হরমোন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা 2409:4061:2c85:9ee0:50b0:65d6:7a60:7774 (আলোচনা) কর্তৃক ১৫:৪০, ৭ অক্টোবর ২০২০ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

এপিনেফ্রাইন (অ্যাড্রেনালিন), একটি ক্যানকোলামিন ধরনের হরমোন

হরমোন (ইংরেজি: Hormone, গ্রিক: ὁρμή) যে জৈব-রাসায়নিক তরল যা শরীরের কোনো কোষ বা গ্রন্থি থেকে শরীরের একটি নির্দিষ্ট অংশে নিঃসরিত হয় তাকে হরমোন বলে।

হরমোন প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী বেলিস ও স্টারলিং ১৯০৫ সালে । হরমোন কথার অর্থ হল জাগ্রত করা ।

বৈশিষ্ট্য

১) হরমোন একরকম স্টেরয়েড জৈব রাসায়নিক পদার্থ যা নিঃসৃত স্থান থেকে দূরবর্তী স্থানে সঞ্চিত হয়।

2) নিদিষ্ট স্থান ছাড়া দেহের অন্য কোথাও হরমোন সঞ্চিত হয় না।

৩) হরমোন জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী অথাৎ কেমিক্যাল হিসেবে কাজ করে।

৪) ধারাবাহিকভাবে রক্তে হরমোনের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি বা কম থাকলে নানারকম সমস্যা দেখা যায়।

৫) হরমোন রাসায়নিক বার্তাবাহক হিসেবে রাসায়নিক সংযোগ স্থাপন করে।

কাজ

১) আমাদের দেহে নানা অঙ্গ প্রত্যঙ্গ মধ্যে রাসায়নিক সংযোগ স্থাপনের কাজ করে।

২) দেহের বৃদ্ধি, হজম, রোগ প্রতিরোধ ক্ষমতা, রক্ত চাপ নিয়ন্ত্রণ, ঘাম তৈরি, হৃদযন্ত্রের কার্যক্রম বজায় রাখা।

৩) আমাদের বিভিন্ন আবেগের অনেকটাই নিয়ন্ত্রণ করা।

বিভিন্ন হরমোনের পুরো নাম

বহিঃসংযোগ