ইসলামকিউএ.ইনফো
অবয়ব
(Islamqa.info থেকে পুনর্নির্দেশিত)
সাইটের প্রকার | ধর্মীয় (সালাফি, সুন্নী ইসলাম) |
---|---|
উপলব্ধ | আরবী, ইংরেজি, ফারসি, জাপানিজ, চাইনিজ, উইঘুর, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইন্দোনেশিয়ান, জার্মান, পর্তুগিজ, হিন্দি, রাশিয়ান, উর্দু, তুর্কিশ এবং বাংলা |
প্রস্তুতকারক | সালিহ আল মুনাজ্জিদ |
ওয়েবসাইট | islamqa |
অ্যালেক্সা অবস্থান | 4,388 (June 2018[হালনাগাদ])[১] |
বাণিজ্যিক | না |
চালুর তারিখ | ১৯৯৭ |
বর্তমান অবস্থা | সক্রিয় |
ইসলামকিউএ.ইনফো (ইংরেজি: IslamQA.info, ইসলাম জিজ্ঞাসা ও জবাব) হল একটি বহুভাষী ধর্মীয় শিক্ষামূলক ওয়েবসাইট যা ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর আহলুস সুন্নাহ ওয়াল জামাত তথা কুরআন-হাদিসের আলোকে প্রদান করে থাকে। মুসলিম-অমুসলিম সবার প্রশ্নের উত্তর একেবারে সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় প্রমাণসহ দিয়ে থাকে। ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা হলেন সৌদি আরবীয় ইসলামি পণ্ডিত সালিহ আল মুনাজ্জিদ।
ভাষাসমূহ
[সম্পাদনা]২০১৪ সালের তথ্য অনুযায়ী ইসলামকিউএ.ইনফো আরবি ইংরেজি, ইতালীয়, ফার্সি, ফরাসি, উর্দু, আজারি, উইঘুর, তুর্কি, বাংলা, হিন্দি, জাপানি, চীনাসহ মোট তোরোটি ভাষায় উপলব্ধ রয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "islamqa.info Site Info"। Alexa Internet। ২০১৭-১১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-১৩।