ইবনে খাল্লিকান
মুসলিম পণ্ডিত শামসুদ্দিন আবুল আব্বাস আহমাদ মুহাম্মাদ ইবনে খাল্লিকান | |
---|---|
উপাধি | প্রধান বিচারক |
জন্ম | আর্বিল (বর্তমান ইরাক) | ২২ সেপ্টেম্বর ১২১১
মৃত্যু | ৩০ অক্টোবর ১২৮২দামেস্ক (বর্তমান সিরিয়া) | (বয়স ৭১)
জাতিভুক্ত | কুর্দি |
অঞ্চল | মধ্যপ্রাচ্য |
সম্প্রদায় | সুন্নি |
মাজহাব | শাফেঈ[১] |
লক্ষণীয় কাজ | ওয়াফায়াতুল আইয়ান ওয়া আম্বা আবনাউয যামান |
শামসুদ্দিন আবুল আব্বাস আহমাদ মুহাম্মাদ ইবনে খাল্লিকান (আরবি: شمس الدين أبو العباس أحمد بن محمد بن خلكان, কুর্দি ভাষায় "ইবনে জেলকান", খাল্লিকানরা কুর্দি গোত্র ছিল) (২২ সেপ্টেম্বর ১২১১ – ৩০ অক্টোবর ১২৮২) ছিলেন ১৩ শতকের শাফেঈ পণ্ডিত। তিনি আরব বা কুর্দি বংশোদ্ভূত ছিলেন।[২][৩][৪][৫][৬][৭][৭][৮]
জীবন
[সম্পাদনা]ইবনে খাল্লিকান ১২১১ সালের ২২ সেপ্টেম্বর ইরাকের আর্বিলে জন্মগ্রহণ করেন। তিনি তার জন্মস্থান এবং পরে আলেপ্পো ও দামেস্কে লেখাপড়া করেছেন।[৯] মসুলে তিনি ফিকহ নিয়ে পড়াশোনা করেছেন। এরপর তিনি কায়রোতে স্থায়ী হন।[১০][১০] আইনবিদ, ধর্মতাত্ত্বিক ও ব্যাকরণবিদ হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। তিনি ১২৫২ সালে বিয়ে করেন।[১০]
১২৬১ সালের আগ পর্যন্ত তিনি মিশরের প্রধান বিচারকের সহকারী ছিলেন। এরপর তাকে দামেস্কের প্রধান বিচারকের দায়িত্ব দেয়া হয়।[৯] ১২৭১ সালে তাকে তার পদ থেকে অপরাসরণ করা হয়। এরপর তিনি মিশরে ফিরে আসেন এবং ১২৭৮ সালে পুনরায় দামেস্কে বিচারক নিযুক্ত হওয়ার আগ পর্যন্ত সেখানে শিক্ষাদান করেন।[৯] ১২৮১ সালে তিনি তার পদ থেকে অবসর নেন।[১০] ১২৮২ সালের ৩০ অক্টোবর তার মৃত্যু হয়।[৯]
কর্ম
[সম্পাদনা]ওয়াফায়াতুল আইয়ান ওয়া আম্বা আবনাউয যামান (বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যু এবং যুগের সন্তানদের ইতিহাস) নামক গ্রন্থটি ইবনে খাল্লিকানের বহুল পরিচিত গ্রন্থ।[৯] ১২৫৬ সালে তিনি এর কাজ শুরু করেন এবং ১২৭৪ পর্যন্ত তা সম্পন্ন করেন। এতে পূর্বের পণ্ডিতদের কাজগুলোর উদ্ধৃতি দেয়া হয়েছে।[৯] পূর্ব থেকে অধিক পরিমাণে আলোচিত হয়েছেন, যেমন মুহাম্মাদ এবং খলিফা, এমন ব্যক্তিদের এখানে উল্লেখ করা হয়নি।[৯] এই বইটি উইলিয়াম ম্যাকগুকিন দ্য স্লান (১৮০১-১৮৭৮) ইংরেজিতে অনুবাদ করেন। এতে ২,৭০০ এর বেশি পৃষ্ঠা ছিল।[১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Lewis, B.; Menage, V.L.; Pellat, Ch.; Schacht, J. (১৯৮৬) [1st. pub. 1971]। Encyclopaedia of Islam (New Edition)। Volume III (H-Iram)। Leiden, Netherlands: Brill। পৃষ্ঠা 832। আইএসবিএন 9004081186।
- ↑ Setton, Kenneth Meyer (১৯৬৯)। A History of the Crusades (ইংরেজি ভাষায়)। Univ of Wisconsin Press। পৃষ্ঠা ৬৮১। আইএসবিএন 978-0-299-10744-4।
- ↑ Colloque, Université de Paris IV: Paris-Sorbonne Institut de recherches sur les civilisations de l'Occident moderne; Level, Brigitte (১৯৮৮)। A travers deux siècles: le Caveau, société bachique et chantante, 1726-1939 (ফরাসি ভাষায়)। Presses Paris Sorbonne। আইএসবিএন 9782904315565।
- ↑ Papan-Matin, Firoozeh (২০১০)। Beyond Death: The Mystical Teachings of ʻAyn Al-Quḍāt Al-Hamadhānī (ইংরেজি ভাষায়)। BRILL। পৃষ্ঠা ৯৭–৯৮। আইএসবিএন 978-90-04-17413-9।
- ↑ "Kurdish Academy of Language | enables the Kurdish language in new"। Kurdish Academy of Language (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২০।
- ↑ http://www.wdl.org/fr/search/?contributors=Ibn%20Khallik%C4%81n%2C%201211-1282#7448 (According to the Egyptian "bibliotheca alexandrina" , ibn khallikan is kurdish)
- ↑ ক খ Khallikan, Ibn (২০১০-০১-০১)। Ibn Khallikan's Biographical Dictionary (ইংরেজি ভাষায়)। Cosimo, Inc.। আইএসবিএন 9781616403362।
- ↑ E.J. Brill's First Encyclopaedia of Islam 1913-1936 (ইংরেজি ভাষায়)। BRILL। ১৯৮৭। আইএসবিএন 9004082654।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "Encyclopædia Britannica Online, Ibn Khallikān"। ২০১০। সংগ্রহের তারিখ মে ২২, ২০১০।
- ↑ ক খ গ ঘ ঙ "Ibn Khallikan"। Humanistic Texts.org। ২০ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ২২, ২০১০।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- Ibn Khallikān. Ibn Khallikan's Biographical dictionary, 1। M. de Slane trans. Oriental Translation Fund of Great Britain and Ireland, 1843.
- Ibid. Ibn Khallikan's Biographical dictionary, 2।
- Ibid. Ibn Khallikan's Biographical dictionary, 3।
- Ibid. Ibn Khallikan's Biographical dictionary, 4।