ভুটান ফুটবল ফেডারেশন
অবয়ব
(Bhutan Football Federation থেকে পুনর্নির্দেশিত)
এএফসি | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৮৩[১] |
সদর দপ্তর | থিম্পু, ভুটান |
ফিফা অধিভুক্তি | ২০০০[১] |
এএফসি অধিভুক্তি | ১৯৯৩ |
সভাপতি | দাশো উগেন সেচুপ |
সহ-সভাপতি | পেমা দর্জি |
ওয়েবসাইট | www |
ভুটান ফুটবল ফেডারেশন (জংখা: འབྲུག་ཡུལ་རྐང་རིལཁོངས་གཏོགས, ইংরেজি: Bhutan Football Federation; এছাড়াও সংক্ষেপে বিএফএফ নামে পরিচিত) হচ্ছে ভুটানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১৭ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৬ বছর পর ১৯৯৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ভুটানের রাজধানী থিম্পুতে অবস্থিত।
এই সংস্থাটি ভুটানের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ভুটান প্রিমিয়ার লীগ এবং ভুটান সুপার লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ভুটান ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন দাশো উগেন সেচুপ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন উগিয়েন ওয়াংচুক।
কর্মকর্তা
[সম্পাদনা]- ২৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | দাশো উগেন সেচুপ |
সহ-সভাপতি | পেমা দর্জি |
সাধারণ সম্পাদক | উগিয়েন ওয়াংচুক |
কোষাধ্যক্ষ | বি. টি. দর্জি |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | |
প্রযুক্তিগত পরিচালক | ভিনসেন্ট সুব্রমনিয়াম |
ফুটসাল সমন্বয়কারী | পসং |
জাতীয় দলের কোচ (পুরুষ) | পেমা দর্জি |
জাতীয় দলের কোচ (নারী) | ইয়েশে |
রেফারি সমন্বয়কারী | গৌতম কর |
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ ভুটান ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ অক্টোবর ২০১৮ তারিখে (ইংরেজি)
- এএফসি-এ ভুটান ফুটবল ফেডারেশন (ইংরেজি)