বিষয়বস্তুতে চলুন

আপেক্ষিক ভর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Shihab1729 (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:৩৬, ১৩ জুলাই ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল (চিত্র যোগ #WPWPBN #WPWP)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

স্পেসটাইম ল্যাটিস এনালজি

কোন প্রসঙ্গ-কাঠামো (ইংলিশে, reference frame) থেকে কোন স্থির পর্যবেক্ষক কোন বস্তুর যে ভর পরিমাপ করেন তা বস্তুটির আপেক্ষিক ভর। এই ভরটি ঐ প্রসঙ্গ-কাঠামো সাপেক্ষে ঐ বস্তুর ভরের উপর নির্ভর করে। পক্ষান্তরে কোন বস্তুর স্থির ভর প্রসঙ্গ-কাঠামো নিরপেক্ষ।

আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব অনুসারে দ্রুতিতে গতিশীল কোন বস্তুর ভর হবে,

যেখানে হলো এর ভর এবং হলো আলোর দ্রুতি।

সুতরাং, কোন বস্তুর দ্রুতি যদি আলোর দ্রুতির কাছাকাছি হয় কেবল তখনি তার আপেক্ষিক ভর ও নিশ্চল ভর এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ পার্থক্য দেখা যাবে। উদাহরনস্বরূপ, যখন , আপেক্ষিক ভর, স্থির ভর অপেক্ষা ১৫% বেশি হয়।