেজুনাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Jejunum থেকে পুনর্নির্দেশিত)
জেজুনাম
ক্ষুদ্রান্ত্র
বিস্তারিত
পূর্বভ্রূণমধ্যান্ত্র
ধমনীজেজুনাল ধমনী
শিরাজেজুনাল শিরা
স্নায়ুসিলিয়াক গ্যাংলিয়া, ভেগাস স্নায়ু [১]
শনাক্তকারী
লাতিনJejunum
মে-এসএইচD007583
টিএ৯৮A05.6.03.001
টিএ২2958
এফএমএFMA:7207
শারীরস্থান পরিভাষা

পরিপাকতন্ত্রের শারীরবৃত্তে জেজুনাম (ইংরেজি: Jejunum) হল ক্ষুদ্রান্ত্রের তিনভাগের মধ্যবর্তী ভাগটির নাম। এটি ডিওডেনাম ও ইলিয়ামের মাঝে অবস্থিত।ডিওডেনাম থেকে জেজুনামে পরিবর্তনকারী অংশটিকে ট্রাইটসের লিগামেন্ট বলা হয়।

প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষুদ্রান্ত্র প্রায় ৬ মিটার লম্বা, এর মধ্যে জেজুনামের দৈর্ঘ্য ২.৫ মিটার। জেজুনামের পিএইচ (pH)সাধারণত ৭ ও ৮-এর মধ্যে থাকে (নিরপেক্ষ থেকে সামান্য ক্ষারীয়)।

গঠন[সম্পাদনা]

জেজুনামে ব্রুনারের গ্রন্থি, পেয়ার্স প্যাচ প্রভৃতি কম পরিমাণে দেখা যায়। এই স্থানে মূলত কিছু খাঁজ দেখা যায় যা কারক্রিং-এর ভালভ নামে পরিচিত। এগুলি শোষণের তল বৃদ্ধি করে।

  • ইলিয়ামের চেয়ে জেজুনামে কম পরিমাণে পেয়ার্স প্যাচ থাকে।
  • জেজুনামের ব্যাস ইলিয়ামের থেকে অনেক বেশি হয়।

কাজ[সম্পাদনা]

উৎসেচক দ্বারা পাচিত খাদ্যকে শোষণ করতে জেজুনাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাচিত খাদ্য শোষণ এর পর শর্করাপ্রোটিন সরাসরি রক্তবাহ দ্বারা এবং লিপিড লসিকাবাহ দ্বারা শোষিত হয়। পরে তা হেপাটিক পোর্টাল সংবহনতন্ত্র দ্বারা পরিবাহিত হয়ে যকৃতে পৌঁছায়।[২]

অন্যান্য প্রাণীদেহে[সম্পাদনা]

মাছের দেহে ক্ষুদ্রান্ত্রের ভাগগুলি পার্থক্য করা যায় না। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে জেজুনামের বদলে মধ্য-ক্ষুদ্রান্ত্র শব্দটি ব্যবহার করা যায়।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Physiology at MCG 6/6ch2/s6ch2_30
  2. CRANE, RK (অক্টো ১৯৬০)। "Intestinal absorption of sugars."Physiological Reviews40 (4): 789–825। ডিওআই:10.1152/physrev.1960.40.4.789পিএমআইডি 13696269 
  3. Guillaume, Jean; Praxis Publishing; Sadasivam Kaushik; Pierre Bergot; Robert Metailler (২০০১)। Nutrition and Feeding of Fish and Crustaceans। Springer। পৃষ্ঠা 31। আইএসবিএন 9781852332419। সংগ্রহের তারিখ ২০০৯-০১-০৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]